শিশুর জ্বর ও বমি হলে করণীয় সম্পর্কে জেনে নিন
শিশুর জ্বর ও বমি হলে করণীয় এ বিষয়ে প্রতিটি বাবা মায়েরই তাদের শিশুর সুস্থতার
জন্য জেনে রাখা প্রয়োজন। শিশুর জ্বর ও বমি হলে করণীয় সম্পর্কে জানা থাকলে
চিকিৎসকের পাশাপাশি বাড়িতে কিছু প্রাথমিক চিকিৎসার মাধ্যমে খুব দ্রুততার সাথে
আপনার শিশুকে সুস্থ করে তুলতে পারেন। তাই শিশুর জ্বর ও বমি হলে করণীয় কি এই
সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
প্রিয় পাঠক এই আর্টিকেল এর মাধ্যমে আমরা শিশুর জ্বর ও বমি হলে করণীয় সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি। চলুন তাহলে এই বিষয়ে জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ শিশুর জ্বর ও বমি হলে করণীয় সম্পর্কে জেনে নিন
ভূমিকা
বর্তমানে জ্বর একটি সাধারন সমস্যা। আমরা অনেকে এটিকে ভাইরাস জ্বরও বলে থাকি। এখন
সাধারণত শিশুদের জ্বর হলে আগে তার বাবা-মা প্রাথমিক চিকিৎসা করে জ্বর কমানোর
চেষ্টা করে এরপরও জ্বর না কমলে চিকিৎসকের কাছে নিয়ে যান। অনেকেই শিশুর জ্বর ও
বমি হলে করণীয় কি, শিশুর জ্বর হলে কি খাবারগুলো খাওয়ানো উচিত, শিশুর জন্য কমলে
করণীয় ইত্যাদি বিষয়ে অবগত নয়। শিশুর জ্বর হলে করণীয় কি এর সম্পর্কে আমাদের
সকলেরই জেনে রাখা উচিত।
শিশুর জ্বর ১০২ হলে করণীয়
প্রতিটা বাবা মা চায় তাদের শিশু সুস্থ থাকুক। অনেক বাবা-মা তাদের শিশুদের ১০০
ডিগ্রি বা এর চেয়ে বেশি জ্বর হলে উদ্বিগ্ন হয়ে পড়ে। শিশুর জ্বর ১০২,১০১ ও ১০০
ডিগ্রি হলে করণীয় কি তা অনেকেই জানেনা। শিশুর জ্বর ১০২ হলে করণীয় কি চলেন এই
সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
- প্রথমে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখুন। জ্বর যদি ১০০ ডিগ্রীর উপর উঠে যায় তাহলে প্যারাসিটামল জাতীয় সিরাপ খাওয়াতে পারেন।
- স্বাভাবিক পানিতে পাতলা কাপড় ভিজিয়ে কপালে পট্টি দেবেন।
- জ্বর যদি ১০২ ডিগ্রী বা তার ওপরে হয়ে থাকে তাহলে মাথায় পানি ঢালতে হবে।
- শিশুর মাথায় পানি ঢালার পর কিছুটা জ্বর কমলেই হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ নিতে হবে।
শিশুর সর্দি জ্বর হলে করণীয়
উক্ত পোস্টের মাধ্যমে প্রথমে আমরা জানলাম শিশুর জ্বর ১০২° হলে করণীয় কি এর
সম্পর্কে। অনেক কিছুই আছে একটু তেই ঠান্ডা লেগে যায় এর ফলে কিছুদিন পর পরই সর্দি
জ্বরে ভুগতে থাকে। সে ক্ষেত্রে আমাদের জেনে রাখা প্রয়োজন সাধারণ সর্দি জ্বরের
করণীয় সম্পর্কে। সাধারণ সর্দি জ্বর হলে করণীয় কি তা নিচে উল্লেখ করা হলোঃ
- সাধারণ সর্দি জ্বর হলে শিশুকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে রাখতে হবে।
- প্যারাসিটামল এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন।
- শিশুকে প্রচুর পুষ্টিকর এবং তরল জাতীয় খাবার খাওয়াতে হবে।
- কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার কোন কাপড়ের দ্বারা গা মুছে দিতে হবে।
- যদি জ্বরের পাশাপাশি কাশি হয়ে থাকে তাহলে কুসুম গরম লেবুর শরবত খাওয়াতে পারেন।
শিশুর জ্বর ও বমি হলে করণীয়
অনেকেই জানতে চান শিশুর জ্বর ও বমি হলে করণীয় কি। জ্বর হলে এমনিতেই খাবারে অরুচি
চলে আসে। এতে বমি ভাব অথবা বমি হওয়াটা স্বাভাবিক। শিশুর জ্বর ও বমি হলে করণীয়
হচ্ছে প্রথমে জ্বর কমাতে হবে কেননা জ্বর কেটে গেলেই তার সাথে বমি ভাবও কেটে
যাবে।বমি ভাব কমাতে লেবু অনেক কার্যকরী ভূমিকা পালন করে।
আরও পড়ুনঃ দাঁতের মাড়ি ব্যাথা কমানোর ঘরোয়া উপাই
লেবুতে থাকা এসিড বমি ভাব দূর করতে সহায়তা করে। কুসুম গরম পানিতে সামান্য
পরিমাণে লেবুর রস মিশিয়ে খাওয়ালে এটি বমি ভাব কমাতে সাহায্য করবে।তবে আপনার
শিশুর যদি অতিরিক্ত পরিমাণে জ্বর ও বমি হয় সে ক্ষেত্রে অবশ্যই শিশুকে চিকিৎসকের
কাছে নিয়ে যাওয়া উচিত। এই উপসর্গগুলোকে কখনোই হালকা ভাবে নেওয়া যাবে না। জ্বর
ও বমি শরীরের পানি শূন্য করে দেয়।
জ্বর ও বমি ছাড়াও আরো যেসব উপসর্গ দেখা দিলে শিশুকে ডক্তারের কাছে নিয়ে
যেতে হবে তা নিচে দেওয়া হলোঃ
- জ্বর ও বমি ছাড়াও প্রচুর পেট ব্যথা করলে।
- বমির সাথে রক্ত দেখা দিলে।
- শিশুর শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হলে।
- জ্বর ও বমির সাথে ডায়রিয়া দেখা দিলে।
জ্বর ও বমির সাথে আপনার শিশুর যদি এইসব উপসর্গ দেখা দেয় সে ক্ষেত্রে বাসায় না
বসে থেকে শিশুকে নিয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
শিশুর জ্বর হলে কি খাবার
শিশুর জ্বর হলে কি খাবার খাওয়াতে হবে প্রতিটি বাবা-মায়ের জন্য এটি জেনে রাখা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর জ্বর হলে কি খাবার খাওয়াতে হবে এর একটি খাবার
তালিকা নিচে উপস্থাপন করা হলোঃ
- পরিষ্কার পানি খাওয়াতে হবে।
- ফলের রস।
- খাবার স্যালাইন।
- শরবত।
- ডাবের পানি।
- বার্লি।
- দুধ ইত্যাদি।
জ্বর হলে শিশুদেরকে তরল জাতীয় খাবার খাওয়াবেন তবে একটি কথা বলে রাখি কোন খাবার
অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না। শিশুকে যে খাবারই খাওয়ান না কেন পরিমাণ মতো
খাওয়াবেন।
শিশুর জ্বর না কমলে করণীয়
উপরোক্ত উপায় করে দেখার সাথে সাথে শিশুর জ্বর কিছুক্ষণ পরপর থার্মোমিটার দিয়ে
মাপতে হবে। কেননা চোরের মাত্রা না কমলে অবশ্যই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে
হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় মত শিশুকে ঔষধ খাওয়াতে হবে।
শেষ কথা
প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম শিশুর জ্বর ও বমি হলে করণীয়
কি এছাড়াও জ্বর সম্পর্কে নানা বিষয়ে। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে শিশুর জ্বর ও
বমি হলে করণীয় সহ ইত্যাদি বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। এমন নতুন নতুন পোস্ট
পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের
ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন
এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url