কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩

আপনি কি কম দামে ভালো ক্যামেরা ফোন খুঁজছেন। আমরা আপনাদের জন্য বাছাই করে করে কম দামে ভালো ক্যামেরা ফোন গুলো তালিকাভুক্ত করেছি। আপনি যদি কম দামে ভালো ক্যামেরা ফোন খুঁজে থাকেন অথবা এর বিষয়ে জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
কম দামে ভালো ক্যামেরা ফোন
প্রিয় পাঠক এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কম দামে ভালো ক্যামেরা ফোন সম্পর্কে আলোচনা সহ আরো অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে কম দামে ভালো ক্যামেরা ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সূচিপত্রঃ কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩

কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ঃ ভূমিকা

বর্তমানে সময়ে মোবাইল ফোন ছাড়া আমরা অচল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের মোবাইল ফোনের প্রয়োজন হয়। মোবাইল ফোন নির্বাচনের ক্ষেত্রে কেউ চায় ভালো গেমিং ফোন আবার কেউ কেউ চাই ভালো ক্যামেরা ফোন। বর্তমান মোবাইল বাজারে বিভিন্ন ধরনের ফোন রয়েছে তবে আমাদের মধ্যে অনেকেরই মিড বাজেটের ফোনগুলো বেশি ক্রয় করে থাকে।

আমরা কোন জায়গাতে ঘুরতে গেলে অথবা নিজেদের ভালো মুহূর্তের ছবি বা ভিডিও মোবাইলের মাধ্যমে ধারণ করে থাকি।এক্ষেত্রে আমাদের মোবাইল ফোনে ভালো একটি ক্যামেরা থাকা খুবই প্রয়োজন। তবে এখন কথা হচ্ছে কম দামে ভালো ক্যামেরা ফোন কোনগুলো। বর্তমান মোবাইল বাজারে বিভিন্ন বাজেটের ফোন রয়েছে এর মধ্যে কম দামে ক্যামেরা তে কোনটি সেরা তা নিয়ে আমাদের এই আর্টিকেল।
আমরা আপনাদের জন্য এমন কিছু কিছু কম দামের মধ্যে ভালো ক্যামেরা ফোন বাছাই করেছি যার মধ্যে ক্যামেরা সহ, ফোনের লুক, ব্যাটারি এছাড়াও পারফরম্যান্সের দিক দিয়ে ওভারঅল বাজেটের মধ্যে ভালো ফোন গুলো তালিকাভুক্ত করেছি।

কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ঃ Tecno Spark 10 pro

আপনার বাজেট যদি ১৫ হাজার বা এর থেকে একটু বেশি হয়ে থাকে তাহলে আপনি Tecno Spark 10 pro ফোনটি নিতে পারেন। এই ফোনটিতে মেইন ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং এর সাথে ২ মেগাপিক্সেলের একটি PDAF সেন্সর রয়েছে। এই ফোনের ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি তে ছবির কোয়ালিটি বেশ ভালই দেখা যায় এছাড়াও ছবিতে ভালো ধরনের ডিটেল এবং শার্পনেস দেখা যায়।

অন্যান্য ১৫ হাজার টাকার বাজেটের ফোন গুলো ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে এই ফোনটি ক্যামেরাতে একটু হলেও এগিয়ে থাকবে। আপনার বাজে যদি ১৫ হাজার বা এর থেকে একটু বেশি হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো চয়েস হতে পারে।

Tecno Spark 10 pro ফোনটির আরও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিমঃ Dual Nano SIM
  • ডিসপ্লে সাইজঃ 6.8 inches
  • রেজুলেশনঃ Full HD+ 1080 x 2460 Pixels
  • রিফ্রেশ রেটঃ 90Hz
  • ব্যাক ক্যামেরাঃ 50 Megapixel
  • ফন্ট ক্যামেরাঃ 32 Megapixel
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • অপারেটিং সিস্টেমঃ Android 13 (HiOS 12.6)
  • চিপসেটঃ Mediatek Helio G88 (12 nm)
  • প্রসেসরঃ Octa-core up to 2.0 GHz
  • র‍্যামঃ 4/8 GB
  • রোমঃ 128 GB
  • ব্যাটারিঃ Lithium-Polymer 5000 mAh
  • চার্জিংঃ 18W Fast Charging
  • ইউএসবিঃ USB Type-C
  • ফিঙ্গারপ্রিন্টঃ Side-mounted
  • অফিসিয়াল মূল্যঃ 15,690 4/128 GB এবং 17,990 8/128

কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ঃ Motorola Moto G31

যাদের বাজেট ২০,০০০ টাকা তাদের জন্য ক্যামেরা ফোন হিসেবে Motorola Moto G31 বেশ ভালই। যারা ফোন দিয়ে ফটোগ্রাফি করতে চান তাদের কাছে ফোনটি ভালো লেগে যাবে এর প্রধান কারণ হচ্ছে এই ফোনটি ন্যাচারাল ইমেজ দিতে সক্ষম।

যারা ছবিতে ওভার লাইটিং, ওভার কালার পছন্দ করেন না তাদের ক্ষেত্রে ন্যাচারাল ক্যামেরা ফোন পারফেক্ট। প্রোপার লাইটে এই ফোনের ছবির ডিটেইলিং বেশ ভালই পেয়ে যাবেন। যারা ন্যাচারাল টোন এ ছবি পছন্দ করেন তারা Motorola Moto G31 ফোনটি দেখতে পারেন।

Motorola Moto G31 ফোনটির আরও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিমঃ Hybrid Dual Nano SIM
  • ডিসপ্লে সাইজঃ 6.4 inches AMOLED Touchscreen
  • রেজুলেশনঃ Full HD+ 1080 x 2460 Pixels (411 ppi)
  • ব্যাক ক্যামেরাঃ 50+8+2 Megapixel
  • ফন্ট ক্যামেরাঃ 13 Megapixel
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • অপারেটিং সিস্টেমঃ Android 11
  • চিপসেটঃ Mediatek Helio G85 (12 nm)
  • প্রসেসরঃ Octa-core up to 2.0 GHz
  • র‍্যামঃ 4/6 GB
  • রোমঃ 64/128 GB
  • ব্যাটারিঃ Lithium-Polymer 5000 mAh
  • চার্জিংঃ 20W Fast Charging
  • ইউএসবিঃ USB Type-C
  • ফিঙ্গারপ্রিন্টঃ Side-mounted
  • অফিসিয়াল মূল্যঃ 19,999 4/64 GB এবং 19,990 6/128

কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ঃ Samsung Galaxy F23

যাদের বাজেট ২০ থেকে ২৫ হাজারের মধ্যে তারা Samsung Galaxy F23 ফোনটি দেখতে পারেন। এ ফোনটা শুধু ক্যামেরার জন্য নয় ক্যামেরা সহ গেমিং এর জন্যও ফোনটা অনেক ভালো। এই ফোনের মেইন ক্যামেরাটি হচ্ছে ৫০ মেগাপিক্সেল যা ডিলাইট কন্ডিশনে ভালো সার্পনেস ডিটেল ধরে রাখা সহ স্যামসাংয়ের যে কালার টোন ওইটাও ছবির মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তুলে।
ফোনটি দিয়ে তোলা ছবি জুম করলেও খুব একটা ফাটে না। ফোনটি লাইট মোডেও বেশ ভালো পারফর্ম করে। এই ফোনে থাকা ফন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের হওয়ার শর্তেও বেশ বেশ ভালো ইমেজ কোয়ালিটি প্রদান করে। তাই যারা ক্যামেরা এবং পারফরম্যান্সের দিক দিয়ে ওভারঅল ভালো একটি ফোন খুঁজছেন তাদের জন্য নিঃসন্দেহে Samsung Galaxy F23 ফোনটি ভালো চয়েস হতে পারে।

Samsung Galaxy F23 ফোনটির আরও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G,5G
  • সিমঃ Dual Nano SIM
  • ডিসপ্লে সাইজঃ 6.6 inches LCD capactitive touchscreen, 16M colors
  • রেজুলেশনঃ 1080 x 2408 Pixels, 20:9 ratio (~400 ppi densiy)
  • রিফ্রেশ রেটঃ 120Hz
  • ব্যাক ক্যামেরাঃ 50+8+2 Megapixel
  • ফন্ট ক্যামেরাঃ 8 Megapixel
  • ভিডিও রেকর্ডিংঃ (1080p) 30fps
  • অপারেটিং সিস্টেমঃ Android 12 (One UI 4.1)
  • চিপসেটঃ Qualcomm SM7225 Snapdragon 750G (8 nm)
  • প্রসেসরঃ Octa-core (2x2.2 GHz Kryo 570 & 6x.1.8 GHz kryo 570)
  • র‍্যামঃ 4/8 GB
  • রোমঃ 128 GB
  • ব্যাটারিঃ Lithium-Polymer 5000 mAh
  • চার্জিংঃ 25W Fast Charging
  • ইউএসবিঃ USB Type-C 2.0
  • ফিঙ্গারপ্রিন্টঃ Side-mounted
  • অফিসিয়াল মূল্যঃ 33,499 6/128 GB এবং আনঅফিসিয়াল মূল্য 22,000 6/128

কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ঃ Realme C55

বাজেটের মধ্যে ভালো ক্যামেরা এবং ভালো লুকের ক্ষেত্রে আপনার পছন্দের ফোনগুলোর মধ্যে Realme C55 একটি হতে পারে। এই ফোনটিতে মেইন ক্যামেরার রয়েছে ৬৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের একটি DEPTH সেন্সর রয়েছে। ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো ইমেজ বিচার করাতে সক্ষম।

এ ফোনের ছবির ডিটেল এর পরিমাণও খুব ভালো। এছাড়াও ডায়নামিক রেঞ্জও এই বাজেট অনুযায়ী ভালো বললেই চলে। তাই যারা ক্যামেরার পাশাপাশি লুকিং এর দিক দিয়ে ২০ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি সেরা হতে পারে।

Realme C55 ফোনটির আরও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিমঃ Dual Nano SIM
  • ডিসপ্লে সাইজঃ 6.72 inches IPS LCD Touchscreen
  • রেজুলেশনঃ Full HD+ 1080 x 2400 Pixels (392 ppi)
  • রিফ্রেশরেটঃ 90Hz
  • ব্যাক ক্যামেরাঃ 64+2 Megapixel
  • ফন্ট ক্যামেরাঃ 8 Megapixel
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • অপারেটিং সিস্টেমঃ Android 13 (Realme UI 4.0)
  • চিপসেটঃ Mediatek Helio G88 (12 nm)
  • প্রসেসরঃ Octa-core up to 2.0 GHz
  • র‍্যামঃ 4/6/8 GB
  • রোমঃ 64/128/256 GB
  • ব্যাটারিঃ Lithium-Polymer 5000 mAh
  • চার্জিংঃ 33W Fast Charging
  • ইউএসবিঃ USB Type-C
  • ফিঙ্গারপ্রিন্টঃ Side-mounted
  • অফিসিয়াল মূল্যঃ 20,999 6/128 GB এবং 23,990 8/256

কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ঃ Xiaomi Redmi 11 Prime

যদি আপনার বাজেট ১৫ হাজারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আনঅফিসিয়াল ভাবে চয়েস হতে পারে Xiaomi Redmi 11 Prime ফোনটি। এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের DEPTH সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্র।

এই বাজেটের ফোন গুলির সাথে এই ফোনটির কম্পেয়ার করতে গেলে একটু হলেও ক্যামেরাতে বেটার রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। প্রপার লাইটে ফোনটি বেশ ভালই ইমেজ কোয়ালিটি এবং কালার দিতে সক্ষম এবং লোলাইটে তোলা ছবি কিছুটা সফট হয়ে যায়। নাইট মোডেও এ ফোনটি থেকে বেশ ভালো ছবি তুলতে পারবেন।

Xiaomi Redmi 11 Prime ফোনটির আরও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিমঃ Dual Nano SIM
  • ডিসপ্লে সাইজঃ 6.58 inches IPS LCD Capactive Touchscreen, 16M Colors
  • রেজুলেশনঃ 1080 x 2408 Pixels, 20.9 ratio (~401 ppi density)
  • প্রটেকশনঃ Corning Gorilla Glass 3
  • রিফ্রেশরেটঃ 90Hz
  • ব্যাক ক্যামেরাঃ 50+2+2 Megapixel
  • ফন্ট ক্যামেরাঃ 8 Megapixel
  • ভিডিও রেকর্ডিংঃ (1080p) 30fps
  • অপারেটিং সিস্টেমঃ Android 12 (MIUI 13)
  • চিপসেটঃ Mediatek Helio G99 (6 nm)
  • প্রসেসরঃ Octa-core (2x2.0 GHz GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55)
  • র‍্যামঃ 4/6 GB
  • রোমঃ 64/128 GB
  • ব্যাটারিঃ Lithium-Polymer 5000 mAh
  • চার্জিংঃ 18W Fast Charging
  • ইউএসবিঃ USB Type-C 2.0
  • ফিঙ্গারপ্রিন্টঃ Side-mounted
  • আন অফিসিয়াল মূল্যঃ 13,500 4/64 GB এবং 15,500 6/128

শেষ কথা

প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩ এবং ফোনগুলি সম্পর্কে সমস্ত ডিটেইল দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই আর্টিকালের মাধ্যমে কম দামে ভালো ক্যামেরা ফোন সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url