আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায় সম্পর্কে জেনে নিন

মোবাইল ফোন কেনার আগে এই অনেকেরই মাথায় এই চিন্তা আসে যে আন অফিসিয়াল ফোন কিনব নাকি অফিসিয়াল ফোন কিনব, আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায় আছে কি ইত্যাদি। এই আর্টিক্যাল এর মাধ্যমে আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায় এ ছাড়াও আনঅফিসিয়াল ফোন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।
আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায়
অফিসিয়াল ফর অফিসিয়াল করার উপায় সম্পর্কে যারা অবগত নন তারা এই পোস্টটির মাধ্যমে খুব সহজেই এ বিষয়ে জেনে নিতে পারবেন। প্রিয় পাঠক চলুন তাহলে আর দেরি না করে আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সূচিপত্রঃ আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায় সম্পর্কে জেনে নিন

  • আনঅফিসিয়াল ফোন কি
  • আনঅফিসিয়াল ফোন কিনলে কি সমস্যা হয়
  • অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোনের পার্থক্য
  • আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায়
  • আনঅফিসিয়াল ফোন চেনার উপায়
  • শেষ কথাঃ আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায়

আনঅফিসিয়াল ফোন কি

কালঅফিসিয়াল ফোন বলতে যে সকল ফোনগুলি সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাজারে তোলা হয় সে সকল ফোনকে বোঝায়। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের দুইটি আইএমইআই নাম্বার থাকে। যে ফোনগুলো সরকারের ট্যাক্স দিয়ে দেশের বাজারে তোলা হয় সে সকল ভুলগুলোর আইএমইআই নাম্বার সরকারের ডাটাবেজে সংরক্ষিত থাকে এবং সেই সকল ফোনগুলো হচ্ছে অফিশিয়াল ফোন।


আর যে ফোনগুলোকে সরকারের টেক্স ফাঁকি দিয়ে দেশে নিয়ে এসে বাজারজাতকরণ করা হয় ওই সকল ফোনের আইএমইআই নম্বর সরকারের ডাটাবেজে সংরক্ষিত থাকে না এই সকল ফোনগুলোকেই আনঅফিসিয়াল ফোন বলা হয়ে থাকে। অফিসিয়াল ফোনের তুলনায় এমন অফিসিয়াল ফোন দাম গুলোর দাম কম হয়ে থাকে।

আনঅফিসিয়াল ফোন কিনলে কি সমস্যা হয়

অফিসিয়াল ফোন গুলোর তুলনায় আনঅফিসিয়াল ফোনগুলোর যেহেতু দাম কম হয়ে থাকে এ কারণে অনেকে আনঅফিসিয়াল ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আনঅফিসিয়াল ফোন কেনার আগে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে জেনে কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। আনঅফিসিয়াল ফোন কিনলে যে সকল সমস্যা হয় তা নিচে উল্লেখ করা হলোঃ

  • প্রথমত আপনি আপনার ফোনের কোন ধরনের লিখিত মালিকানা পাবেন না।
  • আনঅফিসিয়াল ফোনগুলোতে কোন ধরনের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না।
  • আপনি আনঅফিসিয়াল ফোনটি কিনছেন ওই ফোনটি আসল না হয়ে ক্লোন ও হতে পারে।
  • আনঅফিসিয়াল ফোন চুরি হয়ে গেলে আপনি ফোনটি ট্র্যাক করার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারবেন না। কারণ এটি অবৈধ ফোন।
  • আপনি যদি আনঅফিসিয়াল চাইনিজ ভার্সন এর ফোন চিনে থাকেন সেক্ষেত্রে আপনার ফোনে গুগলের কোন ধরনের সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
  • অফিসিয়াল ফোনগুলোতে যেমন নিয়মিত সফটওয়্যার আপডেট আসে আনঅফিসিয়াল ফোনে আপনি কোন ধরনের আপডেট ব্যবহার করতে পারবেন না।
  • আপনার ক্রয়কৃত আনঅফিসিয়াল ফোনটি পূর্বে ব্যবহৃত হয়েছে কিনা এ বিষয়ে বোঝা মুশকিল।
  • আনঅফিসিয়াল ফোনটি যদি দেশের বাইরের হয় সেক্ষেত্রে আপনার কান্ট্রি সাপোর্ট নাও নিতে পারে।

অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোনের পার্থক্য

আনঅফিসিয়াল আর অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি তা অনেকে না জানার কারণে কম দামে আনঅফিশিয়াল ফোন ক্রয় করে পরবর্তীতে ভোগান্তি পোহায়। আনঅফিসিয়াল আর অফিসিয়াল ফোনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলুন তাহলে পার্থক্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

  • অফিসিয়াল ফোন গুলোর দাম আর অফিসিয়াল ফোন গুলোর তুলনায় বেশি হয়ে থাকে। অন্যদিকে আলঅফিসিয়াল কোনগুলোর দাম অফিসিয়াল ফোন গুলোর তুলনায় কম হয়ে থাকে।
  • অফিশিয়াল ফোন ক্রয় করলে আপনি লিখিত মালিকানা পাবেন কিন্তু আন অফিসিয়াল ফোন ক্রয় করলে লিখতে হবে ফোনের কোন ধরনের মালিকানা পাবেন না।
  • অফিসিয়াল ফোন ফোন ক্রয় করার পর আপনি নির্দিষ্ট সময়ের জন্য ফোনে অফিশিয়াল ওয়ারেন্টি এবং সার্ভিস পেয়ে যাবেন কিন্তু আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে কোন ধরনের অফিসিয়াল ওয়ারেন্টি বা সার্ভিস পাবেন না।
  • অফিসিয়াল ফোন আপনি পুরোপুরি ইনটেক এবং অরিজিনাল পাবেন। আনঅফিসিয়াল ফোন অরিজিনাল পাওয়া মুশকিল।
  • অফিসিয়াল ফোন যদি হারিয়ে বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে খুব সহজে আপনি ফোনটিকে ট্র্যাক করে ফিরে পেতে পারেন। আর অফিসিয়াল ফোন হারিয়ে গেলে সহজে খুজে পাবেন না এছাড়াও আন অফিসিয়াল ফোন অবৈধ আইনি ব্যবস্থা নিতে গেলেও জটিলতায় পড়তে হবে।
  • অফিসিয়াল ফোনগুলোতে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট এসে থাকে।আনোফিশিয়াল ফোনগুলোতে এমন কোন ধরনের সফটওয়্যার আপডেট পাবেন না।

আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায়

আপনাদের অনেকেরই মনে এ প্রশ্ন থাকতে পারে যে আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করা যায়। এর উত্তর হচ্ছে হ্যাঁ। ধরুন আপনি বাইরের দেশে বেড়াতে গেলেন এবং ওইখান থেকে যদি আপনি ফোন কিনে নিয়ে আসতে চান এক্ষেত্রে দুইটি ফোন নিয়ে দেশে আসতে পারবেন এতে কোন ধরনের ট্যাক্স প্রদান করার প্রয়োজন হবে না।


তবে আপনি যদি দুইটার বেশি ফোন নিয়ে আসতে চান সে ক্ষেত্রে ট্যাক্স প্রদান করার পর ফোনগুলো দেশে আনতে পারবেন। এছাড়াও ধরল আপনাকে বাইরের দেশ থেকে কেউ ফোন গিফট করলো। যে সকল ফোনগুলো আপনি আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল করতে পারবেন। চলুন তাহলে আনঅফিসিয়াল ফোন অফিশিয়াল করার উপায় সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ

  • প্রথমে আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করে http://neir.btrc.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন আপনি সরাসরি লিংকটিতে ক্লিক করেও প্রবেশ করতে পারবেন।
  • ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটি ইন্টারফেস পাবেন এখানে নিবন্ধন করুন নামের বাটনটিতে ক্লিক করে দিন।
  • ক্লিক করার পর ওয়েবসাইটটিতে নিবন্ধন করার একটি ইন্টারফেস আসবে এখানে আপনার নাম, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সেট করে সাবমিট করে দিন।
  • সাবমিট করার পর আপনার ফোনে কি ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে ভ্যালিডেট বাটনটিতে ক্লিক করে দিন।
  • এরপর লগইন ইন্টারফেস এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর এখানে আইএমইআই যাচাই করুন এবং বিশেষ নিবন্ধন নামের দুইটি অপশন পেয়ে যাবে।
  • এখান থেকে বিশেষ নিবন্ধন বাটনটিতে ক্লিক করে দিন। ক্লিক করার পর একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি দিয়ে দিন, এরপর এর নিজের সংযুক্তির ধরন নামের একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার পাসপোর্ট কপি/ ট্যাক্স প্রদান রশিদ/ উপহার প্রাপ্তি রশি সিলেক্ট করে দিন।
  • অর্থাৎ আপনি যদি ব্যবহারের জন্য বিদেশ থেকে দুইটি ফোন নিয়ে আসেন তাহলে এখানে পাসপোর্ট সিলেক্ট করবেন। দুইটি অধিক ফোন নিয়ে আসলে আপনার ট্যাক্স প্রদান কৃত রশিদ সিলেক্ট করে দেবেন। আপনাকে যদি বিদেশ থেকে কেউ ফোন পাঠায় বা গিফট করে সেক্ষেত্রে এখানে উপহার প্রাপ্তি রশিদ সিলেক্ট করে দেবেন।
  • এরপর সংযুক্তির Choose File এ ক্লিক করে এখান থেকে আপনার পাসপোর্ট/ ট্যাক্স কপি/ উপহার প্রাপ্তি রশিদ। আপনার ফোন আনায়ন ধরন অনুসারে যেকোনো একটির স্ক্যান কপি এখানে যুক্ত করে দিন।এবং নিচে থাকা জমা দিন বাটনটিতে ক্লিক করুন।
  • জমা দিন বাটনটিতে ক্লিক করার পর আপনার দেওয়া সকল তত্ত্ব এখানে সাবমিট হয়ে যাবে। বিটিআরসি আপনার সাবমিট করা তথ্য যাচাই করে দেখার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ফোনের আইএমইআই নম্বরটি বিটিআরসি এর এটা বেজে যুক্ত করে দেবে।

আনঅফিসিয়াল ফোন চেনার উপায়

আনঅফিসিয়াল ফোন চেনার বিভিন্ন উপায় রয়েছে। আমি আপনাদের মাঝে অন অফিসিয়াল ফোন চেনার সবথেকে সহজ উপায়টি তুলে ধরার চেষ্টা করেছি। যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল তা নিজে নিজেই যাচাই করে নিতে পারেন।

আনঅফিসিয়াল ফোন যাচাই করতে আপনার স্মার্টফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করে ntir লিখে সার্চ করুন অথবা http://neir.btrc.gov.bd/ এই লিংকে ক্লিক করেও সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন।

ওয়েবসাইটটি তে প্রবেশ করার যদি ওয়েব সাইটটিতে আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে লগইন করুন আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে নিবন্ধনে ক্লিক করে আপনার ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন করে নিন এরপর লগইন করুন।


ওয়েবসাইটটিতে লগইন করার পর একটি ইন্টারফেস আসবে ওইখানে আই এম ই আই যাচাই করুন এবং বিশেষ নিবন্ধন নামের দুইটি অপশন পেয়ে যাবেন। অফিসিয়াল ফোন যাচাই করতে আই এম ই আই যাচাই লেখাটিতে করুন।

আইএমইআই লেখাটিতে ক্লিক করলে আইএমইআই নাম্বার দেওয়ার একটি ইন্টারফেস দেখাবে ওইখানে আপনি যে ফোনটি যাচাই করতে চাচ্ছেন ওই ফোনের আইএমইআই নম্বরটি বসিয়ে দিন এরপর Check বাটনটিতে ক্লিক করুন।

Check বাটনটিতে ক্লিক করার পর আপনার ফোনটি যদি অফিসিয়াল হয় তাহলে হ্যান্ডসেটটির IMEI নাম্বার BTRC ডাটাবেজে পাওয়া গিয়েছে এই লেখাটি দেখাবে আর যদি আপনার ফোনটি আনঅফিসিয়াল হয় তাহলে হ্যান্ডসেটটির IMEI নাম্বার BTRC ডাটাবেজে পাওয়া যায়নি এই লেখাটি দেখাবে। এভাবেই খুব সহজেই আপনি আনঅফিসিয়াল এবং অফিশিয়াল ফোন চেক করে নিতে পারবেন।

শেষ কথাঃ আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায়

প্রিয় পাঠক আমরা এতক্ষন আলোচনা করলাম আন অফিসিয়াল এবং অফিশিয়াল ফোনের বিভিন্ন বিষয় সম্পর্কে। আশা করি এই আর্টিকালের মাধ্যমে আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার উপায় সহ বিভিন্ন অজানা তথ্য জানতে পেরেছেন।

পরিশেষে এটাই বলব যে যদি ফোন কিনতে হয় সে ক্ষেত্রে আন অফিসিয়াল ফোন না কিনে অফিসিয়াল ফোন ক্রয় করুন।কেননা আপনি যদি দেশের ভেতরে আনঅফিসিয়াল ফোন ক্রয় করেন সে ক্ষেত্রে এ ফোনের পরবর্তীতে রেজিস্ট্রেশন করার কোন সুযোগ নেই।


তবে আপনি যদি বিদেশ থেকে ফোন নিয়ে আসে অথবা কেউ পাঠায় তাহলে এটি রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন আর্টিকেলে। এ ধরনের বিভিন্ন আর্টিকেল পড়তে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url