৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩
আপনি কি ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল খুঁজছেন তাহলে একদম সঠিক জায়গায় চলে
এসেছেন। আমরা এই আর্টিকালে ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল গুলো তালিকাভুক্ত
করেছি। ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের
পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
প্রতিটি জিনিস কেনার আগে সে জিনিসের বিষয়ে আগে থেকে ভালোভাবে জেনে নেওয়া বা
যাচাই করে নেওয়া ভালো। এর দ্বারা ভালো জিনিসটি নির্বাচন করা সহজ হয়ে যায়।
প্রিয় পাঠক চলুন তাহলে আর দেরি না করে ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইলগুলি
সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩
ভূমিকাঃ ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
বর্তমান মোবাইল বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বাজেটের স্মার্টফোন রয়েছে। তবে
আপনার বাজেট যদি ৩০ হাজার টাকা হয়ে থাকে এক্ষেত্রে কোন মোবাইলটি আপনার জন্য ভালো
হবে। ৩০ হাজার টাকার মধ্যে কোন মোবাইল গুলো সেরা।
কোন স্মার্টফোনটি আপনার নেওয়া উচিত ক্যামেরার জন্য, ভালো গেমের জন্য, ভালো
ব্যাটারি ব্যাকআপের, নতুন নতুন ফিচার আরো বিভিন্ন দিক থেকে বিবেচনা করে কয়েকটি
ভালো স্মার্টফোন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ৩০ হাজার টাকা বাজেটের
স্মার্টফোন বেশ কিছু ব্র্যান্ড থেকে আমরা খুঁজে পেয়েছি, বর্তমান বাংলাদেশ
মার্কেট বিবেচনায় আপনারা যদি এই স্মার্টফোনগুলি কিনতে চান অবশ্যই আপনাদের জন্য
ফোনগুলি বেস্ট হবে।
৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩- Samsung Galaxy A34
আমাদের এই লিস্টে থাকা প্রথম স্মার্টফোনটি হচ্ছে Samsung Galaxy A34, খুবই
দুর্দান্ত একটি স্মার্টফোন। আপনার বাজেট যদি ৩০ টাকা হয়ে থাকে আপনি নির্দ্বিধায়
এই ফোনটি চয়েস করতে পারেন। এই ধরণের প্রাইজ পয়েন্ট থেকে এই স্মার্টফোনটি দারুণ
কিছু অফার করছে। এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার এমোলেড
প্যানেল 120Hz রিফ্রেশ রেট।
এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। আপনারা সচরাচর শুনে থাকবেন samsung
স্মার্ট ফোন এর ডিসপ্লে গুলো অতুলনীয় হয়ে থাকে তেমনভাবে এই ফোনের ডিসপ্লের
কোয়ালিটি ও খুবই ভালো। ব্রাইটনেসও ভালো পেয়ে যাবেন। ডিসপ্লে টিকে প্রটেক্ট করার
জন্য রয়েছে গরিলা গ্লাস 5।
আরও পড়ুনঃ পিসির জন্য সেরা অ্যানিমেশন সফটওয়্যার
এই ফোনের পারফরম্যান্স সেকশনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর এ
প্রসেসরটি খুবই ভালো একটি প্রসেসর। গেমিং এর ক্ষেত্রেও ফোনটির প্রসেসর আপনাকে
হতাশ করবে না। এই ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে 48 মেগাপিক্সেলের মেন শুটার, 8
মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ফ্রন্ট
ক্যামেরা 13 মেগাপিক্সেল।
এই ফোনটি দ্বারা আপনারা 4K ভিডিও 30 এফপিএস এ এবং 1080p ভিডিও 60 এফপিএস এ রেকর্ড
করতে পারবেন। ক্যামেরার দিক দিয়েও ফোনটি অসাধারণ। আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে
ভাল মোবাইল খুজে থাকে সেক্ষেত্রে আপনার জন্য Samsung Galaxy A34 ভালো একটি চয়েজ
হতে পারে। বাংলাদেশে ফোনটি আন অফিসিয়াল 8GB+128GB ভেরিয়েন্ট 31,000 টাকায়
পেয়ে যাবেন।
Samsung Galaxy A34 ফোনটির স্পেসিফিকেশনঃ
Redmi Note 12 Pro
আমাদের এই লিস্টে থাকা দ্বিতীয় ফোনটি হচ্ছে Redmi Note 12 Pro, আপনার বাজেট যদি
৩০ হাজার টাকার একটু কম হয় কম হয় সেক্ষেত্রে আপনি এই ফোনটি চয়েস করতে পারেন।
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন অ্যামুলেট প্যানেল, 120Hz হাই রিফ্রেশরেট,
ডলবি ভিশন এবং ফোনটির ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস।
আউটডোর বা ইনডোরে খুব ভালো ব্রাইটনেস লক্ষ্য করতে পারবেন এই ফোনটিতে। ফোনটির
পারফরম্যান্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, খুব ভালো একটি প্রসেসর।
ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের
আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের Depth এবং ফ্রন্ট
ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের।
এই স্মার্ট ফোনটি দিয়ে আপনারা 4k ভিডিও 30 এফপিএস, 1080p ভিডিও 60 এফপিএস এবং
720p ভিডিও 960 এফপিএস এ রেকর্ড করতে পারবেন। সবকিছু মিলিয়ে ফোনটি ওভারঅল ভালো
একটি স্মার্ট ফোন হতে পারে আপনার জন্য। তাই আপনার বাজেট যদি ৩০ হাজারের মধ্যে বা
তার একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Redmi Note 12 Pro ফোনটি দেখতে পারেন।
বাংলাদেশে ফোনটি আন অফিসিয়াল 8GB ভেরিয়েন্ট 29,000 টাকায় পেয়ে যাবেন।
Redmi Note 12 Pro ফোনটির স্পেসিফিকেশনঃ
Xiaomi Mi 11i
আমাদের এই লিস্টে থাকা তৃতীয় ফোনটি হচ্ছে Xiaomi Mi 11i, আপনার বাজেট ৩০ হাজার
টাকার মধ্যে হলে এ ফোনটি দেখতে পারেন। ফোনটিতে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে,
120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1300 nits, অসাধারণ একটি ডিসপ্লে বলা
যেতে পারে। ফোনটি ইনডোরে বা আউটডোরে খুব ভালো ব্রাইটনেস লক্ষ্য করতে পারবেন।
আরও পড়ুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন
ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর একটি
প্রসেসর। ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 8
মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং সেকেন্ডারি
ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেল।
ফোনটিতে আপনারা 8K ভিডিও 30 এফপিএস, 4K ভিডিও 60 এফপিএস, 1080p ভিডিও 960 এফপিএস
এ রেকর্ড করতে পারবেন। আপনি যদি রেগুলার ইউজ এর জন্য ৩০ হাজারের মধ্যে ভালো ফোন
খুজে থাকেন সেক্ষেত্রে Xiaomi Mi 11i ফোনটি দেখতে পারেন। বাংলাদেশে ফোনটি আন
অফিসিয়াল 6GB ভেরিয়েন্ট 30,000 টাকায় পেয়ে যাবেন।
Xiaomi Mi 11i ফোনটির স্পেসিফিকেশনঃ
Infinix Note 30 Pro
আমাদের এই লিস্টে থাকা চতুর্থ ফোনটি হচ্ছে Indinix Note 30 Pro, এটি একটি
অফিসিয়াল ডিভাইস। আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে অফিশিয়াল ভালো ফোন খুঁজে থাকেন
সেক্ষেত্রে এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের
অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস থাকছে 900 নিটস।
ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে Mediatek Helio G99 এই প্রসেসরটি এই ফোনের
প্রাইস অনুযায়ী ব্যালেন্স একটি প্রসেসর বলা যেতে পারে। এই ফোনটির ক্যামেরা
সেকশনে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2
মেগাপিক্সেল Depth এবং ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেল।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা ১০ টি মোবাইল কোম্পানি
এই ফোনটির একটি স্পেশাল ফিচার হচ্ছে ফোনটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট
করে। এরকম প্রাইচ পয়েন্টে এ ধরনের ফিচার অন্যান্য ফোন গুলোতে আপনি পাবেন না। তাই
আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে স্পেশাল ফিচার্স সহ একটি অফিসিয়াল ফোন নিতে চান
সেক্ষেত্রে এই ফোনটি নিতে পারেন। বাংলাদেশে ফোনটি অফিসিয়াল 8GB ভেরিয়েন্ট
27,999 টাকায় পেয়ে যাবেন।
Infinix Note 30 Pro ফোনটির স্পেসিফিকেশনঃ
Tecno Camon 20 Pro
আমাদের লিস্টে থাকা পঞ্চম ফোনটি হচ্ছে Tecno Camon 20 Pro, আপনার বাজেট যদি 25
হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি একটি অফিসিয়াল ডিভাইস নিতে চান সে
ক্ষেত্রে আপনি এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে থাকছে ফুল এইচডি প্লাস
রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশরেট, অলওয়েজ অন ডিসপ্লে।
ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে Mediatek Helio G99, ফোনটির ক্যামেরা সেকশনে
রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল Depth এবং 32 মেগাপিক্সেলের
ফ্রন্ট ক্যামেরা। আগের যে ফোনগুলোর কথা আলোচনা করা হয়েছে তার থেকে এই ফোনটির
ক্যামেরা তুলনামূলক কম হলেও প্রপার লাইটিং কন্ডিশনে আপনি ভালো ছবি লক্ষ্য করতে
পারবেন। এই ফোনটিতে 4K ভিডিও 30 এফপিএস এবং 1080p ভিডিও 30 এফপিএস এইচডিআর এ
রেকর্ড করতে পারবেন।
এছাড়াও এ ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যা এ বাজেটের অন্যান্য
ফোনগুলি অফার করেনা। আপনার বাজেট যদি ২৫ হাজারের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি
একটি অফিসিয়াল ফোন নিতে চান সে ক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য ভালো একটি অপশন হতে
পারে। বাংলাদেশে ফোনটি অফিসিয়াল 8GB ভেরিয়েন্ট 24,999 টাকায় পেয়ে যাবেন।
Tecno Camon 20 Pro ফোনটির স্পেসিফিকেশনঃ
৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইলঃ শেষ কথা
প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এবং
মোবাইলগুলো সম্পর্কে আরো বিভিন্ন তথ্য তালিকাভুক্ত করা সহ বিস্তারিত আলোচনা
করেছি। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল নির্বাচন
করতে পারবেন।
আরও পড়ুনঃ শ্বাসকষ্ট হলে করণীয়
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে
প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট
করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে
শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url