মোবাইল দিয়ে ছবি এডিট - ছবি এডিট করার apps
আপনি কি মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা অ্যাপস খুঁজছেন। তাহলে একদম সঠিক পোস্টে
ক্লিক করেছেন। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা ১০টি
অ্যাপ সম্পর্কে আলোচনা করেছি। মোবাইল দিয়ে ছবি এডিট এর সেরা অ্যাপস গুলি
সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রিয় পাঠক আমরা আপনাদের জন্য বাছাই করে মোবাইল দিয়ে ছবি এডিট করার দশটি
অসাধারণ অ্যাপস বিস্তারিতভাবে তুলে ধরেছি। এই আর্টিকেল দ্বারা আপনি মোবাইল দিয়ে
ছবি এডিট করার সেরা অ্যাপটি খুব সহজেই বাছাই করে নিতে পারবেন। চলুন তাহলে অ্যাপস
গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ মোবাইল দিয়ে ছবি এডিট - ছবি এডিট করার apps
- ভূমিকাঃমোবাইল দিয়ে ছবি এডিট - ছবি এডিট করার apps
- Picsart
- Lightroom
- Snapseed
- Photoshop Express Photo Editor
- Photo Lab Picture Editor & Art
- YouCam Perfect - Photo Editor
- Collage Maker Photo Editor
- Photo Editor Pro
- Photo Editor, Filters - Lumii
- Prisma Art Effect Photo Editor
- মোবাইল দিয়ে ছবি এডিট - ছবি এডিট করার অ্যাপসঃ শেষকথা
ভূমিকাঃমোবাইল দিয়ে ছবি এডিট - ছবি এডিট করার apps
বর্তমানে আমরা সকলেই ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্যান্য যে কোন
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপলোড করে থাকি। আমরা সবাই চাই আমাদের ছবিটা যেন সবার
কাছে ভালো এবং আকর্ষণীয় দেখায়। অনেকে ছবি টি এডিট করে থাকে আবার বেশিরভাগ মানুষ
মোবাইলেই ছবি এডিট করা বেশি স্বাচ্ছন্দ মনে করে। কেননা পিসির চেয়ে মোবাইলে ছবি
এডিট করা অনেকটাই সহজ।
আমরা আমাদের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি বেশি বেশি লাইক কমেন্ট
পাওয়ার জন্য। আর বেশি বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য আমাদের তোলা ছবিটি
আকর্ষণীয় হওয়া প্রয়োজন। তাই আমরা আমাদের মোবাইল ফোনে তোলা ছবিটিকে আরও
আকর্ষণীয় করার জন্য ফটো এডিটিং করে থাকি। আমরা আজকে এমন কিছু অসাধারণ মোবাইল
দিয়ে ছবি এডিট করা অ্যাপ সম্পর্কে আলোচনা করেছি যার মাধ্যমে আপনি আপনার ছবি এডিট
করে অসাধারণ এবং আকর্ষণীয় করে তুলতে পারেন।
আরও পড়ুনঃ মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
আমরা সকলেই জানি একটি ছবি তোলার পর সেটি পারফেক্ট করার জন্য এডিট এর কতটা
প্রয়োজন। তাই আপনাদের জন্য আমরা বাছাই করে মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা কিছু
অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি। এখান থেকে আপনারা খুব সহজেই আপনার পছন্দের
এডিটর অ্যাপটি আমাদের পোস্টে দেওয়া লিঙ্ক থেকে ইন্সটল করে ব্যবহার করতে পারেন।
Picsart
Picsart কে মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা একটি অ্যাপ্লিকেশন বলা যেতে পারে।
গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং হচ্ছে 4.3 এবং অ্যাপটি টোটাল ডাউনলোড হয়েছে
1B+, অ্যাপটির ডাউনলোড হওয়ার সংখ্যা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোবাইল
দিয়ে ছবি এডিট করার অ্যাপগুলোর মধ্যে Picsart কতটা জনপ্রিয়।
Picsart অ্যাপটিতে আপনারা পেয়ে যাবেন এ আই দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন,
অনেক ধরনের ফিল্টার, টেক্সট এবং টেমপ্লেট এডিটর, ইমেজ কোয়ালিটি হাই এবং লো করার
টুল, ডবল এক্সপোজার, ক্লোন, এডজাস্ট ক্রাবস এছাড়াও আপনার প্রয়োজনীয় বিভিন্ন
ধরনের টুলস এবং অসাধারণ সব ফিচার।
Picsart অ্যাপটির মাধ্যমে আপনারা নিজেদের Avatar তৈরি করতে পারবেন, ছবি এডিট এর
পাশাপাশি এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করা যেমন
সহজ এর সাথে সাথে অ্যাপ টি তে রয়েছে অসাধারণ সব ইডিটিং ফিচার। এই অ্যাপটি আপনারা
প্লে স্টোরে পেয়ে যাবেন।
- ডাউনলোড করুন - Picsart
Lightroom
আমরা সবাই কমবেশি এডোবি ফটোশপ সফটওয়্যার এর সাথে পরিচিত। সেই এডোবি কোম্পানির
একটি অ্যাপ হচ্ছে Lightroom যা ছবি এডিটের জন্য অন্যতম সেরা একটি অ্যাপ বলা যেতে
পারে। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং 4.3 এবং টোটাল ডাউনলোড হয়েছে 100M+,
অ্যাপটিতে আপনারা ছবি এডিট করার সব ধরনের টুলস পেয়ে যাবেন।
Lightroom অ্যাপটিতে আপনারা মাস্কিং টুল, হিলিং টুল, ক্রপটুল, কালার টুলস এবং
প্রিসেট সহ আরো অনেক ধরনের টুলস এবং অসাধারণ সব ফিচারস। অ্যাপটিতে রয়েছে বিভিন্ন
ধরনের ফিল্টার এছাড়াও এটিতে ছবি এডিট করার পাশাপাশি ভিডিও এডিটের ও অপশন
রয়েছে।
এই অ্যাপটির দুইটি ভার্সন রয়েছে একটি ফ্রি এবং অপরটি পেড। ফ্রি ভার্সনে আপনারা
শুধু ফ্রি টুলগুলি ব্যবহার করতে পারবেন এবং পেড ভার্সনে সকল ধরনের টুলস গুলি খুব
সহজেই ব্যবহার করতে পারবেন Lightroom এপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে
ফ্রিতেই ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।
- ডাউনলোড করুন - Lightroom
Snapseed
গুগল কোম্পানি দ্বারা নির্মিত একটি অসাধারণ ফটো এডিট অ্যাপ্লিকেশন হচ্ছে
Snapseed। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং 4.3 এবং অ্যাপটি টোটাল ডাউনলোড হয়েছে
100M+, আপনার তোলা ছবিটিকে এডিট করে পারফেক্ট করে তোলার সকল এডিটিং অপশন এই
অ্যাপটিতে পেয়ে যাবেন। যেহেতু Snapseed অ্যাপ্লিকেশনটি গুগল দ্বারা নির্মিত
তাহলে বুঝতেই পারছেন অ্যাপটি কতটা ভালো হতে পারে।
Snapseed অ্যাপ্লিকেশনটিতে আপনারা ক্রপ, এক্সপেন্ড, হিলিং, এইচডি আর স্কেপ,
ড্রামা, হোয়াইট ব্যালেন্স, ডিটেল, সিলেক্টিভ, গ্ল্যামর গ্লো, ব্রাশ টুল সহ আরও
নানা ধরনের অসাধারণ সব ছবি এডিট করার টুলস এবং ফিচারস। আপনার ছবিটিকে অসাধারণ করে
তোলার জন্য সব রকম টুলস এবং ফিচারস এটিতে রয়েছে। এই অ্যাপটি আপনারা গুগল প্লে
স্টোরে পেয়ে যাবেন।
- ডাউনলোড করুন - Snapseed
Photoshop Express Photo Editor
ছবি এডিট করার সেরা একটি অ্যাপ হচ্ছে Photoshop Express Photo Editor যা এডোবি
কোম্পানি দ্বারা নিয়মিত একটি এপ্লিকেশন। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে
4.3 এবং টোটাল ডাউনলোড হয়েছে 100M+, এই অ্যাপটি ব্যবহার করে আপনারা পিসির মত করে
মোবাইলেই ছবি এডিট খুব সহজেই করতে পারবেন।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়
Photoshop Express Photo Editor অ্যাপটিতে অনেকগুলো অসাধারণ ফিল্টার, টেক্সট টুল,
স্পিল্ট টোন , সিলেকশন টুলস, এডজাস্ট টুলস, কলেজ মেকিং টুলস, হিলিং, ক্রপ, রোটেড,
কনট্রাস্ট সহ পেয়ে যাবেন আরো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টুলস এবং ফিচারস। এই
অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
- ডাউনলোড করুন - Photoshop Express Photo Editor
Photo Lab Picture Editor & Art
একটি ছবিকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে Photo Lab Picture Editor & Art
অ্যাপটি অন্যতম। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.0 এবং অ্যাপটি টোটাল
ডাউনলোড হয়েছে 100M+, লাইন রক ইনভেসমেন্ট এল টি ডি কোম্পানি দ্বারা নির্মিত এই
অ্যাপটিতে আপনারা সব ধরনের ফিচারস এবং খুব সহজেই ক্রিয়েটিভ ফটো এডিটিং করতে
পারবেন।
Photo Lab Picture Editor & Art অ্যাপটিতে আপনারা ফটো এডিটিং এর ইজি মোড,
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, নরমাল ছবিকে আর্টে রূপান্তর করা, বিভিন্ন ধরনের ট্রেনিং
ফিড, ফিল্টার, ফ্রেম সহ আরো নানা ধরনের এডিটিং টুলস এবং ফিচার। এছাড়াও অ্যাপটির
মধ্যে রয়েছে ফানি ইফেক্ট এবং স্টাইলিশ ইফেক্টস। এই অ্যাপটি আপনারা গুগল প্লে
স্টোরে পেয়ে যাবেন।
- ডাউনলোড করুন - Photo Lab Picture Editor & Art
YouCam Perfect - Photo Editor
আপনি যদি ছবি তোলা ক্যামেরা অ্যাপের পাশাপাশি একটি ফটো এডিটর অ্যাপ খুঁজে থাকেন
তাহলে YouCam Perfect - Photo Editor অ্যাপটি আপনার জন্য বেশ কার্যকরী। গুগল প্লে
স্টোরে অ্যাপটির রেটিং 4.3 এবং অ্যাপটি টোটাল ডাউনলোড হয়েছে 100M+, প্রায় সব
ধরনেরই এডিটিং টুলস এবং ফিচারস এই অ্যাপটির মধ্যে আপনারা পেয়ে যাবেন।
YouCam Perfect - Photo Editor অ্যাপটিতে Avatar তৈরি করতে পারবেন, ছবি থেকে
অবজেক্ট রিমুভ করতে পারবেন, বডি টানার টুলের মাধ্যমে বডি শেপ চেঞ্জ করতে পারবেন,
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ছবিতে থাকা কাপড়ের কালার চেঞ্জ করতে পারবেন,
ছবিতে ফিল্টার অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ইত্যাদি। ছবি
এডিট করার জন্য এটিকে সেরা অ্যাপের তালিকায় রাখা যেতে পারে। এই অ্যাপটি আপনারা
গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
- ডাউনলোড করুন - YouCam Perfect - Photo Editor
Collage Maker Photo Editor
আমরা অনেকেই অনেকগুলো ছবি একসাথে কলেজ আকারে রাখতে পছন্দ করি Collage Maker Photo
Editor অ্যাপটিতে আপনারা ছবি কলেজ তৈরি করার ১০০ টিরও বেশি লেআউট পেয়ে যাবেন এবং
একটি লেআউটে টোটাল 20 টি ছবি এড করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে
ব্রাইটনেস, কনট্রাস্ট, সেচুরেশন, হাইলাইট, ফেড, ইমোজি এবং স্টিকার, ব্যাকগ্রাউন্ড
রিমুভার, ফন্ট সহ অনেক ধরনের ফটো এডিটিং এর প্রয়োজনীয় টুলস।
এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে অ্যাপটির
রেটিং হচ্ছে 4.5 এবং টোটাল ডাউনলোড 100M+
- ডাউনলোড করুন - Collage Maker Photo Editor
Photo Editor Pro
InShot ভিডিও এডিটর অনেকের কাছেই পরিচিত একটি অ্যাপ। InShot কোম্পানি দ্বারা
নির্মিত একটি অসাধারণ ছবি এডিটের অ্যাপ হচ্ছে Photo Editor Pro, এই অ্যাপটি
আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.5
এবং টোটাল ডাউনলোড 100M+
আরও পড়ুনঃ সেরা ১০ টি এমুলেটর
Photo Editor Pro অ্যাপটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফিল্টার, স্কাই কালার চেঞ্জ এর
অপশন, ফটো কলেজ, অবজেক্ট রিমুভার, এ আই ফটো ইনহেন্সার, ফেস রিটাচ, এ আই ব্লার সহ
আরো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টুলস। এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই আপনারা ছবি
এডিট করতে পারবেন।
- ডাউনলোড করুন - Photo Editor Pro
Photo Editor, Filters - Lumii
বর্তমানে Photo Editor, Filters - Lumii অ্যাপটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
InShot কোম্পানি দ্বারা নির্মিত গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.5 এবং
টোটাল ডাউনলোড 50M+, এই অ্যাপটি ব্যবহার করার সময় আপনাদের অপ্রয়োজনীয় কোন
বিজ্ঞাপন শো করবে না।
Photo Editor, Filters - Lumii অ্যাপটিতে আপনারা অবজেট রিমুভার অপশন, ডবল
এক্সপোজ, টেমপ্লেট, এইচএসএল কালার পিকার, স্টাইলিশ ফিল্টার, টেক্সট এবং স্টিকার,
ব্যাকগ্রাউন্ড রিমুভার, ১০০টির বেশি ফিল্টার সহ পেয়ে যাবেন আরও অনেক ধরনের
প্রয়োজনীয় টুলস। যার দ্বারা আপনার ছবিটিকে একটি অসাধারণ ছবিতে রূপান্তর করতে
পারবেন। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
- ডাউনলোড করুন - Photo Editor, Filters - Lumii
Prisma Art Effect Photo Editor
Prisma Art Effect Photo Editor একটি হচ্ছে সেরা ফটো এডিট অ্যাপ গুলোর মধ্যে
অন্যতম একটি অ্যাপ। এই অ্যাপটির অসাধারণ একটি ফিচারস হচ্ছে এটির দ্বারা যে কোন
ছবিকে আপনি আর্টে রূপান্তর করতে পারবেন। বর্তমান সময়ে ছবি আর্ট এর মত করে এডিট
করা অথবা ফটোকে কার্টুন এ রূপান্তর করা অনেক ট্রেন্ডিং এ চলছে।
Prisma Art Effect Photo Editor অ্যাপটিতে আপনারা ৫০০টির বেশি ফিল্টার, নরমাল
ছবিকে আর্ট এ রূপান্তর, ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং, কার্টুনে রূপান্তর, বিভিন্ন ধরনের
ইফেক্ট এবং স্টাইল সহ পেয়ে যাবেন প্রয়োজনীয় এডিটিং টুলস। যারা ছবিকে আর্ট এ
রূপান্তর করতে চান তাদের জন্য এই অ্যাপটি বেস্ট হতে পারে। অ্যাপটি আপনারা প্লে
স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.4 এবং টোটাল
ডাউনলোড 50M+
- ডাউনলোড করুন - Prisma Art Effect Photo Editor
মোবাইল দিয়ে ছবি এডিট - ছবি এডিট করার অ্যাপসঃ শেষকথা
প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম মোবাইল দিয়ে ছবি এডিট - ছবি
এডিট করার সেরা apps গুলি সম্পর্কে। আশা করি এই আর্টিকালের মাধ্যমে মোবাইল দিয়ে
ছবি এডিট করার সেরা ভালোভাবে জানতে পেরেছেন। এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের
ওয়েবসাইটটি ফলো করুন।
আরও পড়ুনঃ
বিশ্বের সেরা ১০টি মোবাইল কোম্পানি ২০২৩
আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের
ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন
এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url