মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম - ট্রেনের টিকিট কাটার অ্যাপস
আপনি কি ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন। বর্তমানে আপনি খুব সহজেই মোবাইলের
মাধ্যমে ট্রেনের টিকেট কেটে রাখতে পারে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা মোবাইলে
ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানেন না। এই পোষ্টের মাধ্যমে মোবাইলে
ট্রেনের টিকিট কাটার নিয়ম জেনে নিতে পারবেন।
প্রিয় পাঠক মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম, ট্রেনের টিকিট কাটার অ্যাপস,
অনলাইনে ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ
সহকারে সম্পূর্ণ পড়ুন। চলুন তাহলে আর দেরি না করে এই বিষয়ে বিস্তারিত জেনে
নেওয়া যাক।
সূচিপত্রঃ মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম - ট্রেনের টিকিট কাটার অ্যাপস
ভূমিকাঃ ট্রেনের টিকিট কাটার অ্যাপস
আপনারা অনেকেই জানেন ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু হয়েছে। খুব সহজেই
আপনারা ঘরে বসে অ্যাপ এর মাধ্যমে সিট দেখে ট্রেনের টিকিট কাটতে পারবেন। মোবাইল
দেখে খুব সহজেই ট্রেনের টিকিট কাটার অ্যাপসটি হচ্ছে রেল সেবা।
আরও পড়ুনঃ ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাকে আর ট্রেনের টিকিট কাটতে
কষ্ট করে স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই রেল সেবা অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে
খুব সহজেই ট্রেনের সিট দেখে ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন।
মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
মোবাইলে ট্রেনের টিকিট কাটার দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে অ্যাপস এর মাধ্যমে
আরেকটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। পোস্টটি সম্পন্ন করতে থাকুন দুইটি নিয়ম
সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন তাহলে মোবাইলে অ্যাপস এর মাধ্যমে
ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
- মোবাইলে অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটতে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
- অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। যদি আপনার একাউন্ট অলরেডি থেকে থাকে সে ক্ষেত্রে লগইন করলেই হবে।
- অ্যাপটিতে লগইন করার পর একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে From এবং To এ স্টেশন সিলেক্ট করতে হবে।
- আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে যাচ্ছেন ওইটা From এ দিয়ে দেবেন।
- তারপর আপনি যে জায়গাতে যাবেন To এ ক্লিক করে ওই জায়গাটি সিলেক্ট করে দেবেন।
- এরপর Select Class এ ক্লিক করবেন। ট্রেনের টিকিটের যত ধরনের ক্লাস রয়েছে সবগুলো দেখাবে এখান থেকে ক্লাস সিলেক্ট করে নিন।
- তারপর Journy Date এ ক্লিক করে আপনার জার্নির ডেট সিলেক্ট করে নেবেন।
- সবকিছু দেওয়া হয়ে গেলে Search Train এ ক্লিক করুন এরপর আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ট্রেন দেখাবে।
- এরপর কোন ট্রেনটিতে সিট এভেলেবেল রয়েছে ওইটি দেখে নিন। যে ট্রেনটিতে সিট এভেলেবেল থাকবে ওইটিতে ক্লিক করুন।
- এরপর ট্রেনের সিট দেখাবে। আপনি একটি সিট নিলে একটি সিলেক্ট করুন একাধিক নিলে একাধিক সিলেক্ট করতে পারেন।
- সিলেট করার পর নিচের দিকে Continue Purchase বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার কাছে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে Proceed বাটনে ক্লিক করুন।
- ক্লিক করার পরে আপনার কাছে বেশ কয়েকটি পেমেন্ট মেথড চলে আসবে। আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান ওইটি সিলেক্ট করে Proceed to Payment অপশনে ক্লিক করে পেমেন্টটি সম্পন্ন করুন।
- পেমেন্ট করা হয়ে গেলে Congratulation দেখাবে। নিচে থাকা View Ticket এ ক্লিক করে আপনি আপনার টিকিটের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। বিকাশ অ্যাপ
এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করুন। তারপর অ্যাপটিতে
লগইন করুন। লগইন করার পর সাজেশন নামের একটি অপশন পেয়ে যাবেন ওইটিতে ক্লিক করুন।
সাজেশন এ ক্লিক করার পর বাংলাদেশ রেলওয়ে নামের আরেকটি অপশন পেয়ে যাবেন ওইটিতে
ক্লিক করুন।
বাংলাদেশ রেলওয়েতে ক্লিক করার পর একটি ডিসক্রাইবার শো করবে ওইটাতে এগ্রি করে
দিন। এরপর আপনি কোথায় থেকে কোন জায়গায় জার্নি করবেন তা দিয়ে দিন। আপনার
জার্নির ডেট দিয়ে দেন। এরপর ক্লাস সেট করুন। সবকিছু করা হয়ে গেলে সার্চ ট্রেন এ
ক্লিক করুন।যে ট্রেনগুলো অ্যাভেলেবল রয়েছে ওইগুলো শো করবে।
আরও পড়ুনঃ
৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
ওইখান থেকে যে ট্রেনটির সিট ফাঁকা আছে ওইটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর
আপনার নাম্বার আর পাসওয়ার্ড চাইবে। আপনার যদি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে
অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্টের নাম্বার আর পাসওয়ার্ডটি বসিয়ে
দিন। আর যদি একাউন্টটি না থাকে সে ক্ষেত্রে রেজিস্টার এ ক্লিক করে রেজিস্টার করে
নিতে পারেন।
এরপর সিট সিলেক্ট করবেন এবং কন্টিনিউ পারচেস এ ক্লিক করবেন। এরপর আপনার কাছে
পেমেন্ট করার একটি ইন্টারফেস আসবে এখানে পেমেন্টটি সম্পন্ন করবেন। পেমেন্ট সাকসেস
হওয়ার পর আপনার টিকিট কি আপনি পেয়ে যাবেন এখানে ডাউনলোড টিকিটে ক্লিক করে
টিকিটটি ডাউনলোড করে নেবেন। এভাবেই আপনি খুব সহজে বিকাশে ট্রেনের টিকিট কেটে নিতে
পারবেন।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
ঘরে বসে অনলাইনে বিভিন্ন উপায়ে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন যেমন রেল সেবা
অ্যাপ এর মাধ্যমে, বিকাশ অ্যাপ এর মাধ্যমে এছাড়াও সরাসরি বাংলাদেশ রেলওয়ের
অফিসিয়াল ওয়েবসাইট
https://eticket.railway.gov.bd/login/en
এর মাধ্যমেও খুব সহজেই ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। আপনার যদি বাংলাদেশ
রেলওয়ে ওয়েবসাইটে রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে ট্রেনের টিকিট ক্রয় করার
আগে রেজিস্ট্রেশন করে নেবেন।
আরও পড়ুনঃ পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার
আর যদি রেজিস্ট্রেশন অলরেডি করা থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার আর
পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হয়ে যাবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সবগুলো
প্রসেস সেম তাই আর নতুন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম না। আমাদের এই
আর্টিকাটি প্রথম থেকে পড়লেই অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম বুঝতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়
অনেকে অনলাইনে টিকিট কাটার সময় সম্পর্কে জানতে চান। বর্তমানে আপনি বিন্দা ২৪
ঘন্টার যেকোনো সময় অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট কেটে রাখতে পারেন। অনলাইনে
ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আপনি যেদিন জার্নি করবেন তার চার দিন পূর্বে
টিকিটটি কেটে রাখতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম
অনলাইনে কাটা ট্রেনের টিকিট অনলাইনে ফেরত দিয়ে টাকা পুনরায় ফিরিয়ে আনা যায়
অনেকে এ সম্পর্কে অবগত নয়। অনেক সময় অনেকের এমন হয় যে জায়গায় যাওয়ার জন্য
ট্রেনের টিকিট কাটলেন ওই জায়গায় যাওয়ার প্ল্যানটি নষ্ট হয়ে গেল বা কোন
কারণবশত যেতে পারলেন না সে ক্ষেত্রে অনলাইনে কাটা ট্রেনের টিকিটটি আপনি ফেরত দিতে
পারবেন। চলুন তাহলে অনলাইনে কাটা ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম সম্পর্কে
বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
বাংলাদেশ থেকে আমরা ট্রেনের টিকিট কাটার জন্য সাধারণত রেল সেবা অ্যাপ অথবা
বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটি ব্যবহার করে থাকি। দুইটির প্রসেস একদম একই। ট্রেনের
টিকিট ফেরত দেওয়ার জন্য আপনি প্রথমে রেল সেবা অ্যাপটি ওপেন করে লগইট করে নিন।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা ইনকামের সহজ উপায়
এরপর My Tickets অপশনটিতে ক্লিক করুন। My Tickets অপশনটিতে ক্লিক করার পর View
Details এর নিচে Cancel Ticket নামের একটি অপশন পেয়ে যাবেন ওইখানে ক্লিক করুন।
Cancel Ticket এ ক্লিক করার পর Confirm Cancelation বাটনটিতে ক্লিক করুন। ক্লিক
করার পর এসএমএসের মাধ্যমে আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে।
ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিন এরপর ভেরিফাই এ ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার
পর রিফান্ড প্রসেস নামের একটি ইন্টারফেস আসবে ওইখানে ওকেতে ক্লিক করে দিন। হয়ে
গেল আপনার ট্রেনের টিকিট ক্যানসেল। আপনি যে পেমেন্ট মেথড ব্যবহার করে ট্রেনের
টিকিট ক্রয় করেছিলেন ওইখানে কিছুদিনের মধ্যে আপনার ট্রেনের টিকিটের টাকা পেয়ে
যাবেন।
উপসংহারঃ মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম - ট্রেনের টিকিট কাটার অ্যাপস
প্রিয় পাঠক আমরা এতক্ষণ আলোচনা করলাম ট্রেনের টিকিট কাটার অ্যাপস, মোবাইলের
ট্রেনের টিকিট কাটার নিয়ম, ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম সহ ইত্যাদি বিষয়
সম্বন্ধে। আশা করি উক্ত পোস্টের মাধ্যমে মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ ছবি এডিট করার Apps
পোস্টটি ভালো লাগলে পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
বিভিন্ন ধরনের পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা নিয়মিত আমাদের
ওয়েবসাইটে এরকম বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করে থাকি। তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং
সেবা, রোগের চিকিৎসা, লাইফ স্টাইল সহ আরো বিভিন্ন ধরনের কনটেন্ট পড়তে আমাদের
সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url