মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় বিস্তারিত জেনে নিন
আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে মোবাইল দিয়ে কি আসলেই ইনকাম করা সম্ভব, কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করা যায় বা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় ইত্যাদি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জানতে চান। কিন্তু আমরা জানি সহজেই কোন কিছু পাওয়া যায় না ভালো কিছু পাওয়ার জন্য একটু পরিশ্রম করতেই হয়।
আমরা আমাদের এই ব্লক পোস্টে আলোচনা করেছি কিভাবে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। যারা মোবাইল দিয়ে ইনকাম করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত আমার দেওয়া গাইডলাইন ফলো করুন এবং সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
সুচিপত্রঃ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় বিস্তারিত জেনে নিন
মোবাইল দিয়ে টাকা ইনকাম ওয়েবসাইট
আমরা সকলেই জানি বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। কিন্তু সকল ওয়েবসাইটটি অথেন্টিক হয় না। কিছু কিছু ওয়েবসাইট এমনও আছে যেগুলো ইনকামের নামে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য হাতিয়ে নেই এছাড়াও এমনও আছে যেগুলো ওয়েবসাইটে আপনারা ঠিকই কাজ করবেন কিন্তু পেমেন্ট পাবেন না।
আজকে আমরা মোবাইল দিয়ে ইনকাম করার এমন কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেগুলো অথেন্টিক এবং ১০০% ট্রাস্টেড।
- ব্লগার (Blogger)
- ওয়ার্ডপ্রেস (Wordpress)
- ফাইভার (Fiverr)
- আপওয়ার্ক (Upwork)
- ফ্রিল্যান্সার (Freelancer)
- স্প্রাউটগিগস (Sproutgigs)
- মাইক্রোওয়ার্ক (Microworkers)
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়
মোবাইল দিয়ে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। নিচে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকামঃ
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় এর মধ্যে সবথেকে কার্যকরী উপায় হচ্ছে ব্লগিং করা।আমরা সকলেই জানি ব্লগার কতটা জনপ্রিয় একটি ইনকামের সাইট। ব্লগারে ফ্রি একটি ব্লগিং একাউন্ট খুলে সেখানে ব্লগ পোস্ট পাবলিশ করে ইনকাম করা যায়। ব্লগার হচ্ছে গুগলের ফ্রী একটি প্ল্যাটফর্ম। google এ ব্লগার লিখে সার্চ করলে ব্লগার ডটকম নামের একটি ওয়েবসাইট আসবে সে ওয়েব সাইটে ক্লিক করে আপনি খুব সহজেই ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
একটি ওয়েবসাইট পরিচালনায় তিনটি জিনিসের দরকার হয় ডোমেন হস্টিং এবং ব্যান্ডউইথ তবে ব্লগারের ক্ষেত্রে আপনার দরকার হবে একটি টপ লেভেল ডোমেন। ডোমেন বলতে WebsiteName.com, WebsiteName.xyz, WebsiteName.org, WebsiteName.info, WebsiteName.net ইত্যাদি।
আর গুগল থেকে ফ্রি ১৫ জিবি হোস্টিং পাওয়া যায় এবং আনলিমিটেড ব্যান্ডউইথ পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের আলাদা করে হোস্টিং এবং ব্যান্ডউইথ ক্রয় করার প্রয়োজন হচ্ছে না। বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইটের মাধ্যমে ডোমেন্ড ক্রয় করা যায় যেমন নেমচিপ (Namecheap)
ব্লগার থেকে ফ্রি একটি ব্লক সাইট বানিয়ে তাতে ইউনিক আর্টিকেল লিখে পাবলিশ করে আপনি খুব সহজেই এফিলেন্ট মার্কেটিং, গুগল এডসেন্স, এবং স্পন্সরের মাধ্যমে খুব সহজেই আপনি টাকা ইনকাম করতে পারবেন।
মোবাইল এ ছবি তুলে বিক্রি করে টাকা ইনকামঃ
অনেকেই কথাটি শুনে অবাক হচ্ছেন মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবি আবার বিক্রি করে টাকা ইনকাম করা যায়, এতে অবাক হওয়ার মত কিছুই নেই। আপনি একটি ভালো ফটোগ্রাফার হলে এবং আপনার কাছে একটি ভালো ক্যামেরা ফোন থাকলেই আপনি আপনার মোবাইল দিয়ে তোলা ছবি বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়াও এমন কিছু ওয়েবসাইটও রয়েছে যেখানে আপনি আপনার তোলা ছবিগুলো আপলোড করে এবং সেই আপলোডকৃত ছবিটি ওয়েবসাইট থেকে কেউ ক্রয় করার মাধ্যমে ইনকাম করতে পারেন।আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। এমন কিছু অথেন্টিক সাইটের নাম লিখে দেওয়া হল যেখানে আপনারা একটু বিক্রি করে আসবেন এর সাইটগুলো ১০০% ট্রাস্টেড।
- https://www.istockphoto.com/
- https://submit.shutterstock.com/
- https://fotolia.com/
- https://contributor.stock.adobe.com/
- https://www.bigstockphoto.com
মোবাইল থেকে ইনস্টাগ্রাম এর মাধ্যমে ইনকামঃ
ইনস্টাগ্রাম হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব নিচে ইনস্টাগ্রাম এর মাধ্যমে টাকা ইনকাম করার কয়েকটি উপায় দেওয়া হলো-
- ইনস্টাগ্রাম কে ব্যবহার করে নিজের প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে।
- অর্থের বিনিময়ে অন্যের প্রোফাইল কে প্রমোট করে।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে।
- ইনস্টাগ্রাম এর মাধ্যমে বিজ্ঞাপন করে।
একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ইনস্টাগ্রামে আয় করার ক্ষেত্রে আপনার একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে এবং ইনস্টাগ্রাম আইডিতে ভালো মানের ফলোয়ার থাকা দরকার।
ফেসবুক মনিটাইজেশন দ্বারা মোবাইল দিয়ে টাকা ইনকামঃ
আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক মনিটাইজেশন আবার কি। সহজ ভাষায় বলতে গেলে ফেসবুকের কিছু শর্তাদি পূরণ করে ফেসবুকের পার্টনারশিপের আওতাভুক্ত হওয়ার নামই হচ্ছে ফেসবুক মনিটাইজেশন।
আপনার তৈরি করা যেকোনো ভিডিও যেমন টেকনোলজি বিষয়ক, ধার্মিক, মোটিভেশনাল, হাস্যকর ইত্যাদি ভিডিও সবার সাথে শেয়ার করার মাধ্যমে ইনকাম করা সম্ভব। ফেসবুক পেজে মনিটাইজেশন এর রিকোয়ারমেন্ট গুলি নিচে দেওয়া হলো-
- আপনাকে অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে।
- আপনাকে অবশ্যই পাস করতে হবে এবং ফেসবুকের অংশীদার নগদিকরণ নীতি এবং বিষয়বস্তু নগদিকরণ নীতিগুলি মেনে চলতে হবে।
- কমপক্ষে ৩০ টানা দিনের জন্য আপনার অবশ্যই ৫০০ ফলোয়ার থাকতে হবে।
- আপনাকে অবশ্যই স্টার্স এর জন্য যোগ্য একটি দেশে বাস করতে হবে।
- আপনাকে অবশ্যই স্টারের শর্তাবলীতে সম্মত হতে হবে।
- আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
ইউটিউব ভিডিও তৈরি করে মোবাইল দিয়ে টাকা ইনকামঃ
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় এর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করে ইনকাম। আমরা সকলেই ইউটিউব ব্যবহার করি বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য। ভিডিও দেখা ছাড়াও আপনি ইউটিউব এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে আপনি যে বিষয়ে দক্ষ সে টপিক নিয়ে ক্রমাগত ভিডিও তৈরি করতে থাকুন প্রফেশনাল ভাবে। একসময় দেখবেন আপনার ভিডিও তে লক্ষ লক্ষ ভিউ এবং আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার যুক্ত হচ্ছে।
আপনার ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স সংযুক্ত করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এটিকে ইউটিউব মনিটাইজেশন বলা হয়ে থাকে। ইউটিউব মনিটাইজেশন পেতে ইউটিউব এর কিছু শর্তাদি মেনে চলতে হয়।
মোবাইল দিয়ে ফেসবুক ই-কমার্স দ্বারা টাকা ইনকামঃ
ফেসবুক ব্যবহার করে ঘরে বসে পণ্য ক্রয় বিক্রয় এবং ব্যবসা পরিচালনা করাকে ফেসবুক ই-কমার্স বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে পণ্য বিক্রয়ের যে সুবিধাটি ফেসবুকের মাধ্যমে সম্পন্ন করা হয় সেটি মূলত ফেসবুক ই কমার্স।
আপনি ফেসবুক ই-কমার্স ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনার পণ্য গ্রাহকদের কাছে বিক্রয় করতে পারবেন। বর্তমানে প্রায় সকলেই ফেসবুক ব্যবহারকারী। এর মধ্যে কিছু ব্যবহারকারী হয়ে যেতে পারে আপনার পণ্যের ক্রেতা।
ফেসবুক ই কমার্স দ্বারা ইনকাম করার ক্ষেত্রে আপনার দরকার হবে পণ্য যেটি আপনি গ্রাহকদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করবেন। এছাড়াও আপনার পন্য মানসম্মত হতে হবে এবং গ্রাহকদের চাহিদা মত হলে পণ্যটি বিক্রয় করা অনেক সহজেই হয়ে যাবে।
মোবাইল দিয়ে টাকা ইনকাম app
বর্তমান সময়ের বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তবে জানার বিষয় হল সেই অ্যাপ গুলো কি আসল নাকি ফেক সত্যিই কি টাকা পেমেন্ট করে, অনেকেরই মনেই এসব প্রশ্ন থাকতে পারে। নিচে কিছু জনপ্রিয় ইনকাম করার অ্যাপের নাম দেওয়া হলো -
গুগল অপিনিয়ন রিওয়ার্ডসঃ
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য google অপিনিয়ন রিওয়ার্ড একটি বিশ্বস্ত অ্যাপস বর্তমানে অনেকেই টাকা ইনকামের জন্য এই অ্যাপটি ব্যবহার করে থাকে। গুগল অপিনিয়র রিওয়ার্ডস google এটি একটি অ্যাপস তাই আপনারা নিশ্চিন্তে এই অ্যাপে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপের মধ্যে যে কাজগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন তা হলো -
- এখানে বেশ কিছু সার্ভে জব দেখাবে।
- এ সার্ভে গুলোর মধ্যে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং আপনাকে সেই প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে হবে।
- আপনি যদি এর সার্ভিস গুলোর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ টাকা দেওয়া হবে।
কয়েনটিপলাইঃ
আপনারা অবশ্যই কোথাও না কোথাও ডিজিটাল কারেন্সি এর নাম শুনে থাকবেন যেমন বিটকয়েন, লাইট কয়েন, ডগি কয়েন ইত্যাদি। বর্তমানে ডিজিটাল কারেন্সির মার্কেট ভ্যালু অনেক।
কয়েনটিপলাই এমন একটি অ্যাপ যার মধ্যে আপনারা সহজ সহজ কিছু কাজ করার মাধ্যমে এ ধরনের ডিজিটাল কারেন্সি ইনকাম করতে পারবেন এবং উক্ত ডিজিটাল কারেন্সি গুলো কোন ট্রাস্টেড ওয়েবসাইট দ্বারা এক্সচেঞ্জ এর মাধ্যমে টাকাতে রুপান্তরিত করতে পারবেন।
উইনজোঃ
আমরা সকলেই মোবাইল ফোনে গেম খেলতে পছন্দ করি। উইনজো এমন একটি অ্যাপ যার মাধ্যমে গেম খেলে টাকা ইনকাম করা যায়। বর্তমানে উইনজো অ্যাপটি ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাপের মধ্যে আপনি লুডু, ক্রিকেট এছাড়াও অনেক গেম খেলে ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে টাইপিং জব
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় এর মধ্যে একটি হচ্ছে মোবাইল দিয়ে টাইপিং করে ইনকাম। বর্তমানে অনলাইনে কাজের চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আছেন যারা ঘরে বসে টাইপিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান। যদিও কিবোর্ড এ টাইপ করে কাজ করা অনেকটা সুবিধার কিন্তু যাদের পিসি বা ল্যাপটপ নেই তারা মোবাইল দিয়ে টাইপিং করে ইনকাম করতে পারেন।
বিভিন্ন ধরনের টাইপিং জব আপনারা ফাইবার বা আপওয়ার্ক মত সাইটে পেয়ে যাবেন। চলুন জেনে নিই বিভিন্ন ধরনের টাইপিং জব সম্পর্কে-
ট্রান্সলেটরঃ
আমাদের মধ্যে অনেকে আছে যারা একাধিক আন্তর্জাতিক বা আঞ্চলিক ভাষায় কথা বলতে বা লিখতে দক্ষ। তারা এ ট্রান্সলেশন এর কাজ করতে পারেন।
এটিতে আপনাকে বিভিন্ন ধরনের আর্টিকেল, বই, ডকুমেন্ট এমনকি অডিও ক্লিপ কে এক ভাষা থেকে অপর ভাষায় রূপান্তর এবং নির্মলতার সাথে অনুবাদ করতে হবে কাজটি নির্ভুলতার সাথে করতে পারলে আপনাকে প্রজেক্ট প্রতি নির্দিষ্ট পরিমাণে প্রদান করা হবে।
ক্যাপচা টাইপিংঃ
আমরা সকলেই ইন্টারনেটের কিছু না কিছু সার্চ করে থাকি সার্চ করার সময় আমাদের নিকট কখনো না কখনো Are you a robot? এমন একটি বার্তা এসেছে। এটির মাধ্যমেই সনাক্ত করা হয় আপনি রোবট নাকি মানুষ। তা প্রমাণ করার জন্য ছবিতে থাকা শব্দ ও সংখ্যা সনাক্ত করতে হবে। 2Captcha এবং Megatypers এর মত কোম্পানি গুলো ক্যাপচা পূরণ করার মাধ্যমে অর্থ প্রদান করে থাকে।
ব্লগিংঃ
ঘরে বসে টাইপিং করে অর্থ উপার্জন করার সেরা একটি ওয়েবসাইট হলো ব্লগিং। ব্লগার এ নিজের ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত ইউনিক টপিকে ব্লক পোস্ট লিখে ইনকাম করতে পারেন। যেমন- লাইফ স্টাইল, স্বাস্থ্য ও চিকিৎসা, এছাড়াও বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বিষয়ে আর্টিকেল পোস্ট করে ইনকাম করতে পারেন।
মোবাইল দিয়ে কপি পেস্ট করে ইনকাম
মোবাইল দিয়ে কপি পেস্ট করে ইনকাম করার সুযোগ কে হাতছাড়া করবে। তবে মূল বিষয় হচ্ছে কপি পেস্ট করে ইনকাম করা একটি ভালো সাইট খুঁজে বের করা অনেকটা কষ্টসাধক হয়ে থাকে। truelancer.com ওয়েবসাইট বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং জবসহ বিভিন্ন ধরনের কপি পেস্ট জব প্রদান করে থাকে।
এটিতে আপনারা কোন অর্থ বিনিয়োগ ছাড়াই কাজ করতে পারবেন। এই ওয়েবসাইটটি ১০০ শতাংশ অথেন্টিক কারণ এটি সত্যিই অর্থ প্রদান করে থাকে এবং অর্থ নিরাপত্তা প্রদান করে।
মোবাইল দিয়ে ডলার ইনকাম
আমরা সকলেই ফ্রিল্যান্সার ডটকম, ফাইবার, আপওয়ার্ক এমন বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসের নাম শুনেছি। বর্তমানে এগুলো ওয়েবসাইটে কাজ করে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। আপনি যদি কোন কাজে দক্ষ হন তাহলে আপনি খুব সহজেই এই সকল ওয়েবসাইটে কাজ করার মাধ্যমে ডলার ইনকাম করতে পারেন এবং ইনকাম কৃত অর্থ খুব সহজে আপনি আপনার ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারেন।
ধরে নিন আপনি আর্টিকেল লেখালেখিতে দক্ষ সেক্ষেত্রে আপনি ফাইভারে ফ্রি তে একটি একাউন্ট করে, যে কাজটি আপনি করতে চান ওই সম্পর্কে একটি গীক পাবলিশ করে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিয়ে কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করার মাধ্যমে ডলার ইনকাম করতে পারেন।
ফাইবার, ফ্রিল্যান্সার ডটকম, আপওয়ার্ক এই সাইটগুলো ১০০% অথেন্টিক এবং ট্রাস্টেড। এই ওয়েবসাইট গুলোতে আপনি ভালোভাবে কাজ সম্পন্ন করলে অবশ্যই পেমেন্ট পাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url