জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম - জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
আপনি কি আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন করতে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনার অবশ্যই
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। আপনি যদি জন্ম
নিবন্ধন অনলাইন করার নিয়ম, জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সম্পর্কে না জেনে থাকেন
সেক্ষেত্রে এই পোষ্টের মাধ্যমে খুব সহজেই তা জেনে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম এবং জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সহ বিভিন্ন তথ্য
জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন। চলুন তাহলে আর দেরি না
করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম - জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
ভূমিকাঃ জন্ম নিবন্ধন অনলাইন করতে কি কি লাগে
একটি শিশু জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোকেই জন্ম নিবন্ধন বলা হয়ে
থাকে। জন্ম নিবন্ধন শিশুসহ বয়স্ক পর্যন্ত সকল ব্যক্তিরই একটি অধিকার। জন্ম
নিবন্ধনের মাধ্যমে একটি শিশু যে নাম লাভ করে ওই নামেই সে পরিচিত হয়। জন্ম এবং
মৃত্যু সনদ অত্যাবশ্যকীয় করার লক্ষ্যে সরকার ২০০৪ সালের নতুন করে জন্ম ও
মৃত্যু সনদ নিবন্ধন আইন প্রণয়ন করে।
যেহেতু জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্ব লাভ করে সেক্ষেত্রে
জন্ম নিবন্ধন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।অনেকেই জন্ম
নিবন্ধন অনলাইন করতে চান কিন্তু জন্ম নিবন্ধন অনলাইন করতে কি কি লাগে এ
সম্পর্কে অবগত না থাকার কারণে জন্ম নিবন্ধন অনলাইন করতে পারেন না। জন্ম নিবন্ধন
অনলাইন করতে কি কি লাগে এ সম্পর্কে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
জন্ম নিবন্ধন অনলাইন করার ক্ষেত্রে বয়স হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্টের
প্রয়োজন হয়। ০-৪৫ দিন বয়সের কোন শিশুর যদি জন্ম নিবন্ধন অনলাইন করতে চান সে
ক্ষেত্রে প্রয়োজন হবে জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট
চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত
সনদের সত্যায়িত অনলিপি অথবা বার্থ এটেন্ডেন্ট এর প্রত্যয়ন।
নিবন্ধনাধীন ব্যক্তির বয়স যদি ৪৫ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে
সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য প্রয়োজন হবে পি আই টিকা কার্ডের
ফটোকপি।
নিবন্ধনাধীন ব্যক্তির বয়স যদি পাঁচ বছরের উর্ধ্বে হয়ে থাকে সেক্ষেত্রে জন্ম
নিবন্ধন অনলাইন করার জন্য প্রয়োজন হবে প্রাথমিক শিক্ষা সমাপনী অথবা জুনিয়র
স্কুল সার্টিফিকেট এর ফটোকপি এছাড়াও খবর কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
অনুরূপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র এর ফটোকপিও দিতে পারেন।
নিবন্ধনাধীন ব্যক্তির জন্ম নিবন্ধন অনলাইন করার ক্ষেত্রে আরও অন্যান্য যে
ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে পিতা মাতার জন্ম নিবন্ধন সনদের বাংলা
ও ইংরেজি কপি বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং কর পরিষদের প্রমাণপত্র।
জন্ম নিবন্ধন অনলাইন করতে এই সকল ডকুমেন্ট আপনাকে অবশ্যই দেওয়া লাগবে তাহলে
আপনি জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন না।
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
বর্তমান সময়ে অনেক কিছুতেই অনলাইন জন্ম নিবন্ধনের প্রয়োজন হচ্ছে। যারা
অনলাইনে জন্ম নিবন্ধন করতে চান তাদের অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
সম্পর্কে জেনে রাখা জরুরী। কারণ জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সঠিকভাবে না
জানা থাকলে জন্ম নিবন্ধন দিয়ে সঠিকভাবে অনলাইন করতে পারবেন না চলুন তাহলে জন্ম
নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
জন্ম নিবন্ধন অনলাইন করতে প্রথমে https://bdris.gov.bd/br/application এই লিংকটিতে প্রবেশ করুন। অথবা আপনি এই লিংকটি কপি করে আপনার মোবাইল বা
কম্পিউটারের যেকোনো ব্রাউজারে পেস্ট করেও সরাসরি জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
করার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।
আরও পড়ুনঃ মানসিক রোগ থেকে মুক্তির উপায়
লিংকটি ওপেন করার পর জন্ম নিবন্ধন এর জন্য আবেদন নামের একটি পেজ ওপেন হবে তারপর
আপনি যে ঠিকানায় জন্ম নিবন্ধনটি আবেদন করতে চান সেখান থেকে স্থানটি সিলেক্ট
করে নেবেন। আমি আপনাকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করার রিকমেন্ড করছি। তারপর
সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করুন।
এরপর আপনার কাছে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি নামের একটি পেজ আসবে এখানে আপনার
নামের প্রথম অংশ বাংলায় ও ইংরেজিতে এবং নামের শেষ অংশ বাংলায় ও ইংরেজিতে
দিয়ে দিতে হবে। এছাড়াও জন্ম তারিখ, পিতা-মাতার কততম সন্তান, লিঙ্গ , দেশ,
বিভাগ, ডাকঘর, ওয়ার্ড নম্বর, বাসা বা সড়কের নম্বর ইত্যাদি যত ধরনের ডিটেলস
এবং ডকুমেন্ট চাইবে সমস্ত কিছু নির্ভুল ভাবে দিয়ে দিবেন এবং পরবর্তীতে ক্লিক
করবেন।
তারপর পিতা মাতার কিছু তথ্য চাইবে যেমন পিতা-মাতা নিবন্ধন নম্বর, পিতা-মাতার
নাম বাংলায় এবং ইংরেজিতে, পিতা মাতার জন্মতারিখ, জাতীয় পরিচয় পত্রের নম্বর,
জাতীয়তা ইত্যাদি সকল ডিটেলস ভালোভাবে দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন।
তারপর আপনার কাছে স্থায়ী ঠিকানার একটি পেজ ওপেন হবে ওইখানে দেশ, বিভাগ, ডাকঘর,
গ্রাম, বাসা ও সড়ক নম্বর ইত্যাদি ডিটেলস চাইবে আপনার যদি জন্মস্থানের ঠিকানা
এবং স্থানীয় ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে উপরে জন্মস্থানের ঠিকানা ও
স্থানীয় ঠিকানা একই নামের একটি পপাআপ দেওয়া থাকবে ওইখানে টিক মার্ক দিয়ে
দিবেন। তাহলে আপনার আগের যে স্থায়ী ঠিকানা দিয়েছিলেন ওইগুলো অটোমেটিক চলে
আসবে। সবকিছু পূরণ করার পর পরবর্তীতে ক্লিক করুন।
এরপর আপনার কাছে আবেদনকারীর প্রত্যয়ন নামের একটি ইন্টারফেস চলে আসবে এখানে
আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক, জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয় পত্রের
নম্বর থাকলে দেবেন, আবেদনকারীর নাম ইত্যাদি দিয়ে দিবেন।
তারপর আপনি যে ডকুমেন্টের ভিত্তিতে আপনার জন্ম নিবন্ধনটি আবেদন করতে চাচ্ছেন ওই
ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন। যেমন কর পরিষদের প্রমাণপত্র স্কুলের
সার্টিফিকেট ইত্যাদি। যে দুইটি ডকুমেন্ট আপনার কাছে যাওয়া হবে ওইগুলো আপলোড
করা সম্পন্ন হলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার কাছে আপনার জন্ম নিবন্ধনের দেওয়া সমস্ত
তথ্যাবলী চলে আসবে আপনি এখানে ভালো করে দেখে নিবেন যে সবকিছু ঠিকভাবে দেওয়া
আছে কিনা যদি কোন কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে পূর্ববর্তী পেইজ এ
যেয়ে তা সংশোধন করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে আপনার ইমেল
অ্যাড্রেস থাকলে দিয়ে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার ফোন নম্বরটি ফোন
নম্বর দেওয়ার বক্সে দিয়ে দিন।
আরও পড়ুনঃ কম দামে ভালো dslr ক্যামেরা
ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর ওটিপি পাঠান নামের একটি অপশন আসবে ওইখানে ক্লিক
করুন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ফোন নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি টি লিখে
সাবমিট বাটনে ক্লিক করুন তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন আবেদনটি সাবমিট হয়ে
যাবে।
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন টি সাবমিট করার পর নিচে প্রিন্ট অপশন আসবে এখান থেকে
প্রিন্ট করে নিন। আপনি যখন সংশ্লিষ্ট কার্যালয় এটি জমা দিতে যাবেন তখন আপনার
এই প্রিন্ট হবে।
পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
প্রিয় পাঠক এতক্ষণ আমরা জানলাম জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্বন্ধে তবে
আপনার জন্ম নিবন্ধন যদি করা থাকে এবং আপনি যদি সেই জন্ম নিবন্ধনটিকে অনলাইন
করতে চান তাহলে যেভাবে করবেন চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
- পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করতে প্রথমে https://bdris.gov.bd/br/reprint/add এই লিংটিতে প্রবেশ করুন।
- লিংকে প্রবেশ করার পর আপনার কাছে একটি ইন্টারফেস আসবে এখানে আপনার জন্ম নিবন্ধনের নম্বর এবং উনার জন্ম তারিখ দিয়ে দেবেন এরপর সার্চ বাটনে ক্লিক করবেন।
- সার্চ বাটনে ক্লিক করার পর যে জন্ম নিবন্ধনটি আপনি অনলাইন করতে চাচ্ছেন ওইটি নিচে শো করবে তার পাশে একটি সিলেক্ট বাটন থাকবে ওই সিলেট বাটনটিতে ক্লিক করে কনফার্ম করুন।
- তারপর একটি ফর্ম ওপেন হবে ফর্মটি তে যা যা ডিটেলস চাইবে সবকিছু ফিলাপ করে দেবেন। সবকিছু ফিলাপ করা হয়ে গেলে সাবমিট বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস আসবে যেটিতে অ্যাপ্লিকেশন সাবমিট কনফার্ম শো করবে এবং একটি তারিখ দেখাবে।
আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিতে পারেন। নির্দিষ্ট তারিখের পর আপনি
আপনার পৌরসভার কার্যালয়, ইউনিয়ন পরিষদ যেটির আওতাধীনে আপনি বসবাস করেন
ওখানকার কার্যালয়ে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে আপনার জন্ম নিবন্ধনের
অনলাইন কপিটি সংগ্রহ করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই ওয়েবসাইটের আপডেট সংক্রান্ত কিছু কারণের জন্য বিভিন্ন
অপশন বন্ধ আছে খুব শীঘ্রই এটি আবার চালু হয়ে যাবে।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা সেটি আপনি আপনার স্মার্টফোন বা
কম্পিউটার দিয়ে খুব সহজেই যাচাই করে নিতে পারেন। জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে প্রথমে আপনি https://everify.bdris.gov.bd/ এই লিংকটিতে প্রবেশ করুন।
এই লিংকটিতে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার
বার্থ রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ জন্ম নিবন্ধন এর যে নম্বরটি রয়েছে ওই নম্বর
এবং জন্ম তারিখটি দিয়ে দিতে হবে।
ঠিকভাবে সবকিছু দেওয়ার পর। নিচে একটি ক্যাপচা দেওয়া থাকবে ওই ক্যাপচাটির
ফলাফল আপনি নিচে বসিয়ে দিন এবং সার্চ বাটনটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধনের সমস্ত ইনফরমেশন যদি চলে আসে সেক্ষেত্রে
বুঝবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে। আর যদি কোন ইনফরমেশন না দেখা
যায় তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা নেই।
জন্ম নিবন্ধন অনলাইন সংশোধন
আপনার জন্ম নিবন্ধনে যদি কোন ভুল থেকে থাকে সে ক্ষেত্রে আপনি সহজেই আপনার আপনার
জন্ম নিবন্ধনটি অনলাইনে সংশোধন করেন নিতে পারেন। জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন
করতে bdris.gov.bd এই লিংকেতে
ক্লিক করুন।
ক্লিক করার পর লগইনের নিচে থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর বিভিন্ন অপশন
দেখাবে যেমন হোম, জন্ম নিবন্ধন, আবেদনপত্র পেমেন্ট ইত্যাদি। ওইখান থেকে জন্ম
নিবন্ধন অপশনটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই লেখাটি তে ক্লিক করুন। ক্লিক
করার পর আপনার কাছে একটি ইন্টারফেস আসবে ওইখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং
জন্ম তারিখ দিয়ে অনুসন্ধানে ক্লিক করুন।
তারপর নিবন্ধিত ব্যক্তির বিভিন্ন ইনফরমেশন নিচে দেখাবে এবং সাইডে নির্বাচন করুন
একটি বাটন থাকবে। নির্বাচন করুন বাটনটিতে ক্লিক করে কনফার্ম করুন। এরপর আপনার
কাছে একটি ফর্ম আসবে আপনার দেশ, বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি ইনফরমেশন দিয়ে
পরবর্তী বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল
তারপর আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে ওইখানে আপনি আপনার জন্ম নিবন্ধন এর যে
বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন ওই বিষয়টি দিয়ে দেবেন এবং যা যা ইনফরমেশন চাইবে
তা ঠিকভাবে দিয়ে দেবেন। এবং আপনাকে একটি ফাইল সংযোজন করতে হবে। পেমেন্টের
মাধ্যম ফ্রী আদায় দিয়ে সাবমিট এ ক্লিক করুন।
তারপর সাকসেস লেখা আসবে এবং আবেদনপত্রের নাম্বারটি দেখাবে। এই নম্বরটি আপনি
আপনার খাতায় নোট করে রাখুন আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার স্থানীয় কার্যালয়ে
গিয়ে আপনি এই নম্বরটি দেখালেই আপনার জন্ম নিবন্ধন টি তারা প্রিন্ট করে আপনাকে
দিয়ে দিবে।
বিশেষ দ্রষ্টব্যঃ তারপরে কিছু সমস্যার কারণে bdris.gov.bd এই ওয়েবসাইটের বিভিন্ন অপশনে কাজ করা যাচ্ছে না।
উপসংহারঃ জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
প্রিয় পাঠক আমরা এতক্ষণ আলোচনা করলাম জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম, জন্ম
নিবন্ধন অনলাইন যাচাই, পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন ছাড়াও আরো বিষয়ে। আশা করি
এই আর্টিকেল এর মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে ভালোভাবে
বুঝতে পেরেছেন। কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
আরও পড়ুনঃ প্রতিবেদন লেখার নিয়ম ও নমুনা
আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট নিয়মিত আপলোড করে থাকি। এমন নতুন
নতুন পোস্ট পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। পোস্টটি ভালো লাগলে
পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে
থাকুন। আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url