নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
আপনি কি নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় সম্পর্কে জানতে চান। তাহলে একদম
সঠিক জায়গায় এসেছেন। আমরা এই আর্টিকালে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়, নগদ
একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় সহ নগদ সম্পর্কিত আরো বিভিন্ন বিষয়ে
বিস্তারিত আলোচনা করেছি।
প্রিয় পাঠক আপনি যদি নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এই সম্পর্কে
বিস্তারিত জানতে চান সে ক্ষেত্রে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ
পড়ুন।
সূচিপত্রঃ নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
- ভূমিকাঃ নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
- নগদ একাউন্ট দেখার নিয়ম
- নগদে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়
- নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়
- নগদ থেকে টাকা তোলার নিয়ম
- নগদে টাকা পাঠানোর খরচ কত
- নগদ একাউন্ট পিন রিসেট করা যায়
- নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
- নগদ একাউন্ট লক হলে করনীয়
- উপসংহারঃ নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
ভূমিকাঃ নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
অনেকেরই মনে প্রশ্ন থাকে যে নগদ একাউন্ট কিভাবে খুলব। লোগো দেখান মূলত দুইভাবে
খোলা যায় একটি হচ্ছে নব্যাপ ব্যবহার করে এবং আরেকটি হচ্ছে নগদ একাউন্টের কোড
*১৬৭# ডায়াল করে। আপনি যেভাবে ইচ্ছা খুলতে পারেন।
আরও পড়ুনঃ
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
আপনি যদি স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ দিয়ে খুলতে পারেন আর
আপনি যদি বাটন মোবাইল ব্যবহার করে থাকেন সে ক্ষেত্রে আপনাকে নগদের কোড *১৬৭#
ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন। লোগো একাউন্ট কিভাবে খুলতে হয় এই সম্পর্কে
নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
নগদ একাউন্ট খোলা খুবই সহজ। আপনি ঘরে বসেই কারো সাহায্য ছাড়া নিজে নিজেই আপনার
নগদ একাউন্ট খুলে নিতে পারেন। নগদ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার জন্য নিচের দেওয়া
নীতিমালা গুলো ভালোভাবে অনুসরণ করুন।
নগদ app থেকে নগদ একাউন্ট খোলার নিয়মঃ
- আপনার স্মার্টফোনটিতে যদি নগদ অ্যাপ ইন্সটল না করা থাকে সেক্ষেত্রে আপনি প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপটি ইন্সটল করে নিন।
- নগদ অ্যাফটি ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর রেজিস্ট্রেশন করুন নামের একটা অপশন থাকবে ওইখানে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার নাম্বারটি লিখে পরবর্তী ধাপে ক্লিক করুন। এরপর আপনি যে সিম টি ইউজ করছেন ওইটার নামটি সিলেক্ট করুন তারপর পরবর্তী ধাপে ক্লিক করুন।
- এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি চাইবে ওইখানে আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশ এবং পিছনের কংসের ছবি তুলে আপলোড করুন। এমন ভাবে ছবি তুলুন ছবিটা যাতে স্পষ্ট আসে ঘোলাটে না হয়।
- জাতীয় পরিচয় পত্রের ছবিটি আপলোড করার পর আপনার সকল তথ্য আপনাকে দেখানো হবে সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে ক্লিক করুন।
- এরপর অন্যান্য তথ্য নামে একটি ইন্টারফেস আসবে ওইখানে আপনার লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা ইত্যাদির ইনফরমেশন জানতে চাইবে এগুলো ঠিকভাবে দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনি কি ছবি তোলার জন্য নির্দেশ দেওয়া হবে। ছবি তোলার জন্য পরবর্তী ধাপে যান এবং মোবাইলের ফ্রন্ট ক্যামেরা মুখের সামনে ভালোভাবে ধরে দুইবার চোখের পলক ফেলুন আপনার ছবিটি অটোমেটিক আপলোড হয়ে যাবে। আর আপনি যদি চশমা পড়ে থাকেন তাহলে চশমাটি খুলে ছবি তুলুন। ছবি আপলোডের পর পরবর্তী ধাপে ক্লিক করুন।
- তারপর ট্রামস সেন্ড কন্ডিশনে একমত পোষন করুন এবং নিচে আপনার স্বাক্ষর করুন। যদি স্বাক্ষরটি ভালোভাবে নাও হয় সে ক্ষেত্রে নিচে মুছে ফেলুন নামের একটি বাটন আছে বইটিতে ক্লিক করে স্বাক্ষরটি মুছে ফেলে আবার ভালো করে স্বাক্ষর করতে পারবেন। স্বাক্ষর করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার সকল তথ্য দেখাবে তথ্যগুলি ভালোভাবে যাচাই করে দেখুন। সব ঠিকঠাক থাকলে আপনার একাউন্টের পিন সেটআপ করুন। পিন সেট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার নগদ একাউন্টটি খোলার কাজ সম্পন্ন হয়ে যাবে।
প্রিয় পাঠক আমরা এতক্ষণ আলোচনা করলাম নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার
সম্বন্ধে। তবে যাদের স্মার্টফোন নেই তারা তো অ্যাপ ব্যবহার করতে পারবেন না।তবে
চিন্তার কোন কারণ নগদ একাউন্টের কোড ব্যবহার করে আপনি খুব সহজেই বাটন ফোনে নগদ
একাউন্টটি খুলতে পারবেন। বাটন ফলে নব দেখাউন খুলতে নিচে দেওয়া নিয়মাবলী গুলো
অনুসরণ করুনঃ
- বাটন মোবাইলে নগদ একাউন্ট খুলতে প্রথমে আপনি মোবাইলে ডায়াল অপশনে গিয়ে নগদ একাউন্ট খোলার কোডটি ডায়াল করুন। নগদ একাউন্ট খোলার কোডটি হচ্ছে *১৬৭#
- প্রদত্ত শর্তাবলী ভালোভাবে পড়ে সম্মতি প্রদান করে চার ডিজিটের একটি পিন নম্বর সেট করুন।
- পুনরায় আবার পিন নম্বরটি লিখে কনফার্ম করুন। হয়ে গেল আপনার নগদ একাউন্ট।
নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনি যদি নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্টটি দেখতে চান সেক্ষেত্রে নগদে অ্যাপটিতে
প্রবেশ করে আপনার নগদের পিন নম্বরটি দিয়ে লগইন করলেই আপনার একাউন্টের সমস্ত কিছু
অ্যাপের মধ্যে দেখতে পারবেন।
আরও পড়ুনঃ
কম দামে ভালো dslr ক্যামেরা
ট্যাপ ফর ব্যালেন্সে এ ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন। সেন্ড মানিতে ক্লিক করে
অন্য একাউন্টে টাকা পাঠাতে পারবেন। ক্যাশ আউট এ ক্লিক করে টাকা তুলতে পারবেন।
মোবাইল রিচার্জ এ ক্লিক করে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। অ্যাড মানি নামক
বাটনটিতে ক্লিক করলে ব্যাংক থেকে টাকা আনতে পারবেন।
আপনি বাটন ফোন থেকেও খুব সহজে নগদ একাউন্ট দেখতে পারবেন। বাটন ফোন থেকে নগদ
একাউন্ট দেখার নিয়ম হচ্ছেঃ
- প্রথমে আপনার ফোনটিতে *১৬৭# ডায়াল করুন
- তারপর অনেকগুলো অপশন আসবে এবং সাইডে একটা অপশনের এক একটি নাম্বার দেওয়া থাকবে।
- মাই নগদ লেখাটি যত নাম্বারে আছে ওই নম্বরটি লিখে সেন্ট করে মাই নগদে প্রবেশ করুন।
- এরপর আপনি যদি আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে চান সে ক্ষেত্রে Balance Inquiry অপশনটি যত নাম্বার আছে ওই নম্বরটি লিখে সেন্ড করুন।
- এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড টাইপ করে সেন্ড করুন। পিন নম্বরটি সঠিক হলে আপনি ফোনের স্ক্রিনে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
নগদে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়
অনেকেই জানতে চান নগদে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়। নগদে একজন গ্রাহক
বিনা সর্বোচ্চ ৫০ বারে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা সেন্ড মানি করতে পারে। আর এক
মাসের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫০ বারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত
সেন্ড মানি করতে পারে।
নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়
প্রিয় পাঠক আমরা ইতিমধ্যে জানলাম নগদে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায় এর
পাশাপাশি আমাদের এটা যেন প্রয়োজন নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়।
নগদে সর্বনিম্ন ১০ টাকা সেন্ড মানি করা যায়। এছাড়া নগদে সর্বনিম্ন ৫০ টাকা
ক্যাশ ইন করতে পারবেন, সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ আউট করতে পারবেন এবং সর্বনিম্ন ১০
টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন।
নগদ থেকে টাকা তোলার নিয়ম
আপনার আশেপাশে থাকা বিভিন্ন দোকান থেকেই আপনি নগদের টাকা ওঠাতে পারবেন। নগদে টাকা
তোলার ক্ষেত্রে আপনি নগদ অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা নগদের কোড ও ব্যবহার করতে
পারেন। আপনাদের সুবিধার্থে আমি দুটো পদ্ধতিই নিচে উল্লেখ করে দিলাম।
নগদ অ্যাপ থেকে টাকা তোলার নিয়মঃ
- প্রথমে আপনার স্মার্ট ফোনে নগদ অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর পিন প্রদান করে অ্যাপটিতে প্রবেশ করুন।
- এরপর Cash Out নামের একটি অপশন দেখতে পাবেন ওইটিতে ক্লিক করুন।
- এরপর নগদ উদ্যোক্তা বা এজেন্টের QR Code অথবা নাম্বার সতর্কতার সাথে মোবাইলে তুলুন। নাম্বার অথবা QR Code স্ক্যান করার পর আপনি যত টাকা তুলতে চান তার এমনটি লিখে পরবর্তী ধাপে ক্লিক করুন।
- এরপর নগদ একাউন্টের পিন দিয়ে নগদ আইকনে ট্যাব করে ধরে রাখুন ২-৩ সেকেন্ডের মধ্যেই আপনার নগদ একাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং Transaction Successful মেসেজ দেখাবে।
আমরা এতক্ষন জানলাম নগদ অ্যাপ থেকে টাকা তোলার নিয়ম।চলুন এবার নগদের কোড *১৬৭#
ব্যবহার করে নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
- প্রথমে আপনার মোবাইলে ডায়াল প্যাডে *১৬৭# ডায়াল করু।
- ক্যাশ আউট করার অপশন টি বাছাই করতে ক্যাশ আউটের সাইডে যত নাম্বার লেখা রয়েছে ওই নম্বরটি লিখে রিপ্লাই দিন।
- এরপর নগদ উদ্যোক্তা বা এজেন্টের নাম্বার সতর্কতার সাথে লিখে সেন্ড করুন।
- আপনি আপনার নগদ একাউন্ট থেকে যত টাকা তুলতে চাচ্ছেন তার অ্যামাউন্টটি প্রদান করে রিপ্লাই করুন।
- সর্বশেষে আপনার নগদ একাউন্টের প্রিন প্রদান করুন।
নগদে টাকা পাঠানোর খরচ কত
নগদ অ্যাপে কোন চার্জ ছাড়াই আপনি সেন্ড মানি বা টাকা পাঠাতে পারবেন। নগদ অ্যাপে
সেন্ড মানি ফ্রী। তবে আপনি যদি ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে প্রতি হাজারে ১৭
টাকা চার্জ প্রযোজ্য হবে।
নগদ একাউন্ট পিন রিসেট করা যায়
হ্যাঁ অবশ্যই। আপনার নগদ একাউন্টের পিন আপনি রিসেট করতে পারেন। আপনি যদি আপনার
নগদ একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান সে ক্ষেত্রে পিন রিসেট করার মাধ্যমে
পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। দুইটি উপায়ে নগদ একাউন্টের পিন্ডি সেট করা
যায় যেমনঃ
- নগদের USSD Code ডায়াল করে নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।
- নগদ অ্যাপের মাধ্যমেও নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।
নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
আপনি যদি আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার
করণীয় হচ্ছে নগদ একাউন্টের পিন টি নতুন করে সেট করা অর্থাৎ পিন রিসেট করা।
- নগদ একাউন্টের পিন সেট করতে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# লিখে ডায়াল করুন।
- এরপর ৮ লিখে পিন রিসেট অপশনটি সিলেক্ট করুন এবং send করুন।
- তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্ম সাল লিখে সেন্ড করুন।
- পিন রিসেট করা সফল হয়ে গেলে আবার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# লিখে ডায়াল করুন এরপর নতুন একটি পিন নম্বর সেট করুন। হয়ে গেল আপনার পিন রিসেট এইবার আপনিআপনার নতুন পিনের মাধ্যমে আপনার নগদ একাউন্টেপ্রবেশ করতে পারবেন।
আপনি যদি নগদ একাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে নগদ অ্যাপ এর
মাধ্যমেও পিন রিসেট করতে পারবেন এর জন্য আপনাকে যা করতে হবেঃ
- প্রথমে নগদ অ্যাপটিতে প্রবেশ করতে হবে। তারপর পিন নাম্বার ভুলে গিয়েছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে।
- নগদের হেল্পলাইন নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে কল করে আপনার পরিচয়টি নিশ্চিত করুন।
- এবার নগদ হেল্পলাইন থেকে পাঠানো ৬ সংখ্যার ওটিপি কোডটি লিখে যাচাই করুন এ ক্লিক করুন। ওটিপি ঠিক থাকলে আপনার কাছে নতুন পিন সেট করার একটি অপশন আসবে।
- এবার ওইখানে আপনার নতুন পিন লিখুন এবং পিন নম্বরটি পুনরায় লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টের পিন রিসেট হয়ে যাবে। এবার আপনি আপনার নতুন পিন দিয়ে আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন।
নগদ একাউন্ট লক হলে করনীয়
নগদ একাউন্টে প্রবেশ করার সময় বারবার ভুল পিন প্রদান করলে নগদ একাউন্টটি লক হয়ে
যাবে। কোন কারণবশত আপনার নগদ একাউন্টটি যদি লক হয়ে যায় সে ক্ষেত্রে আপনার
করণীয় কি তা নিচে দেওয়া হলোঃ
- নগদ একাউন্ট লক হয়ে গেলে প্রথমে আপনাকে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ১৬১৬৭ নম্বরটিতে কল করতে হবে।
- নগদ এজেন্ট নম্বরে কল দেওয়ার পর আপনার নগর অ্যাকাউন্টটি লক হয়ে গেছে আপনি সেটিকে আনলক করতে চান এই বিষয়ে বলবেন।
- আপনার অ্যাকাউন্টটি খোলার সময় যা যা তথ্য দেওয়া হয়েছিল নগদ এজেন্ট ওই সম্পর্কে কিছু তথ্য বা details জানতে চাইবে আপনি সবকিছু সঠিকভাবে বলবেন।
- তারপর আপনার তথ্যগুলো ঠিক হয়েছে কিনা তা তারা যাচাই-বাছাই করে আপনার নগদ একাউন্টের পিন রিসেট করার অপশনটি চালু করে দেবে।
- পিন রিসেট করে আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। কিভাবে নগদ একাউন্টের পিন রিসেট করতে হয় তা আমাদের এই পোষ্টের উপরে বিস্তারিত আলোচনা করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন।
উপসংহারঃ নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
প্রিয় পাঠক আমরা এতখন আলোচনা করলাম নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়, নগদ একাউন্ট
দেখার নিয়ম, নগদ অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়, নগদ একাউন্ট লক হলে
করণীয় সহ আরো ইত্যাদি বিষয়ে। আশা করি আর্টিকেল এর মাধ্যমে নগদ একাউন্ট
পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় সহ নগদ সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ
১০টি সেরা অ্যান্ড্রয়েড এমুলেটর
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা নিয়মিত এই
ওয়েবসাইটে বিভিন্ন রকম পোস্ট আপলোড করে থাকি। পোস্টটি ভালো লাগলে
পরিবার,আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। এমন নতুন নতুন পোস্ট
পড়তে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url