মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

 

মৌমাছির কামড় অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা কখনো না কখনো মৌমাছির কামড় খেয়েছি। মৌমাছি কামড়ানোর সঙ্গে সঙ্গেই সেই স্থানটিতে দীর্ঘক্ষণ তীব্র ভাবে জ্বালা করে। অনেকেই মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা ও মৌমাছি কামড়ালে কি করা উচিত এটি না জানার ফলে মৌমাছির কামড় খেয়ে অনেক কষ্ট পোহাতে হয়। তবে মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা প্রয়োগ করে আপনি তীব্র জ্বালা ভাব থেকে মুক্তি পেতে পারেন।  
মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা
প্রিয় পাঠক আজকে আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে তুলে ধরেছি। চলুন আমরা এটির সম্পর্কে বিস্তারিত জেনে নি -

সূচিপত্রঃ মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

মৌমাছির হুলে কোন এসিড থাকে

মৌমাছির কামর কতটা যন্ত্রণাদায়ক তা আমরা সকলেই জানি। মৌমাছি কামড়ালে সেই স্থানে তাৎক্ষণিকভাবে অনেক জ্বালা তৈরি করে যা প্রাপ্তবয়স্কদের পক্ষে সহনীয় হলেও শিশুদের পক্ষে এটি অসহনীয় বললেই চলে। আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে যে কেন মৌমাছির কামড়ে এত জ্বালার সৃষ্টি করে কি আছে এর হুলে।

মৌমাছির হুল থেকে মিথানয়িক নামক এসিড বা ফর্মিক এসিড (HCOOH) নির্গত হয়। এটিই কারণ মৌমাছির কামড়ে জ্বালা সৃষ্টি করার।

মৌমাছি কামড়ালে কি করা উচিত

মৌমাছি তখনই কামড়াবে যখন আপনি মৌমাছিকে বিরক্ত করবেন অথবা মৌমাছি আপনাকে তার জন্য বিপদজনক ভাববে। হঠাৎ কোনো কারণে আপনার দেহের কোন অংশে মৌমাছিতে হুল ফোটালো সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনার কি করা উচিত চলুন সে বিষয়ে জেনে নিন -
  1. মৌমাছি কামড়ানোর পর চামড়ার ওপর হুল ফুটিয়ে বসে থাকলে হালকা করে ধরে আচমকা ফেলে দিন। মৌমাছি সাধারণত আমাদের ত্বকের ওপর আঁকড়ে ধরে থাকে।
  2. মৌমাছি হুল ফুটিয়ে ত্বকের সাথে লেগে থাকলে আপনি মৌমাছিকে চেপে ধরে বা জোর প্রয়োগ করে এটিকে তোলার চেষ্টা করবেন না কারণ এর ফলে মৌমাছির শরীরে যত বিষ আছে সব বিষ মৌমাছির থলি থেকে বেরিয়ে হুলের মাধ্যমে আপনার শরীরের ভেতর প্রবেশ করবে।
  3. মৌমাছি হুল ফোটানোর পর তাৎক্ষণিকভাবে ওই স্থানে জ্বালাপোড়া শুরু করে সেক্ষেত্রে আপনি প্রাথমিক চিকিৎসা হিসেবে সাথে সাথে বরফ লাগাতে পারেন।

মৌমাছি কামড়ালে ফুলে যায় কেন

আমরা সকলে এটি খেয়াল করেছি যে মৌমাছিতে কামরানোর সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই স্থানে জ্বালাপোড়া করে এছাড়াও ক্ষতস্থানটি লাল হয়ে ফুলে যায়। এটি হওয়ার কারণ কি?

মৌমাছির হুল থেকে মিথানলিক এসিড বা ফরমিক এসিড নির্গত হয় এবং মৌমাছির হুল ফোটানোর সাথে সাথে এই এসিড মৌমাছির হুলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এর ফলে ক্ষতস্থানে অনেক জ্বালা করতে থাকে।

মৌমাছির বিষে রয়েছে শতকরা প্রায় ৮৮ ভাগ পানি। এই পানির কারণেই আমাদের দেহে কোষের ভেতর এই বিষ দ্রুত ছড়াতে পারে। মৌমাছির বিষ হচ্ছে গন্ধহীন তরল যার পিএইচ মান হচ্ছে ৪.৫ থেকে ৫.৫।
মৌমাছির কামড়ের ফলে ব্যথার অন্যতম উপাদানটি হচ্ছে ফর্মিক এসিড এটির ফলে ক্ষতস্থানে জ্বালাপোড়া সৃষ্টি করে। এটি ক্ষতস্থানের রক্তকণিকাকে ভেঙ্গে রক্তনালীকে প্রসারিত করে যার ফলে অনেক সময় শরীরে রক্তচাপ কমে যায়।

মৌমাছির বিষের মধ্যে শতকরা নয় ভাগ হিস্টামিন রয়েছে। যার ফলে মৌমাছি দংশনের পর আমাদের কৈশিকনালীর ভেতর থেকে তরল পদার্থ বের হয়ে আসে এই তরল বের হয়ে আসার কারণে ক্ষতস্থানে চুলকায়, ক্ষতস্থান লাল হয়ে যায় এবং ফুলে যায়।

মৌমাছি কামড়ালে ফোলা কমানোর উপায়

মৌমাছির বিষে হিস্টামিন থাকার ফলে ক্ষত স্থানটি ফুলে যায়। তুলসী পাতার রস ইউক্যালিপটাস তেল মৌমাছির জ্বালাপোড়া কমাতে বেশ কার্যকরী। তবে তাৎক্ষণিকভাবে আপনার কাছে এসব নাও থাকতে পারে সে ক্ষেত্রে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

অ্যালোভেরা জেল আপনার ক্ষতস্থানটি ঠান্ডা রাখবে এছাড়াও এলোভেরা জেলে রয়েছে এন্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা চুলকানি, ব্যথা, ফোলা ও জ্বালা ভাব কমাতে সহায়তা করে।

মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা 

আমরা অনেকেই মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে অবগত নই। মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে না জানার ফলে অনেক কেই মৌমাছির কামড় খেয়ে অনেক জ্বালাপোড়া সহ্য করতে হয়। মৌমাছি কামরানোর ফলে অতিরিক্ত জ্বালাপোড়া হওয়ার সাথে সাথে মাথাব্যাথা, শ্বাস কষ্ট ইত্যাদি হতে পারে এছাড়াও ক্ষতস্থানটিতে ফুলে থাকা লাল হয়ে থাকা এমনকি চুলকাতেও পারে। এছাড়াও কখনো কখনো শরীর ফুলে যাওয়া এবং পেটে ব্যথা হওয়ার আশঙ্কাও রয়েছে সেক্ষেত্রে আপনার উচিত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

আপনার যদি এইসব উপসর্গ না দেখা দেয় সেক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় আছে যা প্রয়োগ করে আপনি স্বস্তি পেতে পারেন। চলুন জেনে নেই মৌমাছি কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে-
  1. মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসার মধ্যে সবথেকে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে ক্ষতস্থানটিতে বরফ লাগানো। এতে জ্বালাপোড়া কমতে সহায়তা করে।
  2. ফুলে থাকা স্থানটিতে কয়েক ফোঁটা তুলসী পাতার রস অথবা ইউক্যালিপটাস তেল লাগাতে পারেন এটি জ্বালা কমানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। আবার আপনার কাছে যদি এসব না থাকে সে ক্ষেত্রে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন জেলে এন্টি ইনফ্লামেটরি উপাদান যা ব্যথা চুলকানি ফোলা ও জ্বালা ভাব থেকে স্বস্তি দিতে সক্ষম।
  3. মৌমাছি কামড়ালে ওই স্থানে মধু লাগিয়ে রাখুন। মধু বিষকে তরল করে দেয়। এছাড়াও মধুতে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়া সংক্রমনের ঝুঁকি কমায়। মধু লাগানোর নিয়ম হচ্ছে মৌমাছির হুল ফোটানোর জায়গাটিতে সামান্য মধু লাগিয়ে রেখে দিন, কিছুক্ষণ পর অথবা মধু শুকানোর পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
  4. মৌমাছি হুল ফুটালে সেই স্থানে ব্যথা এছাড়াও মৌমাছির বিষের এসিড নিষ্ক্রিয় করতে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে তা ক্ষতস্থানে লাগাতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগার ব্যথা কমানোর পাশাপাশি বিষের এসিড নিষ্ক্রিয় করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কাছে যদি বেকিং সোডা না থাকে সে ক্ষেত্রে আপনি শুধু এই ভিনেগারটি ক্ষতস্থানে লাগাতে পারেন।
  5. মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসার অন্যতম একটি উপাদান হচ্ছে  হলুদ যা আমরা সকলেই রান্নার কাজে ব্যবহার করে থাকি আপনি কি জানেন হলুদ গুড়া মৌমাছির কামড়ের ফলে যে ফোলা ভাব ও চুলকানোর সমস্যা সৃষ্টি করে তা থেকে মুক্তি দিতে পারে। চন্দন ও হলুদ গুঁড়া একসাথে মিশিয়ে লাগিয়ে রাখতে পারেন।

মৌমাছি কামড়ালে চুন দেয় কেন

আমরা উক্ত পোস্টের মাধ্যমে সকলেই জেনেছি, মৌমাছির হুলের দ্বারা মিথানরিক এসিড বা ফরমিক অ্যাসিড নির্গত হয়। এটির ফলেই মৌমাছি কামড়ানোর সাথে সাথে তাৎক্ষণিকভাবেই সেই স্থানে জ্বালা সৃষ্টি করে। স্থানে যদি চুন ব্যবহার করা হয় তাহলে চুন ফরমিক এসিডের সাথে বিক্রিয়া করে যার ফলে এটির জালা থেকে স্বস্তি পাওয়া যায়। তাই মৌমাছি কামড়ালে প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককেই চুন ব্যবহার করতে দেখা যায়।

শেষ কথা- এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url