কমলা গাছের পরিচর্যা - কমলা গাছের রোগ ও প্রতিকার
আপনি কি জানেন কমলা গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, আপনি যদি কমলা গাছের
পরিচর্যা সম্পর্কে অবগত থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির আশেপাশে খোলা
জায়গাতে খুব সহজেই কমলা চাষ করতে পারবেন। কমলা চাষ করতে হলে অবশ্যই কমলা গাছের
রোগ ও প্রতিকার সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।
প্রিয় পাঠক আমরা এই আর্টিকেলের মাধ্যমে কমলা গাছের পরিচর্যা, কমলা গাছের রোগ ও
প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। চলুন তাহলে আর দেরি না করে এই বিষয়ে
জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ কমলা গাছের পরিচর্যা - কমলা গাছের রোগ ও প্রতিকার
কমলা গাছের পরিচর্যাঃ ভূমিকা
কমলা গাছ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Citrus reticulata, কমলা বহুল জনপ্রিয় একটি ফল।
আমরা বিভিন্নভাবে এটিকে খেয়ে থাকি। কেউ এটিকে সরাসরি খায় আবার কেউ এটিকে সালাদ
হিসেবে খেয়ে থাকি। কমলা লেবুতে রয়েছে ৮৫% পানি, ১৩% কার্বোহাইড্রেট, প্রোটিন
এবং সামান্য পরিমাণে চর্বি। কমলা খেতেও যেমন সুস্বাদু তেমন এটি পুষ্টিগুণে ভরপুর।
অনেকেই বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে কমলা চাষ করছেন। আপনিও যদি চান সে ক্ষেত্রে
আপনিও বাণিজ্যিকভাবে কমলার বাগান তৈরি করে লাভবান হতে পারেন। অথবা আপনার যদি
বাগান করার মত জায়গা না থাকে সে ক্ষেত্রে আপনি বাড়ির আনাচে কানাচে থাকা ফাঁকা
জায়গাতে খুব সহজেই কমলা গাছ লাগাতে পারেন।
আপনি যদি কমলার গাছ লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমলা গাছের পরিচর্যা
সম্পর্কে জেনে নেওয়া জরুরী। আপনি যদি কমলা গাছের সঠিক পরিচর্যা বা যত্ন নেওয়ার
বিষয়টি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনার গাছ সঠিকভাবে বেড়ে উঠতে ব্যাহত হবে
যার ফলে আপনি কাঙ্খিত ফল অর্জন করতে পারবেন না।
তাই আপনি যদি কমলা গাছের পরিচর্যা সম্বন্ধে না জেনে থাকেন সেক্ষেত্রে কমলা গাছ
লাগানোর পূর্বে আপনাকে অবশ্যই কমলা গাছের পরিচর্যার সহ কমলা গাছের রোগ ও প্রতিকার
ইত্যাদি বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।
কমলা গাছের পরিচর্যা
কমলা একটি লেবু জাতীয় গাছ। অনেকেই মনে করেন কমলার বীজ থেকে কমলার গাছ লাগানো
যায়। আপনি যদি কমলার বীজ থেকে কমলা গাছ লাগাতে চান সে ক্ষেত্রে আপনার গাছ বড়
হবে অনেক সময় লাগবে এবং তাতে ফল পেতে কত পরিমান সময় লাগবে তা অনুমান করা
অসম্ভব।
এর পরিবর্তে আপনি যদি চারা কিনে এনে লাগান তাহলে সেই চারা গাছ অনেক তাড়াতাড়ি
বড় হওয়ার সাথে সাথে সেই গাছ থেকে আপনি তাড়াতাড়ি ফলও পাবেন। আপনি যে কোন
নার্সারিতে কমলা লেবুর চারা পেয়ে যাবেন। এখান থেকে ভালো একটি চারা ক্রয় করে এনে
আপনার বাগানে অথবা বাসার আনাচে-কানাচে লাগাতে পারেন।
প্রতিটি গাছ লাগানোর আগে মাটি প্রস্তুত করা খুবই জরুরী। কমলার গাছ লাগানোর
ক্ষেত্রে আপনাকে ৬০x৬০x৬০ সেন্টিমিটার গর্ত করতে হবে। এবং সেই গর্তে ৫০০ গ্রাম
চুন, ২০০ গ্রাম ইউরিয়া সার, ২০০ গ্রাম এমপিও এবং ১০ কেজি পরিমাণ গোবর সার
প্রয়োগ করতে হবে। পরিমাণ মতো সারগুলো দেওয়া হয়ে গেলে ২০ থেকে ২৫ দিন অপেক্ষা
করতে হবে।
২০ থেকে ২৫ দিন অপেক্ষা করার পর কমলা গাছের চারাগুলি ভালোভাবে লাগিয়ে দিতে হবে।
তারপর করতে হবে কমলা গাছের পরিচর্যা। কমলা গাছগুলোতে পানি দিতে হবে। মাঝে মাঝে
সেচ দিতে হবে। গাছের গোড়ায় প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। মাঝে মাঝে
গাছগুলোকে ছাঁটাই করতে হবে। বর্ষাকালে কমলা গাছ মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে
এক্ষেত্রে আপনি বর্ষাকালে গাছটি লাগাতে পারেন।
টবে কমলা গাছের পরিচর্যা
অনেকে আছে যারা টবে কমলা গাছ চাষ করতে চান। সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে ২ x ২ ফুট
সাইজের টব, চারি অথবা ড্রাম নিয়ে নিতে পারেন। এরপর কম্পোস্ট, পিএসপি, জিংক
সালফেট, এমওপি ইত্যাদি সার গুলোকে একত্রিত করে মিশিয়ে একটি মিশ্রণ সার তৈরি করতে
হবে। এবং সারগুলোকে টবে নির্দিষ্ট পরিমাণে দিয়ে দিতে হবে।
আরও পড়ুনঃ অ্যালোভেরা জেল এর উপকারিতা
তারপর সেই টব গুলোতে কমলা গাছের চারা নার্সারি থেকে ক্রয় করে এনে লাগিয়ে দিন।
আপনি যদি সঠিকভাবে কমলা গাছের পরিচর্যা করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই
গাছগুলি বড় হয়ে যাবে, এবং অল্প কয়েক বছরেই আপনি গাছগুলো থেকে ফল পাবেন।
কমলা গাছের রোগ ও প্রতিকার
কমলা গাছের সাধারণ কিছু রোগ রয়েছে আপনি যদি এই রোগ গুলো সম্পর্কে অবগত না থাকেন
তাহলে আপনার রোপণকৃত কমলার গাছ যেতে পারে। নিচে কমলা গাছের রোগ ও প্রতিকার
সম্পর্কে উল্লেখ করা হলো-
গ্রিনিং রোগঃ আপনি কিভাবে বুঝবেন
যে আপনার কমলা গাছে গ্রিনিং রোগ হয়েছে। এটি বোঝার উপায় হচ্ছে গাছের পাতা হলুদ
রং ধারণ করা, গাছের শিকড় দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি। এই ধরনের সমস্যা দেখা দিলে
সমিনিয়ন ৫০ ইসি অথবা ম্যালাথিয়ন ০.০৪% পাঁচ চা চামচ ১০ লিটার পানির সাথে মিশিয়ে
পুরো গাছে স্প্রে করতে হবে।
পাতা খেকো পোকাঃ আপনার কমলা গাছে
যদি পাতা খেকো পোকা আশ্রয় নেয় এটি আপনার গাছের জন্য খুবই বিপজ্জনক। তাই পাতা
খেকো পোকা দেখা দিলে ডায়াজিনন ৪ চা চামচ প্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে পুরো
গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন খেয়াল রাখতে হবে যাতে গাছের সমস্ত পাতায়
ভালোভাবে স্প্রেতে ভেজে।
বাকল ছিদ্রকারী পোকাঃ বাকল
ছিদ্রকারী পোকা আপনার কমলা গাছের জন্য খুবই ক্ষতিকর। এটি গাছের বাকল ছিদ্র করে
দখলের সমস্ত রস শুষে নেয়। যদি আপনার গাছে বাকল ছিদ্রকারী পোকার দেখা মিলে
এক্ষেত্রে আপনি ইসি কীটনাশক দুই চা চামচ দশ লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে
স্প্রে করে দেবেন।
কমলা গাছের পরিচর্যাঃ শেষ কথা
প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা কমলা গাছের পরিচর্যা, কমলা গাছের
রোগ ও প্রতিকার, টবে কমলা গাছের পরিচর্যা সহ ইত্যাদি বিষয় সম্বন্ধে। আশা করি
উক্ত পোষ্টের মাধ্যমে কমলা গাছের পরিচর্যা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ শসা খাওয়ার উপকারিতা
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে
প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট
করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে
শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url