পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যার সম্পর্কে জেনে নিন
আপনি কি পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যার সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক
পোস্টে ক্লিক করেছেন। আমরা অনেকেই আছি যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাই সে
ক্ষেত্রে আমাদেরকে পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যার সম্পর্কে জেনে নেওয়ার
প্রয়োজন হয়।
প্রিয় পাঠক আমরা এই আর্টিক্যাল এর মাধ্যমে পিসির জন্য সেরা কিছু অ্যানিমেশন
সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। চলুন তাহলে আর দেরি না করে এই সম্পর্কে বিস্তারিত
জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যার সম্পর্কে জেনে নিন
অ্যানিমেশন কিঃ ভূমিকা
বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি অ্যানিমেশন সম্পর্কে জানে। তবে যারা অ্যানিমেশন
সম্পর্কে ধারণা রাখেনা তাদের ক্ষেত্রে সহজ ভাবে বলে রাখি অ্যানিমেশন হচ্ছে কোন
ঘটনা বা পরিস্থিতিকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করার একটি মাধ্যম।
অন্যভাবে বলা যেতে পারে যে পরস্পর কতগুলো ছবি বা কার্টুন চলমান এবং জীবন্ত হয়ে
ওঠে তখন তাকে অ্যানিমেশন বলা হয়ে থাকে। সহজ ভাষায় কোন ছবিকে চলন্ত বা জীবন্ত
রূপ দেওয়ার প্রক্রিয়াকে অ্যানিমেশন বলা হয়ে থাকে।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা এপস
অ্যানিমেশন তৈরি করার জন্য প্রয়োজন হয় অ্যানিমেশন সফটওয়্যার গুলির। কিছু কিছু
লোক এর দ্বারা বিভিন্ন ধরনের গেম তৈরির কাজ করে থাকে আবার কেউ কার্টুন তৈরির কাজ
করে। নিচে কিছু অ্যানিমেশন তৈরির সেরা সফটওয়্যার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা
হয়েছে। আশা করি এটির মাধ্যমে আপনি আপনার পছন্দের অ্যানিমেশন সফটওয়্যারটি বাছাই
করে নিতে পারেন।পিসির জন্য
সেরা অ্যানিমেশন সফটওয়্যারঃ Adobe After Effects
আমরা কম বেশি সকলেই এডোবি কোম্পানির নাম অবশ্যই শুনেছি। অ্যানিমেশন ভিডিও তৈরি
করার ক্ষেত্রে আমাদের আর্টিকেলের লিস্টে থাকা প্রথম অ্যানিমেশন মেকিং
সফটওয়্যারটি হচ্ছে Adobe After Effects, এই সফটওয়্যারটি ভিডিও কম্পোজিটিং,
ভিজুয়াল ইফেক্ট এবং মোশন গ্রাফিক্স তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা দশটি মোবাইল কোম্পানি
Adobe After Effects সফটওয়্যারটি 2D এবং 3D উপাদান গুলির সাথে মোশন ডিজাইন
তৈরি করে থাকে এছাড়াও ফুটেজ তৈরি করা, কাট করা, মার্জিং করা ইত্যাদি নানা ধরনের
কাজ করে থাকে। এছাড়াও এতে আরো এক্সট্রা ফিচার রয়েছে যেমন ভিডিওর অপ্রয়োজনীয়
অংশ রিমুভ করা, প্রতিটি ক্লিপে আলাদা আলাদা ভাবে পরিদর্শন করার সুবিধাও দিয়ে
থাকে।
নিচে Adobe After Effects সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট তুলে ধরা হলোঃ
- RAM: 16 GB
- Hard Disk Space: 15 GB
- Monitor Resolution: 1280x1080
- GPU: CUDA or Quadro
- CPU: AMD Quad Core Processor
- Internet Connection
এই সফটওয়্যারটিতে আপনারা ৭ দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। বিস্তারিত জানতে
নিচের লিংকে ক্লিক করে এডোবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
- লিংকঃ Adobe After Effects
সেরা অ্যানিমেশন সফটওয়্যারঃ Maya
অ্যানিমেশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের আর্টিকেলের লিস্টে থাকা দ্বিতীয়
অ্যানিমেশন মেকিং সফটওয়্যারটি হচ্ছে Maya, 3D অ্যানিমেশনের জন্য এটিকে সেরা একটি
সফটওয়্যার বলা যেতে পারে। এই সফটওয়্যারটি দ্বারা তৈরি অ্যানিমেশন গুলোর
কোয়ালিটি সুন্দর এবং গুণগত মানের হওয়ার কারণে এটিকে কে কে তৈরি, ভিজুয়াল
ইফেক্ট তৈরি, মোশন গ্রাফিক্স এছাড়াও বিভিন্ন সিমুলেশন টুল তৈরিতে এই
সফটওয়্যারটির বিকল্প নেই। এটিতে খুব সহজেই এনিমেশন তৈরি এবং কাস্টমাইজ করা যায়।
নিচে Maya সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট তুলে ধরা হলোঃ
- RAM: 8 GB
- Hard Disk Space: 4 GB
- Monitor Resolution: 1080p
- GPU: NVIDIA Professional and GeForce
- CPU: AMD or 64 bit Intel Core i7
- Supported Operating System: Windows, macOS X, Fedora, RHEL
এই সফটওয়্যারটিতে আপনারা ৩০ দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। বিস্তারিত জানতে
নিচের লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
- লিংকঃ Maya
সেরা অ্যানিমেশন সফটওয়্যারঃ Toon Boom
অ্যানিমেশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের আর্টিকেলের লিস্টে থাকা তৃতীয়
অ্যানিমেশন মেকিং সফটওয়্যারটি হচ্ছে Toon Boom, যারা 2D অ্যানিমেশন নিয়ে কাজ
করতে চান তাদের জন্য এটি সেরা সফটওয়্যার হতে পারে। অনেক বড় বড় কোম্পানিগুলো
তাদের 2D অ্যানিমেশন ভিডিও তৈরীর ক্ষেত্রে Toon Boom সফটওয়্যারটি ব্যবহার করে
থাকেন।
আরও পড়ুনঃ কম দামে ভালো গেমিং ফোন
এটি একটি ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। এটি ভেক্টর গ্রাফিক্স ব্যবহার করে
অ্যানিমেশনকে আরো চমৎকার করে তোলে। এই সফটওয়্যারটিতে আপনারা বিভিন্ন রং,
টেক্সচার, কালার প্যালেট, স্পেসিয়াল সাউন্ড ইফেক্ট সহ আরো নানা ধরনের ফিচারস
পেয়ে যাবেন।
নিচে Toon Boom সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট তুলে ধরা হলোঃ
- RAM: 32 GB
- Hard Disk Space: 1.2 GB
- Monitor Resolution: 1920 x 1080
- GPU: NVIDIA Professional and GeForce
- CPU: Redeon Pro 560 (OS), NVIDIA GeForce GTX 1060 (Windows)
- Supported Operating System: Windows 10 (64bit) , macOS X, Web
এই সফটওয়্যারটিতে আপনারা ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। বিস্তারিত জানতে নিচের
লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
- লিংকঃ Toon Boom
সেরা অ্যানিমেশন সফটওয়্যারঃ Houdini
পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যার গুলির মধ্যে আমাদের লিস্টে থাকা চতুর্থ
সফটওয়্যার টি হচ্ছে Houdini, এ সফটওয়্যারটি বাস্তব বিশ্বের ভিএফএক্স তৈরির জন্য
বেশ জনপ্রিয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই সফটওয়্যারটি আপনি সম্পূর্ণ
বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ সেরা ১০টি এন্ড্রয়েড এমুলেটর
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি এনিমেশনের মধ্যে ধোয়া, আগুন, ধ্বংস, পানি আরো
ইত্যাদি অবজেক্ট গুলোকে অনেক ভালো হবে ফুটিয়ে তুলতে পারবেন এবং একটি উচ্চ মানের
অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও এটির মাধ্যমে আপনি লাইভ একশন শটগুলো
ভালোভাবে তৈরি করতে পারবেন। ফ্রোজেন এবং হুডিন জুটোপিয়া এর মত অ্যানিমেটেড
মুভিগুলো এই সফটওয়্যার দ্বারা নির্মিত।
নিচে Houdini সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট তুলে ধরা হলোঃ
- RAM: 32 GB
- Hard Disk Space: 3 GB
- Monitor Resolution: 1920 x 1200
- GPU: NVIDIA Professional and GeForce
- CPU: AMD 2950X 16 Core
- Supported Operating System: Windows, macOS X, Linux
এই সফটওয়্যারটিতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে যাবেন। বিস্তারিত জানতে নিচের
লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
- লিংকঃ Houdini
সেরা অ্যানিমেশন সফটওয়্যারঃ Blender
আমাদের এই লিস্টে থাকা পঞ্চম সেরা অ্যানিমেশন সফটওয়্যারটি হচ্ছে Blender, এই
সফটওয়্যারটি টেক্সচারিং এবং 3D অ্যানিমেশনের জন্য সেরা একটি সফটওয়্যার। এটিতে
থাকা অসংখ্য টুলস এবং ফিচার দ্বারা খুব সহজেই আপনি 3D অ্যানিমেশন তৈরি করতে
পারবেন।
আরও পড়ুনঃ মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
এটিতে মোশন ট্র্যাকিং, টেক্সচারিং, কারচুপি, অ্যানিমেশন, সিমুলেশন, কম্পোজিটিং
এবং রেন্ডারিং সকল ধরনের ফিচার পেয়ে যাবেন। Blender এ থাকা ফিচার এবং এর
বৈশিষ্ট্য গুলি একটি পারফেক্ট অ্যানিমেশন তৈরিতে উপযুক্ত। এই সফটওয়্যারটিও আপনি
সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।
নিচে Blender সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট তুলে ধরা হলোঃ
- RAM: 8 GB
- Hard Disk Space: 500 MB
- Monitor Resolution: 1280 x 768
- GPU: OpenGL Version 4.3
- CPU: 64 bit dual core with SSE2 support
- Supported Operating System: Windows, macOS X, Linux
এই সফটওয়্যারটিতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে যাবেন। বিস্তারিত জানতে নিচের
লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
- লিংকঃ Blender
পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যারঃ শেষ কথা
প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম পিসির জন্য সেরা অ্যানিমেশন
সফটওয়্যার, সফটওয়্যার গুলোর নানা ধরনের ফিচার, সফটওয়্যার গুলোর রিকোয়ারমেন্ট
ইত্যাদি সম্বন্ধে। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে পিসির জন্য সেরা অ্যানিমেশন
সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ
কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে
প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট
করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে
শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url