ই পাসপোর্ট অনলাইন আবেদন - ই পাসপোর্ট চেক করার নিয়ম

আপনি কি ই পাসপোর্ট অনলাইন আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ই পাসপোর্ট অনলাইন আবেদন, ই পাসপোর্ট করতে কি কি লাগে এ সম্পর্কে জেনে রাখা জরুরি। ই পাসপোর্ট অনলাইন আবেদন এই সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজেই এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।
ই পাসপোর্ট অনলাইন আবেদন
প্রিয় পাঠক ই পাসপোর্ট অনলাইন আবেদন এবং ই পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন। চলুন তাহলে আর দেরি না করে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভূমিকাঃ ই পাসপোর্ট কি

বাংলাদেশের সাধারণ পাসপোর্ট এবং ই পাসপোর্ট বাইরে থেকে দেখতে একই হলেও এর ভেতরে বেশ কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। সাধারণ পাসপোর্টে প্রথম দুই পাতায় যে তথ্যগুলো রয়েছে ই পাসপোর্টে এই তথ্যগুলো থাকবে না এর পরিবর্তে থাকবে একটি কার্ড থাকবে।

এই কার্ডে অবস্থিত থাকবে একটি চিপ যার ভেতরে পাসপোর্ট বাহকের সমস্ত ইনফর্মেশন যেমন নাম, পাসপোর্ট নম্বর, ছবি, ১০টি আঙুলে ছাপ এবং চোখের আইরিস। ই পাসপোর্ট থাকলে আপনাকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ই গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে এটি সেকেন্ডের মধ্যেই আপনাকে স্ক্যান করে নেবে।
এর ফলে যা দাওয়াত করা দ্রুত এবং সহজ হয়ে যাবে। এই পোষ্টের মাধ্যমে আমরা ই পাসপোর্ট করতে কি কি লাগে, ই পাসপোর্ট অনলাইন আবেদন, ই পাসপোর্ট করতে কত টাকা লাগে, ই পাসপোর্ট চেক করার নিয়ম সহ ই পাসপোর্ট বাতিল করার নিয়ম ইত্যাদি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি।পোস্টটি করতে থাকুন সমস্ত বিষয়ে জানতে পারবেন।

ই পাসপোর্ট অনলাইন আবেদন

  1. পাসপোর্ট আবেদন করার জন্য প্রথমে আপনি https://www.epassport.gov.bd/landing এই লিংকে প্রবেশ করুন। অথবা আপনি আপনার স্মার্টফোনের ব্রাউজারে e passport লিখে সার্চ করেও এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন।
  2. ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর Directly to online application অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে এই তিনটার শেষ আসবে ওইখানে আপনি যদি বাংলাদেশ থেকে এপ্লাই করেন তাহলে Yes সিলেক্ট করুন আর যদি না করে থাকেন তাহলে No সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার জেলা এবং থানা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
  3. কন্টিনিউ বাটনে ক্লিক করার পর Inter Your Email Address নামের একটি ইন্টারফেস পেয়ে যাবেন ওইখানে আপনার ইমেইলটি দিয়ে। নিচে থাকা I am human ক্যাপচাটি পূরণ করে Continue বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এবং আবার I am human ক্যাপচাটি পূরণ করে Create Account বাটনটিতে ক্লিক করুন।
  4. Create Account বাটনটিতে ক্লিক করার পর একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিন এবং আপনার এন আই ডি তে থাকা ফুল নামটি এখানে দিয়ে দিন। যা যা ইনফরমেশন চাইবে তা দেওয়া হয়ে গেলে Create Account বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনি ইমেইলটি দিয়েছিলেন ওই ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল আসবে ওইখান থেকে আপনার একাউন্টের ভেরিফিকেশনটি সম্পন্ন করে নেন।
  5. ভেরিফিকেশন সম্পন্ন করার পর আপনার অ্যাকাউন্টটি একটিভ হয়ে যাবে এখন Sign in বাটনে ক্লিক করে একাউন্টে সাইন ইন করে নিন। করার পর আপনার কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখানে থাকা Apply for a new e-Passport বাটনটিতে ক্লিক করুন এরপর পার্সোনাল ইনফরমেশন নামে একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে যা যা তথ্য চাইবে সব ভালো ভাবে দিয়ে Save and Continue বাটনটিতে ক্লিক করুন।
  6. এরপর আপনাকে আপনার অ্যাড্রেস এর ফর্মটি পূরণ করতে হবে। অ্যাড্রেস এর ফর্মটি পূরণ করা হয়ে গেলে নিচের দিকে থাকা Save and Continue বাটনটিতে ক্লিক করুন। এরপর Id Document নামের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনার যদি আগের কোন পাসপোর্ট থাকে তাহলে Yes I have এ ক্লিক করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে No i don't have এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনি জাতীয় পরিচয় পত্রের নম্বরটি দিয়ে Save and Continue বাটনটিতে ক্লিক করুন।
  7. এরপর Parental information নামের একটি পেয়ে যাবেন এখানে আপনার পিতা-মাতার যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবেন। যে ইনফরমেশন গুলো সাইডে অপশনাল লেখা থাকবে ওইগুলো দিলেও হবে আবার না দিলেও হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে Save and Continue বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনার Spouse Information চাইবে এখানে আপনি ম্যারিড নাকি আনমেরিড সব দিয়ে Save and Continue বাটনটিতে ক্লিক করুন।
  8. এরপরে Emergency contact দেখাবে এখানে আপনি যার কন্ট্যাক্ট নাম্বার দিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দেবেন। সিলেট করার পর যা যা ইনফরমেশন চাইবে তা দিয়ে Save and Continue বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনার কাছে Passport option দেখাবে এখানে যত পেইজের এবং যত বছর মেয়াদের পাসপোর্ট নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিন এবং Save and Continue বাটনটিতে ক্লিক করুন।
  9. এরপর আপনার কাছে Delivary Option দেখাবে। আপনি এটি রেগুলার ডেলিভারি নিতে চান নাকি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান তা সিলেক্ট করে দেবেন এবং ডেড সিলেক্ট করে দেবেন অর্থাৎ যে ডেটে আপনি ডকুমেন্ট গুলি জমা দেবেন। তারপর Save and Continue বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনি যতগুলো ইনফরমেশন দিয়েছিলেন সব আপনার কাছে দেখাবে। আপনি সব ভালোভাবে চেক করে নিবেন যদি কোথাও ভুল থাকে তাহলে পাশে থাকা এডিট বাটনে ক্লিক করে সংশোধন করে নেবেন।
  10. সবকিছু ঠিকঠাক থাকলে নিচে Confirm and Proceeed to paymet অপশনটিতে ক্লিক করে দিন এবং আপনার পেমেন্টটি কনফার্ম করুন। অনলাইন পেমেন্ট অ্যাভেলেবল থাকলে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন। আর যদি না থাকে সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে মাধ্যমে অফলাইন পেমেন্ট করতে পারবেন। অফলাইন পেমেন্ট সিলেক্ট করে Continue বাটনটিতে ক্লিক করে দিন।
  11. তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এরপর এখান থেকে Print summary এবং Application From টি ডাউনলোড করে নেন। ডাউনলোড করে যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে এটিকে প্রিন্ট করে নিন। এটি আপনার ই পাসপোর্ট নিতে প্রয়োজন হবে। তাহলে আপনার ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া কমপ্লিট বাকি প্রসেসগুলো জানতে পোস্টটি পড়তে থাকুন বুঝতে পারবেন।

ই পাসপোর্ট করতে কি কি লাগে

  • ই পাসপোর্ট এর অনলাইন আবেদন কপি।
  • অনলাইনে আবেদন করা পাসপোর্ট এর সামারি কপি।
  • পাসপোর্ট আবেদন করতে যে ফি প্রদান করেছেন ফ্রি প্রদানের স্লিপ।
  • জাতীয় পরিচয় পত্রের ফটো কপি এবং মূল কপি। যদি জাতীয় পরিচয় পত্র না থাকে সে ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদে ব্যবহার করতে পারবেন।
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • পেশা প্রমাণের সনদ।
  • নাগরিক সনদ।
  • যদি আপনার পূর্বে কোন পাসপোর্ট থেকে থাকে তাহলে ওই পাসপোর্ট এর কপি এবং মূল কপি।আর যদি পূর্বে পাসপোর্ট না থাকে সে ক্ষেত্রে কোন প্রয়োজন নেই।
অনলাইনে ই পাসপোর্ট আবেদন করে এ সকল কিছু নিয়ে যে পাসপোর্ট অফিসে জমা দিবেন। আপনার সকল তথ্য তারা যাচাই করবে। আপনার সকল তথ্য ঠিকঠাক ভাবে যাচাই করার পর সব ঠিক থাকলে আপনার ছবি, আঙুলের ছাপ এবং চোখের আইরিশ নিয়ে নেবে। এরপর নির্দিষ্ট কিছুদিন সময় পর আপনার কাছে আপনার ই পাসপোর্টটি হয়ে যাওয়ার একটি এসএমএস বা মেইল আসবে। এছাড়াও আপনি অনলাইনেও কি পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করে নিতে পারেন।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে এটি নির্ভর করে আপনার বয়স, আপনি কত পৃষ্ঠার এবং কত বছরে মেয়াদী পাসপোর্ট নিচ্ছেন। এবং আপনার পাসপোর্টটি রেগুলার এগুলা ডেলিভারি নিবেন এক্সপ্রেস ডেলিভারি নিবেন নাকি সুপার এক্সপ্রেস ডেলিভার নিতে যাচ্ছেন এর ওপর। ই পাসপোর্ট আবেদন ফি এর একটি তালিকা নিচে দেওয়া হলোঃ

বছর

পৃষ্ঠা

রেগুলার ডেলিভারি (১৫-২১) দিন

এক্সপ্রেস ডেলিভারি (৫-৭) দিন

সুপার এক্সপ্রেস ডেলিভারি (২) দিন

৪৮

৳ ৪,০২৫

৳ ৬,৩২৫

৳ ৮,৬২৫

৬৪

৳ ৬,৩২৫

৳ ৮,৬২৫

৳ ১২,০৭৫

১০

৪৮

৳ ৬,৩২৫

৳ ৮,৬২৫

৳ ১০,৩৫০

১০

৬৪

৳ ৮,০৫০

৳ ১০,৩৫০

৳ ১৩,৮০০

সূত্রঃ সময় নিউজ

ই পাসপোর্ট চেক করার নিয়ম

  • ই পাসপোর্ট আবেদন এবার আপনি যে ডেলিভারি স্লিপ টি পাবেন ওইখানে একটি অ্যাপ্লিকেশন আইডি নম্বর থাকবে।
  • এরপর আপনি আপনার স্মার্টফোনের যে কোন একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বারে e passport লিখে সার্চ করুন। ই পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখাবে ওইটিতে প্রবেশ করুন।
  • প্রবেশ করার পর উপরে বাম কর্নারে থাকা ফ্রি লাইন এ ক্লিক করুন। ক্লিক করার পর Check Status অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার কাছে একটি ইন্টারফেস আসবে ওইখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে Check বাটনে ক্লিক করে আপনার ই পাসপোর্টটি চেক করে নিতে পারবেন।

উপসংহারঃ ই পাসপোর্ট অনলাইন আবেদন - ই পাসপোর্ট চেক করার নিয়ম

প্রিয় পাঠক আমরা এতক্ষণ আলোচনা করলাম ই পাসপোর্ট কি, ই পাসপোর্ট করতে কি কি লাগে, ই পাসপোর্ট অনলাইন আবেদন, ই পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং এই পাসপোর্ট চেক করার নিয়ম ইত্যাদি। আশা করি উক্ত প্রশ্নের মাধ্যমে ই পাসপোর্ট অনলাইন আবেদন সহ ইত্যাদি বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন।
পোস্টটি ভালো লাগলে পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বিভিন্ন ধরনের পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে এরকম বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করে থাকি। তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং সেবা, সরকারি সেবা, রোগের চিকিৎসা, লাইফ স্টাইল সহ আরো বিভিন্ন ধরনের কনটেন্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url