প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম - ফেসবুক পেজ সেটিং

আপনি কি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আমরা এই আর্টিকেলে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক পেজ সেটিং এছাড়াও ফেসবুক পেজ সংক্রান্ত নানা তথ্য আলোচনা করেছি।
প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম
প্রিয় পাঠক প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম ও ফেসবুক পেজ সেটিং কি করে করতে হয় এ সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।

সূচিপত্রঃ প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম - ফেসবুক পেজ সেটিং

ভূমিকাঃ প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজ হচ্ছে ফেসবুকের এমন একটি স্থান যেখানে বিখ্যাত ব্যক্তিত্ব, ব্যবসা, ব্র্যান্ড, শিল্পী সহ বিভিন্ন লোকজন গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। আপনি ফেসবুক পেজকে কাজে লাগিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ থাকা জরুরী।
অনেকেই প্রফেশনাল ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম সম্পর্কে অবগত নন। তাদের জন্য আমরা এ পোষ্টের মাধ্যমে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম এছাড়াও ফেসবুক পেজ সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করেছি। প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ

  • ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনি আপনার স্মার্টফোনে ফেসবুক অ্যাপটিকে ওপেন করুন।
  • ফেসবুক অ্যাপটি ওপেন করার পর ডান পাশের কর্নারে থ্রি লাইনস দেখতে পাবেন ওই থ্রি লাইনস এ ক্লিক করুন।
  • ফ্রিল্যান্সে ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন যেমন পেজ, ফ্রেন্ডস, গ্রুপ, মার্কেটপ্লেস ইত্যাদি। এখান থেকে পেজ অপশনটিতে ক্লিক করুন।
  • পেইজে ক্লিক করার পর উপরের দিকে ক্রিয়েট নামের একটি বাটন পেয়ে যাবেন ওইখানে চাপ দিন। ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্টেড লেখা শো করবে ঐখানে একটি ক্লিক করুন।
  • এরপর আপনার পেইজের নাম চাইবে অর্থাৎ আপনি আপনার পেইজটা যে নামে খুলতে চান ওই নামটি এখানে দিয়ে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করুন।
  • নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে পেজ ক্যাটাগরি সিলেক্ট করার একটি ইন্টারফেজ আসবে ওখান থেকে আপনি যে ক্যাটাগরির পেজ খুলতে চাচ্ছেন ওই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। একাধিক ক্যাটাগরী সিলেক্ট করতে পারবেন। তারপর নেক্সট এ ক্লিক করুন।
  • তারপর আপনার এড্রেস চাইবে আপনি যদি এড্রেসটি না দিতে চান তাহলে I don't want to add an address লেখাটিতে টিক মার্ক বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করুন।
  • এরপর প্রোফাইল পিকচার অ্যাড করার একটি ইন্টারফেস আসবে। ওইখানে আপনি আপনার পেইজের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটি আপলোড করে দিবেন। আপলোড করার পর নিচের দিকে ডান নামের একটি অপশন পাবেন এখানে ক্লিক করে দিন।
  • তারপরে আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ইত্যাদির একটি ইন্টারফেস আসবে আপনি যদি বিজনেস পেজ খুলেন সে ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো ফুলফিল করতে পারেন আর যদি না চান তাহলে ব্যাক করতে পারেন।
  • এরপর কন্টিনিউ বা নেক্সট আসলে নেক্সট করে দিবেন। তাহলে আপনার ফেসবুক পেজ খোলা টি কমপ্লিট হয়ে যাবে।

ফেসবুক পেজ সেটিং

একটি নরমাল ফেসবুক পেজকে কিছু সেটিংস এর মাধ্যমে আপনি পেজটিকে প্রফেশনাল লুক দিতে পারবেন বা একটি ফেসবুক পেজকে বিজনেস পেজে রূপান্তর করতে পারবেন। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ দরকার। আমরা ইতিমধ্যে ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে জেনেছি।
চলুন এবার জেনে নেওয়া যাক একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে সেটিং করতে হয়। নিচে উল্লেখ করা গুরুত্বপূর্ণ সেটিং গুলো করার পর আপনার ফেসবুক পেজটি আপনি বিজনেস প্রফেশনাল লোকে কনভার্ট করতে পারবেন।
  1. ফেসবুক পেজ সেটিং করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক পেজটি ওপেন করুন।এরপর আপনার ফেসবুক পেজে যদি কোন প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপলোড না করা থাকে। সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপলোড করে নিন।
  2. এরপর আপনার ফেসবুক পেইজের নামের নিচে দেখবেন Create page username লেখা রয়েছে ওইটিতে ক্লিক করুন। তারপর ওইখানে আপনার ইউজারনেম ক্রিয়েট করুন। ক্রিয়েট করার পরে you are all set দেখাবে তারপর ওকে বাটনে ক্লিক করুন।
  3. ইউজার নেম সেট করার পর নিচে স্কোল করবেন Set your page up for success নামের একটি ইন্টারফেস পেয়ে যাবেন ওইখানে See all steps এ ক্লিক করুন।
  4. তারপর সেটাপের অনেকগুলো স্টেপ পেয়ে যাবেন ওইগুলো একে একে সেট করতে হবে। প্রথমে Establish Your Page Identity অপশন আসবে ওইখানে অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে আপনার পেজ সম্পর্কে কিছু লিখে সেভ অপশনে ক্লিক করুন।
  5. এরপর Provide Info and Preference এখানে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকলে ওইটার লিঙ্ক বসিয়ে দিয়ে সেভ অপশনে ক্লিক করুন।
  6. এরপর Location info অপশন আসবে আপনি যদি আপনার লোকেশন সেট করতে চান সে ক্ষেত্রে Add Location Info তে ক্লিক করে লোকেশন টি সেট করতে পারেন আর যদি না করতে চান সে ক্ষেত্রে More অপশনে ক্লিক করে This dosen't apply to my page এ ক্লিক করে দিন।
  7. লোকেশন ইনফোর পরে পেয়ে যাবেন Add Hours এখানে প্রবেশ করে আপনার যদি কোন সপ এর পেজ হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি সেই অনুযায়ী Hours সেট করবেন। আর ইউটিউব চ্যানেল হলে Always open সিলেক্ট করে সেভ করুন।
  8. এরপর Add phone number অপশন দিতে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোন নম্বরটি অ্যাড করে দিতে পারেন।
  9. এরপর Setup Whatsapp এ ক্লিক করে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে চান দিয়ে দিতে পারেন আর যদি না দিতে চান সেক্ষেত্রে More অপশনটিতে ক্লিক করে This dosen't apply to my page এটাতে ক্লিক করে দিবেন।
  10. তারপর Add an action button অপশন পাবেন এখান থেকে একশন বাটন ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনি ফলো বাটনটি সহ বিভিন্ন ধরনের বাটন অ্যাড করে দেবেন যেমন আপনার যদি ফেসবুক পেজটি কোন ধরনের সপ হয়ে থাকে থাকে এবং আপনি যদি আপনার ওয়েবসাইট আপনার ফেসবুক পেজে প্রমোট করতে চান সেক্ষেত্রে এখানে Shop on website এ গিয়ে আপনার ওয়েবসাইটের লিংকটি দিয়ে দেবেন। আপনার কাছে আপনার কাস্টমার যেন কল দিতে পারে সে ক্ষেত্রে আপনি Call Now বাটনটিও এড করতে পারেন।
  11. তারপর Introduce your page অপশনে Invite Friend এ ক্লিক করে ১০ জন ফ্রেন্ডকে ইনভাইট করে দেবেন।
  12. এরপর Introduce People এ ক্লিক করে এইখানে একটি পোস্ট শেয়ার করুন। সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনার ফেসবুক পেজটি প্রফেশনাল সেটিংস কমপ্লিট হয়ে যাবে।

ফেসবুক পেজ কিভাবে চালাতে হয়

অনেকেই আছেন ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় এই বিষয়ে জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখি যারা ফেসবুকে মাধ্যমে বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় এ সম্পর্কে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজ চালানোর জন্য প্রথমে আপনার ফেসবুক পেজটিকে প্রফেশনাল বানাবেন।

ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে তৈরি এবং প্রফেশনাল সেটিংস কিভাবে করতে হয় তা আমাদের এই পোস্টের মধ্যে পেয়ে যাবেন। পেজ সাজানোর পর আপনার ফেসবুক প্রোফাইলে যারা এড রয়েছে তাদেরকে নিয়মিত অল্প অল্প করে আপনার পেইজের লাইক দেওয়ার জন্য ইনভিটেশন সেন্ড করবেন। আপনার পেইজে ২০০-৫০০ লাইক হলে আপনি এটির উইস পোস্ট করতে পারেন।
আপনি আপনার ফেসবুক পেইজে কোন কিছু পোস্ট করার সময় নিয়মিত বিভিন্ন সময় পোস্ট করবেন এবং প্রতি মাসে ওই পোস্টগুলোর অ্যানালিটিস ইনফরমেশন বের করে চেক করবেন। দেখবেন যে আপনার কোন সময় পোস্ট করলে পোস্ট ভিউ বেশি হয়। সে ক্ষেত্রে আপনি পোস্ট করার জন্য ওই সময়টি বেছে নেবেন।

ফেসবুকের পলিসির বাইরে কোন ধরনের পোস্ট বা ভিডিও আপনার পেইজে শেয়ার করবেন না। সুন্দর ফিচার ইমেজ তৈরি করে পোস্ট করবেন। ভালো ভালো ভিডিও শেয়ার করবেন। মাঝে মধ্যে লাইভ করবেন। আপনার পেইজটি কে সব সময় একটিভ রাখার চেষ্টা করুন। এভাবেই সাধারণত একটি ফেসবুক পেজ চালাতে হয়।

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম

অনলাইনে ইনকাম করার যত পদ্ধতি রয়েছে তার মধ্যে ফেসবুকে ইনকাম করার পদ্ধতিটি সবচেয়ে সহজ বলে বিবেচনা করা হয়। আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করে সরাসরি আপনার লোকাল ব্যাংকে টাকা আনতে পারবেন।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ থাকা লাগবে যদি আপনার প্রফেশনাল ফেসবুক পেজটি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই পোস্টটিতেই প্রফেশনাল পেজ তৈরি এবং সেটিং করার সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনি আপনার ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। অথবা রিলস ভিডিও তৈরি করেও ইনকাম করতে পারেন। 

এছাড়াও আপনার ওয়ার্ডপ্রেস বা ব্লকের ওয়েবসাইট থাকলে ওইখানকার বিভিন্ন পোস্ট ফেসবুক পেইজে শেয়ার করেও ইনকাম করতে পারবেন। তবে ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন অপশনটি চালু করতে হবে মনিটাইজেশন অপশনটি চালু করার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে পোস্টটি পড়তে থাকুন বুঝতে পারবেন।

ফেসবুক মনিটাইজেশন কিভাবে করে

আপনি যদি আপনার ফেসবুক পেইজের মনিটাইজেশন অন করতে চান সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে ফেসবুক মনিটাইজেশনের শর্তাবলী নিচে উল্লেখ করা হলোঃ
  • ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আপনার ফেসবুক পেইজে ৫০০০ ফলোয়ার থাকতে হবে।
  • গত দুই মাসে আপনার ফেসবুক পেজে অবশ্যই ৬০ হাজার মিনিট ভিউ থাকতে হবে।
  • ফেসবুক পেজে কমপক্ষে পাঁচটি একটি ভিডিও থাকতে হবে।
  • আপনার ফেসবুক পেজে যদি কোন প্রকারের ইস্যু না থাকে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে কোন ধরনের প্রবলেম হবে না।
ফেসবুকের মনিটাইজেশনের শর্তগুলি ফুল ফিল থাকলে আপনি যদি ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য এপ্লাই করে থাকেন। সেক্ষেত্রে কিছু সময় পর আপনার পেজটির মনিটাইজেশন চালু হয়ে যাবে। মনিটাইজেশন চালু হলে আপনার ফেসবুক পেজে অ্যাডস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম

ধরুন আপনার একাধিক ফেসবুক পেজ আছে আপনি যে পেজ গুলো ইউজ করেন না ওইগুলোকে ডিলিট করতে চাচ্ছেন। অথবা আপনি ফেসবুক পেজ ইউজ করেন না কিন্তু খুলে রেখেছেন এবং তা ডিলেট করতে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনি যদি ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে নিচে থাকা নিয়মগুলি অনুসরণ করে facebook পেজ ডিলিট করতে পারেন।
ফেসবুক পেজ ডিলিট করতে প্রথমে আপনারা আপনার স্মার্ট ফোন থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন। এরপর ডান পাশে প্রোফাইলে যে আইকন রয়েছে ওই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজ দেখাবে। ওইখান থেকে আপনার পেইজে প্রবেশ করুন।

পেইজে চলে আসার পর উপরের ডান পাশে তে প্রোফাইল পিকচারটি রয়েছে ওইখানে ক্লিক করুন ক্লিক করার পর ওপরের কর্নারে সেটিং আইকন দেখতে পাবেন ওইটিতে ক্লিক করুন। সেটিংস আইকনে ক্লিক করার পর ফেস সেটিং নামের একটি অপশন পেয়ে যাবেন ওইখানে ক্লিক করুন।

তারপর সার্চবার এ গিয়ে Delete লিখে সার্চ করবেন। এরপর আপনার পেইজের নাম এর সাথে Page and information দেখাবে এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে দুইটি অপশন আসবে একটি হচ্ছে Deactive Page এবং অপরটি Delete Page আপনি যদি পেইজ ডিএক্টিভ করেন সে ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু ডিলেট হবে না পরবর্তীতে আপনি আবার পেজটি চালু করতে পারবেন।
আর যদি আপনি ডিলিট পেইজে ক্লিক করেন তাহলে একটি নির্দিষ্ট সময়ের পরে আপনার পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি যদি আপনার পেজটি পারমানেন্টলি ডিলিট করতে চান সে ক্ষেত্রে ডিলিট পেজে ক্লিক করে Continue বাটনে ক্লিক করুন।

কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাছে একটি ইন্টারফেস আসবে যে কেন আপনি ফেসবুক পেজটি ডিলিট করছেন ওইখানে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করার রিজনটি সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করে দিন। তারপরে আরেকটি ইন্টারফেস আসবে এটি নিচের দিকে স্ক্রল করলে। আবারো Continue বাটন শো করবে ঐখানে ক্লিক করুন।

এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ডটি দিয়ে Continue বাটনে ক্লিক করবেন। এরপর আপনার কাছে পেজটি কনফার্ম ডিলেট করার একটি পপ আপ আসবে ওইখানে Continue বাটনে ক্লিক করুন এরপর আবারো আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি আপনার পেজটি ডিলিট করবেন কিনা যদি আপনি ডিলিট করতে চান তাহলে Delete Page বাটনটিতে ক্লিক করুন তাহলে আপনার পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।

উপসংহারঃ প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম - ফেসবুক পেজ সেটিং

প্রিয় পাঠক আমরা তখন আলোচনা করলাম প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক পেজ সেটিং, ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় আরো ইত্যাদি সম্বন্ধ। আশা করি এই আরটিকাল এর মাধ্যমে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করে থাকি পোস্টগুলো ভালো লাগলে পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url