কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় - মেয়েদের প্রশংসা করার উক্তি

 প্রতিটা মেয়েই চাই যে ছেলেরা তাদের প্রশংসা করুক। তবে অনেক ছেলে আছে যারা জানে না কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয়। কেউ কেউ এমনও আছে যারা মেয়েদের সাথে সরাসরি কথা বলতে চেয়েও বলতে পারেনা এসএমএস এ মেয়েদের প্রশংসা করতে চাইলেও খুঁজে পায় না মেয়েদের প্রশংসা করার এসএমএস। তাই কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় বিষয়টা অনেকেরই সঠিকভাবে না ও জানা থাকতে পারে। তাদের জন্যই আমাদের এই ব্লগ পোস্টটি।
কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয়
প্রিয় পাঠক আজকে আমরা এই ব্লগ পোষ্টের মাধ্যমে আলোচনা করেছি কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয়, মেয়েদের প্রশংসা করার উক্তি, মেয়েদের প্রশংসা করার এসএমএস ইত্যাদি। এ সম্পর্কে জানতে ইচ্ছুক থাকলে আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

সূচিপত্রঃ কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় - মেয়েদের প্রশংসা করার উক্তি

মেয়েদের প্রশংসা করার এসএমএস

আমরা সবাই চাই আমাদের প্রিয়জনের প্রশংসা করতে। তবে কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় সঠিকভাবে না জানার ফলে প্রশংসাও করতে পারিনা। আবার অনেকেই চাই এসএমএস এর মাধ্যমে প্রিয় মানুষটিকে প্রশংসা করে ইমপ্রেস করতে কিন্তু ভেবে পাইনা মেয়েদের প্রশংসা করার এসএমএস। তাদের জন্য মেয়েদের প্রশংসা করার কিছু এসএমএস নিচে দেওয়া হলোঃ
  • আল্লাহর বানানো প্রতিটা সৃষ্টিই সুন্দর তার মধ্যে তুমি এমন একজন যাকে প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়েছি। তুমিও হয়তো সেই মেয়ে যার জন্য আমি এতো অপেক্ষা করেছি।
  • তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি, তাহলে তুমি আমায় কাছে টেনে নিতে।
  • জানিনা কেনো তোমাকে দেখলেই আমি ভীষন আবেগী হয়ে পড়ি, হয়তো তোমার মোহ আমায় আকড়ে ধরেছে।
  • বিউটিফুল শব্দ টার কিভাবে উৎপত্তি হয়েছে সেটা জানি না বাট এইটা বলতে পারি বিউটিফুল শব্দটা তোমার রুপের প্রশংসা করার জন্যই তৈরি হয়েছে।
  • তুমি হয়তো জানো না তুমি কতটা সুন্দর আমার চোখ দিয়ে যদি তুমি নিজেকে দেখতে তাহলে বুঝতে পারতে।
  • তুমি সেই মেয়ে যাকে আমি প্রতি রাতে স্বপ্নে দেখতাম।
  • একজন মানুষ এতটা সুন্দর হয় তোমাকে না দেখলে হয়তো কখনো জানতাম না। তোমাকে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি।

মেয়েদের চোখের প্রশংসা

  • তোমার এই চোখের দিকে তাকিয়ে আমি হাজার হাজার বছর পার করে দিতে পারি।
  • ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়।
  • জানিনা কেন তোমার চোখের দিকে তাকালে আমি নিজের ভেতর শান্তি অনুভব করি।
  • চোখ নিয়ে কবির মত বলতে পারব না তবে এটা বলতে পারি তোমার ওই চোখ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।
  • পৃথিবীর সব ভালো থাকা হারিয়ে গেলেও আমি তোমার চোখের দিকে তাকিয়ে ভালো থাকবো।
  • তোমার ওই চোখের চাউনি আমি নিজেকে হারায় ফেলেছি।

মেয়েদের কন্ঠের প্রশংসা

  • মধুর চেয়েও মিষ্টি তোমার কন্ঠ।
  • তোমার কন্ঠ এতটা মিষ্টি যে তোমার কন্ঠ শুনতে শুনতে যদি চিনি ছাড়া চা খাই তবুও চা মিষ্টি লাগবে।
  • আগে জানতাম কোকিলের কন্ঠ সবচেয়ে মধুর বাট এখন মনে হচ্ছে তোমার কন্ঠ কোকিলের চেয়েও মধুর।
  • যতই তোমার কন্ঠ শুনছি ততই তোমার প্রেমে পড়ে যাচ্ছি।
  • তোমার ওই কন্ঠের নেশায় আমি আসক্ত হয়ে পড়েছি।
  • তোমার কন্ঠের মাঝে যে নেশা আছে এটি মুহূর্তের মধ্যে যে কোন কাউকে মাতাল করে দিতে পারে।
  • যখনই তোমার কন্ঠ শুনি তখনই নিজেকে হারিয়ে ফেলি।
  • আপনার মধুর কন্ঠ শুনে আমি আমার আশেপাশের পুরো দুনিয়াকেই ভুলে যাই।

মেয়েদের ছবি দেখে প্রশংসা

  • তোমার পিক আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।
  • সৌন্দর্য কেবল একটি শব্দ, আপনি সমুদ্র থেকেও সুন্দর।
  • আপনাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়।
  • আপনার ছবি দেখলে চোখ সরাতে ইচ্ছা করেনা।
  • আপনার ছবির চেয়েও আপনি বেশি সুন্দর।

কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয়

কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় বিষয়টি অনেকেই সঠিকভাবে না জানার ফলে বুঝে পায় না কিভাবে প্রশংসা করে কোন মেয়েকে ইমপ্রেস করা যাবে। তবে মেয়েদের অ্যাটেনশন পেতে হলে এমন কিছু আপনাকে করতে হবে যা মেয়েরা পছন্দ করে। বেশিরভাগ মেয়েরা বন্ধুত্বপূর্ণ এবং আবেগের দিক দিয়ে ম্যাচিওর ছেলেদের পছন্দ করে।

মেয়েরা তাদের লাইফে এমন কোন ছেলেকে চাই যে তার প্রতি সিরিয়াস। এ ছাড়াও তার প্রতি আপনার আচারন এবং তাকে দেওয়া প্রাপ্য সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আপনি তার প্রতি আরো আকৃষ্ট হয়ে উঠতে পারেন। আপনার প্রিয়তমা আপনার সাথে থাকার সময় কখনোই যেন বোরিং ফিল না করে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনি যদি আপনার প্রিয়তমা আমাকে আপনার কথা দ্বারা হাসাতে পারেন তাহলে সে আপনার সঙ্গকে অনেক ভালোভাবে উপভোগ করবে।
এবার আসি কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয় এই বিষয়ে। আপনি আপনার প্রিয়তমার ছবি দেখে প্রশংসা করতে পারেন। এছাড়াও তার চোখ, চুল, তার ভয়েস একটা দিয়ে ভালো ভালো প্রশংসা করতে পারেন এমন কিছু বলে প্রশংসা করুন যাতে আপনার প্রিয়তমা আপনার প্রশংসা শুনে ইমপ্রেস হয়।

তবে কখনোই কোন মেয়ের দেহের প্রশংসা করবেন না। এটিতে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি তার করা কোন কাজের প্রশংসা করতে পারেন তাছাড়া তার কোন ভালো গুণের প্রশংসা করতে পারেন, আপনার প্রশংসা পেয়ে সে খুশি হতে বাধ্য। আপনার করা ছোট ছোট প্রশংসা গুলো তার কাছে অনেক মূল্যবান। তাই অবশ্যই চেষ্টা করুন আপনার প্রিয়তমা বা জীবনসঙ্গিনীর বেশি বেশি প্রশংসা করার।

মেয়েদের হাসির প্রশংসা

  • যখন তুমি হাসো তখন তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে।
  • আমার পুরো দুনিয়াটা বিক্রি করে হলেও তোমার এ হাসিটা আমি কিনতে চাই।
  • আমার কাছে তোমার ওই হাসিটা পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি মূল্যবান।
  • তোমার হাসির মাঝে আমি নিজেকে হারাই ফেলছি।
  • তোমার হাসিটা দেখলে মনে হয় চোখের সামনে ফুল ফুটতে দেখতেছি।
  • আমি সারা জীবন তোমার ওই অপরূপ সৌন্দর্য মাখা হাসিটা দেখতে চাই।
  • এতো মিষ্টি করে হেসো না প্লিজ, তোমার মিষ্টি হাসিতে আমার ডায়াবেটিস হয়ে যাবে।
  • আমার কয়েক রাতের ঘুম নষ্ট করে দেওয়ার জন্য তোমার কয়েক সেকেন্ডের হাসিই যথেষ্ট।
  • কোটি টাকার হাসিটা বিনা পয়সায় উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

মেয়েদের প্রশংসা নিয়ে কবিতা

-কবিতার নাম ওগো মেয়ে সুন্দরী
-কবি ফাহিম ইসলাম  

ওগো মেয়ে সুন্দরী,
তোমায় দেখলে যে কেহই
বলবে সুন্দরী।

তোমার সুন্দর দু খানা হাত,
তোমায় সুন্দর করেছে সত্যি।

তোমার মায়াবী দুটি চোখের
মায়ায় পড়বে যে কেউই।

তোমার ওই অপরূপ সৌন্দর্যে ভরা মুখ দেখে
যে কত যুবকের চোখের ঘুম হরন হবে,
সেটার সংখ্যা আমার অজানা।

মেয়েদের প্রশংসা স্ট্যাটাস

নিচে এমন কিছু প্রশংসা স্ট্যাটাস দেওয়া হলো যা চাইলেই আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন-
  • তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে। যাকে আমি ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চাই।
  • তুমি হয়তো জানো না তুমি কতটা সুন্দর যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে তাহলে তোমার সৌন্দর্য উপলব্ধি করতে পারতে।
  • তুমি আমার সেই প্রিয়তমা যাকে আমি প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছি। তোমাকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়।

মেয়েদের প্রশংসা করার উক্তি

মেয়েদের নিয়ে কিছু উক্তি নিচে তুলে ধরা হলো আশা করি আপনাদের ভালো লাগবেঃ

"যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী।"
- হুমায়ুন আহমেদ

"কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।"
- হুমায়ূন আহমেদ

"মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না।"
- হুমায়ূন আহমেদ

"নারীর হৃদয় হলো এমন একটা জায়গা, যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে।"
- রেদোয়ান মাসুদ

" প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।"
- রবীন্দ্রনাথ ঠাকুর

"যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে।"
- জে, বি, ইয়েষ্ট

" অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চাই। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই।"
-হুমায়ূন আহমেদ

" লোকে বলে মেয়েদের কোন বাড়ি হয় না। কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোন বাড়ি সম্পন্ন হয় না।"
- সংগৃহীত

"প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে।"
- হুমায়ূন আহমেদ

"নারীদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক।"
- কিপলিং

"তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন করো না, কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে।"
- অজানা

" নারী ভালোবাসার জন্য, জানার জন্য নয়।"
- অস্কার ওয়াইল্ড

"কোন কালে একা হয়নি ক' জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ালক্ষ্মী নারী।"
- কাজী নজরুল ইসলাম

 শেষ কথা- এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url