ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সম্পর্কে জেনে নিন
আপনি কি জানেন ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় কি? একটি প্রফেশনাল ইউটিউব
চ্যানেল খোলার নিয়ম কি? আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আয় করতে চান সে ক্ষেত্রে
অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।
প্রিয় পাঠক এই আর্টিকেল এর মাধ্যমে আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম,
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সহ ইত্যাদি বিষয় তুলে ধরেছি। চলুন আর দেরি
না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সম্পর্কে জেনে নিন
ভূমিকাঃ প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব হচ্ছে বিশ্বের বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং
প্ল্যাটফর্ম। বর্তমানে ইউটিউব অর্থ উপার্জনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। ইউটিউব
শুধু বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে কটি ডলার আয় করে থাকে এবং সে আই থেকে কিছু অংশ
ইউটিউব কন্টেন্ট ক্রিকেটারদেরকে দেওয়া হয়।
আপনিও ইউটিউবে ভিডিও কনটেন্ট আপলোড করে খুব সহজেই আয় করতে পারবেন তবে এর জন্য
আপনার প্রথমে একটি ইউটিউব চ্যানেলের প্রয়োজন। বর্তমানে অনেকেই ভালোভাবে না জেনে
টাকা আয় করার আশায় ইউটিউব চ্যানেল খুলছেন তবে ইউটিউব চ্যানেল থাকলেই যে আয় করা
সম্ভব বিষয়টা এতটাও সহজ নয়। এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পেশাদারী মনোভাব গড়ে
তুলতে হবে।
আরও পড়ুনঃ ১০টি সেরা অ্যান্ড্রয়েড এমুলেটর ২০২৩
ইউটিউব চ্যানেল খুলে আয় করে সফলতা অর্জন করতে অবশ্যই একটি প্রফেশনাল ইউটিউব
চ্যানেলে প্রয়োজন। অনেকেই প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানেন না
সেক্ষেত্রে নিচে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হলো।
ইউটিউব চ্যানেল খুলতে আপনার যা যা প্রয়োজন হবেঃ
- মোবাইল অথবা কম্পিউটার
- একটি সম্পূর্ণ ভেরিফাইড জিমেইল একাউন্ট।
- ইন্টারনেট কানেকশন।
মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়মঃ
- প্রথমে আপনার স্মার্টফোনের ক্রোম ব্রাউজার ওপেন করুন।
- ক্রোম ব্রাউজারে আসার পর ইউটিউবে প্রবেশ করুন।
- ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে প্রবেশ করার পর ব্রাউজারের ওপরে থাকা ডান পাশের থ্রী ডট এ ক্লিক করুন।
- তারপর নিচে দেখবেন Desktop Site নামের একটা অপশন রয়েছে ওইটি কে চেক মার্ক করে দিন।
- Desktop Site এ ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন কম্পিউটারের মতো সেম ইন্টারফেস আপনার স্মার্টফোনে চলে এসেছে।
- যদি আপনার ইউটিউব টি সাইন ইন না করা থাকে সে ক্ষেত্রে অবশ্যই জিমেইল একাউন্টে সাইন ইন করতে হবে।
- তারপর ওপরে ডান পাশে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে, ক্লিক করার পর Youtube Studio তে ক্লিক করতে হবে।
- তারপর আপনার চ্যানেলের ডিফল্ট একটা নাম দেখাবে আপনি চাইলে ওই নামটা রাখতে পারেন অথবা পরিবর্তন করতে চাইলেও করতে পারেন।
- তারপর Create channel এ ক্লিক করুন। হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেল খোলা।
ইউটিউব চ্যানেল খোলা তো হয়ে গেল কিন্তু আমাদের প্রয়োজন আমাদের ইউটিউব
চ্যানেলটিকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করা। আপনার
পার্সোনাল ইউটিউব চ্যানেলটি প্রফেশনাল বা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করতে নিচে
দেওয়া ইন্সট্রাকশন গুলি ফলো করুনঃ
- প্রথমে ইউটিউব প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন Switch account নামে একটা অপশন রয়েছে ওইটাই ক্লিক করুন।
- Switch account এ ক্লিক করার পর View all channels এ ক্লিক করুন।
- এরপর আপনার সামনে আপনার নতুন ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলটি দেখাবে এবং তার পাশে Create a channel দেখাবে। Create a channel বাটনটিতে ক্লিক করুন।
- তারপর আপনার কাছে Create your channel name নামের একটি ইন্টারফেস চলে আসবে। আপনি ওইখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দেবেন। মানে আগে খোলা পার্সোনাল ইউটিউব চ্যানেলের নাম।
- একই নাম বসানোর পর নিচে থাকা I undrestand that ওই জায়গাতে চেক মার্ক বসিয়ে দেবেন তারপর Create বাটনে ক্লিক করুন।
- এবার নতুন যে চ্যানেলটি খুলেছেন সেই চ্যানেলটি আপনার সামনে দেখাবে। এক্ষেত্রে আপনাদেরকে আপনার প্রথমে খোলা ইউটিউব চ্যানেলটি সিলেক্ট করতে হবে।
- প্রোফাইলে যে Switch account অপশনটিতে ক্লিক করে আপনার আগে খোলা চ্যানেলটি সিলেক্ট করতে হবে। পুরাতন চ্যানেলটি সিলেক্ট করার পর বাম পাশে থাকা সেটিং অপশনে ক্লিক করুন।
- ক্লিক করার পর এখানে আপনার প্রথমে খোলা চ্যানেল টি দেখতে পাবেন তবে আপনি নিশ্চিন্ত হয়ে নেবেন যে এটি আপনার আগে অর্থাৎ প্রথমে খোলা চ্যানেলটি দেখাচ্ছে কিনা।
- চ্যানেলটি নিশ্চিত করার পর নিচে থাকা View advanced setting এ ক্লিক করুন, ক্লিক করার পর Move channel to brand account নামের অপশনটিতে ক্লিক করুন।
- Move channel to brand account অপশনটিতে ক্লিক করার পর আপনার কাছে ভেরিফিকেশনের জন্য আপনার ইমেইলটি উপরে সিলেক্ট করা থাকবে এবং নিচে আপনার ইমেইলের পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর Next বাটনে ক্লিক করুন।
- ভেরিফিকেশন সম্পন্ন করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পুরাতন চ্যানেলে অর্থাৎ প্রথমে খোলা চ্যানেলটির নাম দেখতে পাবেন এবং একটু নিচের দিকে আপনার নতুন চ্যানেলটি নাম দেখতে পারবেন।
- নতুন চ্যানেলের নামের পাশে থাকা Replace নামের বাটনটিতে ক্লিক করতে হবে।
- Replace বাট অনেক ক্লিক করার পর আপনার সামনে Delete this channel? নামের একটি পপ আপ আসবে ওইখানে I understand এ চেক মার্ক বসিয়ে Delete channel এ ক্লিক করুন।
- এটি করার মাধ্যমে আপনার পুরাতন চ্যানেলটি নতুন ক্রিয়েট করা চ্যানেলের মধ্যে কনভাট হয়ে রিপ্লেস হয়ে যাবে।
- Delete channel এ ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে ওইখানে থাকা Move channel বাটনটিতে ক্লিক করুন।
- আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি কনভার্ট হয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এটি কনভার্ট হতে 5-10 মিনিটের মতো সময় লাগতে পারে। আবার অনেকের ক্ষেত্রে সাথে সাথেও হয়ে যায়। আপনার ইউটিউব চ্যানেলটি প্রফেশনাল চ্যানেলে রূপান্তর করা হয়ে গেছে এটি চেক করার উপায় হচ্ছে।
- আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন। তারপর Switch account এ ক্লিক করুন।
- Switch account অপশনে ক্লিক করার পর আপনার আগের এবং নতুন চ্যানেল একসাথে দেখাবে।একটিতে No channel লেখা থাকবে আর অপরটিতে No subscribers দেখাবে।
- যাদের নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে এখানে No subscribers শো করবে। যে চ্যানেলটিতে চ্যানেলটিতে No subscribers অথবা subscribers সংখ্যা দেখাচ্ছে সে চ্যানেলটি নিয়েকাজ করতেহবে। তবে যে চ্যানেলটিতে No channel শো করছে এটি মোটেও ডিলিট করা যাবে না।
- আপনার মেইন চ্যানেলটিতে ক্লিক করুন তারপর চ্যানেলে যে আইকনটি আছে ওইখানে ক্লিক করার পর YouTube studio নামের অপশনটিতে ক্লিক করুন।
- YouTube studio তে ক্লিক করার পর একটি পপ আপ আসবে এখানে Continue এ ক্লিক করুন।
- Continue এ ক্লিক করার পর বাম পাশে থাকা সেটিং এ ক্লিক করুন। সেটিং এ ক্লিক করার পর Permission নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করুন।
Permission এ ক্লিক করার পর Manage Permission নামের একটি অপশন দেখাবে। এই অপশনটি
দেখানোর মানে হচ্ছে আপনার চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেল অথবা প্রফেশনাল ইউটিউব
চ্যানেলে রূপান্তর হয়ে গেছে।
ইউটিউব চ্যানেল সেটিং
প্রিয় পাঠক আমরা ইতিমধ্যে আলোচনা করলাম প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার বিষয়ে
প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খোলার পর চ্যানেলটিকে একটি সুন্দর লুক দেওয়ার
জন্য অবশ্যই চ্যানেলটি সেটিং বা কাস্টমাইজিং করে নিতে হবে। চলুন তাহলে আপনার
প্রফেশনাল ইউটিউব চ্যানেলটির কি কি সেটিং করবেন এই বিষয়ে জেনে নেওয়া যাক।
ইউটিউব চ্যানেল সেটিং বা কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনি আপনার আইডির প্রোফাইলে
ক্লিক করুন তারপর YouTube Studio তে ক্লিক করুন।
YouTube Studio তে আসার পর নিচের দিকে সেটিং অপশন পাবেন সেটিং এ প্রবেশ করুন।
সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর channel এ ক্লিক করুন তারপর Besic info তে Country
শো করবে ওইখানে আপনি India সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করা থাকলে অনেক
সময় মনিটাইজেশন দেয় না সে ক্ষেত্রে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে রাখুন।
তারপর নিচে Keywords দেওয়া থাকবে আপনি যে ধরনের চ্যানেল খুলছেন ওই রিলেটেড কিছু
Keywords এর মধ্যে দিয়ে দেবেন। এই অপশনের কাজ শেষ Save বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়
এবার Customization অপশনটিতে ক্লিক করুন, ক্লিক করার পর ADD লেখা দুইটি অপশন আসবে
একটিতে অ্যাড অপশনটিতে ক্লিক করে দুইটি ভিডিও আপলোড করতে হবে। এটি দ্বারা আপনার
সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে অটোমেটিক ওই ভিডিওটি প্লে হবে
যা আপনি এখানে এড করবেন। এবং যারা আপনার সাবস্ক্রাইবার নয় তারা যদি আপনার
চ্যানেলে প্রবেশ তাদের ক্ষেত্রে আপনার এড করা ভিডিওটি অটোমেটিক প্লে হবে।
এটি করার পর ওপরে Branding নামের একটি অপশন পাবেন ওইটিতে ক্লিক করুন। ব্র্যান্ডিং
এ ক্লিক করার পর আপনার চ্যানেলের লোগো, ব্যানার, ভিডিও ওয়াটার মার্ক সেটিং এর
অপশন আসবে এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগো, ব্যানার এবং ওয়াটার মার্ক দিয়ে
দিন। এটি করা হয়ে গেলে Branding এর পাশে Besic info নামের অপশন পাবেন এটিতে
ক্লিক করুন।
ক্লিক করার পর নিচে স্ক্রল করুন, Contact info তে গিয়ে আপনার একটি ইমেইল এড্রেস
যুক্ত করুন। তারপর Publish এ ক্লিক করুন। সাধারণত এই কাজগুলো করলেই আপনার ইউটিউব
চ্যানেল সেটিং হয়ে যাবে।
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
অনেকেই মনে করেন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই আয় করা যাবে এই ধারণাটি
মোটেও ঠিক নয়। ইউটিউব চ্যানেল থেকে আয় করতে হলে আপনাকে ইউটিউবে মনিটাইজেশন নামে
যে অপশনটি রয়েছে সেটিকে চালু করতে হবে।
আর এই অপশনটি অন করতে হলে ইউটিউব এর বেশ কিছু ট্রামস এবং কন্ডিশন রয়েছে যা
আপনাকে ফুলফিল করতে হবে। ইউটিউব মনিটাইজেশনের শর্তগুলি ফুলফিল করার পর আপনি
মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
ইউটিউব মনিটাইজেশনের শর্তগুলি নিচে উল্লেখ করা হলোঃ
- আপনার ইউটিউব চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।
- ১২ মাসের মধ্যে আপনার ইউটিউব ভিডিও গুলোর ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে।
- আপনার চ্যানেলের শর্ট ভিডিওতে তিন মাসের মধ্যে ১০ মিলিয়ন ভিউ থাকতে হবে।
- ইউটিউব এর দেওয়া পলিসি এবং গাইডলাইন মেনে কাজ করতে হবে।
- অন্যদের ভিডিও চুরি করে নিজের চ্যানেলে আপলোড করা যাবে না।
ইত্যাদি নিয়মগুলি সম্পন্ন করলেই আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে
পারবেন।আবেদন করার পর আপনার সবকিছু ঠিক ঠাক থাকলে। ইউটিউব আপনার মনেটাইজেশন অন
করে দিবে মনিটাইজেশন অন হলেই আপনার টাকা ইনকাম শুরু হয়ে যাবে।
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় নিচে উল্লেখ করা হলোঃ
- বিজ্ঞাপনের মাধ্যমে আয়।
- ডোনেশনের মাধ্যমে আয়।
- স্পন্সরশিপের মাধ্যমে আয়।
- এফিলিয়েট মার্কেটিং করে আয়।
- প্রোডাক্ট বিক্রি করে আয়।
ইউটিউবে কত সাবস্ক্রাইব কত টাকা
অনেকেরই এটি জানার আগ্রহ থাকে যে ইউটিউবে কত ভিউ এ কত টাকা বা কত সাবস্ক্রাইব এ
কত টাকা দিয়ে থাকে। এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। ইউটিউব মূলত কোন ভিডিওর
ভিউজের ওপর বা চ্যানেলের সাবস্ক্রাইবের ওপর ভিত্তি করে কোন ডলার বা টাকা দেয় না।
আরও পড়ুনঃ ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল
ইউটিউব টাকা প্রদান করে আপনার ভিডিওতে শো করা এডগুলোর ওপর ভিত্তি করে। আপনার
ইউটিউব ভিডিওতে কি পরিমাণ অ্যাড শো করছে এবং ওই এডে কতজন ক্লিক করছে এর ওপর
ভিত্তি করে ইউটিউব টাকা প্রদান করে থাকে।
আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেলে আপনি আপনার ইউটিউব ভিডিওতে চার
প্রকার অ্যাড শো করাতে পারবেন যেমন ডিসপ্লে অ্যান্ড, ওভারলে ভিডিও, স্পন্সরড এবং
স্কিপ ভিডিও অ্যাডস। আপনার ভিডিওতে থাকা অ্যাডে কেউ ক্লিক করলে তা থেকে ইউটিউব
আপনাকে অর্থ প্রদান করবে।
ইউটিউব থেকে আয় কি হালাল
ইউটিউব ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যাডস শো করানোর মাধ্যমে ইনকাম করা সম্ভব তা আমরা
কম বেশি সকলেই জানি। আমাদের মধ্যেকারো না কারো মনে এই প্রশ্নটি এসে থাকে যে
ইউটিউব থেকে টাকা আয় করা কি হালাল।
ইসলামের দৃষ্টিতে যেটা হারাম ওই ধরনের কিছু যদি আপনার কনটেন্টের সে ক্ষেত্রে
সমস্যা হতে পারে তবে এই বিষয়ে ভালোভাবে বিস্তারিত জানতে একজন প্রসিদ্ধ আলেমের
নিকট যে কথা বলতে পারেন। তাহলে এ প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাবেন।
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়ঃ শেষ কথা
প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম প্রফেশনাল ইউটিউব চ্যানেল
খোলার নিয়ম, ইউটিউব চ্যানেল সেটিংস, ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সহ
ইত্যাদি বিষয়ে। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল থেকে আয় করার
উপায় সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ কম দামে ভালো dslr ক্যামেরা
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে
প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট
করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে
শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url