মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার - ভিডিও এডিট করার অ্যাপস

আপনি কি ভিডিও এডিট করার জন্য মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার বা ভিডিও এডিট করার অ্যাপস সম্পর্কে জানতে চান। তাহলে একজন সঠিক পোস্টে ক্লিক করেছেন। এই আর্টিকেলে আমরা মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
প্রিয় পাঠক আপনাদের জন্য আমরা বাছাই করে দশটি সেরা মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এই আর্টিকেলে তুলে ধরেছি। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি সঠিক ভিডিও এডিটর অ্যাপটি আপনার জন্য বাছাই করে নিতে পারবেন। চলুন তাহলে মোবাইলে ভিডিও এডিট করার অ্যাপস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

সূচিপত্রঃ মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার - ভিডিও এডিট করার অ্যাপস

ভূমিকাঃ মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার - ভিডিও এডিট করার অ্যাপস

বর্তমানে বেশিরভাগ মানুষ ভিডিও এডিটিং করার ক্ষেত্রে মোবাইল অ্যাপস গুলি বেশি ব্যবহার করে থাকেন। কেননা মোবাইল ভিডিও এডিটর অ্যাপসগুলো ফ্রিতে ব্যবহার করা যায় এবং ব্যবহার করাও অনেক সহজ। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করার পর ভিডিওটি কে এডিট করতে চান সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে আপনার ভিডিওটি এডিট করে নিতে পারবেন খুব সহজেই। 
মোবাইলে ভিডিও এডিটিং করার অ্যাপস গুলি সাধারণত আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ওইখান থেকে ইন্সটল করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে মোবাইলে ভিডিও এডিটিং করার সফটওয়্যার সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Filmora

ভিডিও এডিটিং করার জন্য অসাধারণ একটি অ্যাপ হচ্ছে Filmora। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং হচ্ছে 4.7 এবং টোটাল ডাউনলোড 50M+, রেটিং এবং ডাউনলোড দেখেই হয়তো ধারণা করতে পেরেছেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অ্যাপটি কতটা ভালো। Filmora অ্যাপটি আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। 

এই অ্যাপটিতে রয়েছে ভিডিও কাটিং, ভিডিও ট্রিমিং, ভিডিওতে টাইটেল যোগ করা, ভিডিওতে থিম যোগ করা, ভিডিওতে গান এবং সুন্দর সুন্দর ইফেক্ট যোগ করা ইত্যাদি সহ পেয়ে যাবেন প্রফেশনাল ভিডিও এডিটিং টুলস। Filmora অ্যাপ টি তে ভিডিও এডিট করার সময় আপনি প্লে করে দেখতে পারবেন। এছাড়াও এটিতে রয়েছে অনেক সংখ্যক ভিডিও ইফেক্ট এবং টেমপ্লেট যা আপনি পছন্দ মতো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন।

Kinemaster

মোবাইল দিয়েও কম্পিউটার এর মত ভিডিও এডিট করতে চাইলে আপনি Kinemaster অ্যাপটি ব্যবহার করতে পারেন। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং 4.7 এবং টোটাল ডাউনলোড 100M+ , ডাউনলোডের সংখ্যা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অ্যাপটি সবার কাছে কতটা জনপ্রিয়।

Kinemaster অ্যাপটিতে রয়েছে অসাধারণ সব ফিচারস যেমন ভিডিওতে সাবটাইটেল সেট করা, ভিডিওর মধ্যে টেক্সট লেখা এছাড়াও ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করা ইত্যাদি। এই অ্যাপটির ফ্রি ভার্সনে ভিডিওতে ওয়াটার মার্ক থেকে যায় তবে আপনি যদি প্রো ভার্সনটি ব্যবহার করেন তাহলে ওয়াটার মার্ক ছাড়াই আপনি ভিডিও সেভ করে নিতে পারবেন।

CapCut

বর্তমানে মোবাইলে ভিডিও এডিটিং সেরা অ্যাপ গুলোর মধ্যে CapCut অন্যতম। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং হচ্ছে 4.4 এবং টোটাল ডাউনলোড 500M+। এই অ্যাপটিতে ভিডিও এডিটিং এর যাবতীয় সব ফিচার গুলি পেয়ে যাবেন।

CapCut অ্যাপটিতে রয়েছে অনেক ধরনের ভিডিও ইফেক্ট, ভিডিও এনিমেশন, ভিডিও স্লো মোশন এবং ফাস্ট করার অপশন এছাড়াও অনেক ধরনের প্রয়োজনীয় ভিডিও এডিটিং টুলস। আর সব থেকে বড় বিষয় হচ্ছে CapCut অ্যাপটিতে আপনি ওয়াটার মার্ক ছাড়া ভিডিও সেভ করতে পারবেন। এটিতে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও FPS এবং রেজুলেশন সেট করতে পারবেন।

Alight Motion

যারা শর্ট ভিডিও মেক করেন তাদের জন্য Alight Motion একটি অসাধারণ অ্যাপ। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং হচ্ছে 4.3 এবং টোটাল ডাউনলোড 100M+, এই অ্যাপটির ফিচার্স গুলো CapCut এর মতই। মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সমস্ত প্রয়োজনীয় টুলস গুলি Alight Motion এ পেয়ে যাবেন।

Alight Motion অ্যাপটিতে রয়েছে অসাধারণ সব ভিডিও ইফেক্ট, ছবি দিয়ে ভিডিও বানানোর ফিচারস, ভিডিওতে গান সেট করা, ভিডিওর কালার এডিট করা, সাবটাইটেল সেট করা ইত্যাদি সহ আরো নানারকম ফিচার যা আপনার ভিডিও এডিটিং এর বেশ কার্যকরী।

YouCut

বর্তমানে YouCut অ্যাপটি ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূল কারণ হচ্ছে এটিতে থাকা অসাধারণ কিছু ভিডিও ইফেক্ট। এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের রিলস ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। এছাড়াও এটিতে পেয়ে যাবেন ভিডিও কাট, ট্রিম, স্প্লিট, ট্রান্সেশন, অ্যানিমেশন সহ আরো নানা ধরনের টুলস এবং ফিচারস।

YouCut অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি রেটিং হচ্ছে 4.5 এবং টোটাল ডাউনলোড 100M+

Lightroom Photo & Video Editor

এডোবি এই নামটি আপনারা প্রায় কমবেশি সকলেই শুনেছেন। এডোবি ফটোশপ সফটওয়্যারটি যে কতটা জনপ্রিয় তা সম্পর্কে বর্তমানে সবাই অবগত। এডোবি কোম্পানির এন্ড্রয়েড অ্যাপস হচ্ছে Lightroom, গুগল প্লে স্টোরে এই অ্যাপটি রেটিং হচ্ছে 4.3 এবং টোটাল ডাউনলোড 100M+, এই অ্যাপটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এছাড়াও অ্যাপটির ভিতরে থাকা কিছু প্রিমিয়াম টুমস যা প্রিমিয়াম মেম্বারশিপ এর মাধ্যমে খুব সহজে ব্যবহার করতে পারবেন।

Lightroom অ্যাপটিতে ছবি অথবা ভিডিও দুইটিই অনেক ভালোভাবে এডিট করতে পারবেন। এটিতে রয়েছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফিচার এবং টুলস যেমন ট্রিম, বিভিন্ন ধরনের প্রিসেট এপ্লাই করা, হাইলাইট, ভাইব্রেন্স ইত্যাদি।

PowerDirector

PowerDirector এই অ্যাপটিও ভিডিও এডিটিং এর অসাধারণ একটি অ্যাপস। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.4 এবং টোটাল ডাউনলোড 100M+ এই অ্যাপটিতে ভিডিও এডিটিং এর জন্য এমন কিছু এডভান্স ফিচারস রয়েছে যা অন্যান্য অ্যাপ গুলির ভেতর নেই।

PowerDirector অ্যাপ টি দ্বারা স্লো মোশন এডিট করতে পারবেন, ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করতে পারবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও জোড়া লাগানো ইত্যাদি সহ পেয়ে যাবেন আরও বিভিন্ন প্রফেশনাল ভিডিও এডিটিং টুলস। PowerDirector অ্যাপটিতে ভিডিও এডিট করে 720P থেকে শুরু করে 4K পর্যন্ত ভিডিও সেভ করতে পারবেন।

InShot

বিভিন্ন ধরনের শর্টস এবং ভিডিও তৈরীর ক্ষেত্রে InShot একটি প্রফেশনাল ভিডিও এডিটর। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.5 এবং টোটাল ডাউনলোড 500M+

InShot অ্যাপটিতে রয়েছে অসাধারণ সব ভিডিও এডিটিং ফিচারস যেমন সুপার ট্রান্সিশনস, কী ফ্রেম, বিভিন্ন ধরনের স্টিকার, টেক্সট, বিভিন্ন ধরনের ইফেক্ট, মিউজিক, ভয়েস ওভার সহ আরো নানা ধরনের ফিচারস। মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য অসাধারণ একটি অ্যাপ এটি।

VivaVideo

VivaVideo হচ্ছে মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা অ্যাপ গুলোর মধ্যে একটি। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং 4.2 এবং টোটাল ডাউনলোড 500M+ এই আজকের মাধ্যমে আপনারা প্রফেশনাল ভাবে যে কোন ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন।

VivaVideo অ্যাপটিতে রয়েছে ভিডিও ইফেক্ট, ভিডিও সাবটাইটেল ফাংশন, ভিডিও কাট, ভিডিও টিমিং, ভিডিও মার্জিং ইত্যাদি সহ ভিডিও এডিটের প্রয়োজনীয় অনেক ধরনের টুলস। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।

Video Editor Maker & VideoShow

Video Editor Maker & VideoShow অ্যাপটি কে অসাধারণ একটি প্রিয় এডিটিং অ্যাপ বলা যেতে পারে। অ্যাপটিতে থাকা দারুন টুলস এবং ফিচারস আপনাকে প্রফেশনাল ভিডিও এডিটিং করে দিতে সক্ষম। এই অ্যাপটি দ্বারা আপনি মিউজিক ব্লগ, কোন ভিডিওর এন্ট্র সহ অ্যানিমেটেড ভিডিও এডিট করতে পারবেন। 

এই অ্যাপটিতে রয়েছে মালটি লেয়ার এডিটিং, বিভিন্ন স্টাইল এর টেক্সট, এনিমেটেড স্টিকার, স্লো মোশন সহ আরো নানা ধরনের টুলস এবং ফিচারস। Video Editor Maker & VideoShow অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং হচ্ছে 4.5 এবং টোটাল ডাউনলোড 100M+।

শেষ কথা

প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার সম্বন্ধে। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার বা মোবাইলে ভিডিও এডিট করার সেরা অ্যাপস গুলি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url