৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩

আপনি কি ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল খুঁজছেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আমরা এই আর্টিকালে ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল গুলো তালিকাভুক্ত করেছি। ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
প্রতিটি জিনিস কেনার আগে সে জিনিসের বিষয়ে আগে থেকে ভালোভাবে জেনে নেওয়া বা যাচাই করে নেওয়া ভালো। এর দ্বারা ভালো জিনিসটি নির্বাচন করা সহজ হয়ে যায়। প্রিয় পাঠক চলুন তাহলে আর দেরি না করে ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সূচিপত্রঃ ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩

ভূমিকাঃ ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

বর্তমান মোবাইল বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বাজেটের স্মার্টফোন রয়েছে। তবে আপনার বাজেট যদি ৩০ হাজার টাকা হয়ে থাকে এক্ষেত্রে কোন মোবাইলটি আপনার জন্য ভালো হবে। ৩০ হাজার টাকার মধ্যে কোন মোবাইল গুলো সেরা।

কোন স্মার্টফোনটি আপনার নেওয়া উচিত ক্যামেরার জন্য, ভালো গেমের জন্য, ভালো ব্যাটারি ব্যাকআপের, নতুন নতুন ফিচার আরো বিভিন্ন দিক থেকে বিবেচনা করে কয়েকটি ভালো স্মার্টফোন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ৩০ হাজার টাকা বাজেটের স্মার্টফোন বেশ কিছু ব্র্যান্ড থেকে আমরা খুঁজে পেয়েছি, বর্তমান বাংলাদেশ মার্কেট বিবেচনায় আপনারা যদি এই স্মার্টফোনগুলি কিনতে চান অবশ্যই আপনাদের জন্য ফোনগুলি বেস্ট হবে।

৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩- Samsung Galaxy A34

আমাদের এই লিস্টে থাকা প্রথম স্মার্টফোনটি হচ্ছে Samsung Galaxy A34, খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন। আপনার বাজেট যদি ৩০ টাকা হয়ে থাকে আপনি নির্দ্বিধায় এই ফোনটি চয়েস করতে পারেন। এই ধরণের প্রাইজ পয়েন্ট থেকে এই স্মার্টফোনটি দারুণ কিছু অফার করছে। এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার এমোলেড প্যানেল 120Hz রিফ্রেশ রেট।

এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। আপনারা সচরাচর শুনে থাকবেন samsung স্মার্ট ফোন এর ডিসপ্লে গুলো অতুলনীয় হয়ে থাকে তেমনভাবে এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি ও খুবই ভালো। ব্রাইটনেসও ভালো পেয়ে যাবেন। ডিসপ্লে টিকে প্রটেক্ট করার জন্য রয়েছে গরিলা গ্লাস 5।
এই ফোনের পারফরম্যান্স সেকশনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর এ প্রসেসরটি খুবই ভালো একটি প্রসেসর। গেমিং এর ক্ষেত্রেও ফোনটির প্রসেসর আপনাকে হতাশ করবে না। এই ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে 48 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল।

এই ফোনটি দ্বারা আপনারা 4K ভিডিও 30 এফপিএস এ এবং 1080p ভিডিও 60 এফপিএস এ রেকর্ড করতে পারবেন। ক্যামেরার দিক দিয়েও ফোনটি অসাধারণ। আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল খুজে থাকে সেক্ষেত্রে আপনার জন্য Samsung Galaxy A34 ভালো একটি চয়েজ হতে পারে। বাংলাদেশে ফোনটি আন অফিসিয়াল 8GB+128GB ভেরিয়েন্ট 31,000 টাকায় পেয়ে যাবেন।
Samsung Galaxy A34 ফোনটির স্পেসিফিকেশনঃ

Launch

2023, March 24

Network

2G/3G/4G/5G

GPRS

Yes

EDGE

Yes

Display

6.6 inches, Super AMOLED capacitive touchscreen, 16M colors

Resolution

1080 x 2340 pixels, 19.5:9 ratio (~390 ppi density)

Refresh rate

120Hz

Protection

Corning Gorilla Glass 5

Os

Android 13, One UI 5

Chipset

Mediatek MT6877V Dimensity 1080 (6 nm)

Ram

6/8 GB

Internal

128/256 GB

Primary camera

48MP, 8MP, 5MP

Secondary camera

13 MP

Video

4K@30fps, 1080p@30/60fps

USB

USB Type-C 2.0, OTG

Battery

5000 mAh Non-removable Li-Po

Charging

25W wired

Sensors

Fingerprint (under display, optical), accelerometer, gyro, compass Virtual proximity sensing

Redmi Note 12 Pro

আমাদের এই লিস্টে থাকা দ্বিতীয় ফোনটি হচ্ছে Redmi Note 12 Pro, আপনার বাজেট যদি ৩০ হাজার টাকার একটু কম হয় কম হয় সেক্ষেত্রে আপনি এই ফোনটি চয়েস করতে পারেন। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন অ্যামুলেট প্যানেল, 120Hz হাই রিফ্রেশরেট, ডলবি ভিশন এবং ফোনটির ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস।

আউটডোর বা ইনডোরে খুব ভালো ব্রাইটনেস লক্ষ্য করতে পারবেন এই ফোনটিতে। ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, খুব ভালো একটি প্রসেসর। ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের Depth এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের।

এই স্মার্ট ফোনটি দিয়ে আপনারা 4k ভিডিও 30 এফপিএস, 1080p ভিডিও 60 এফপিএস এবং 720p ভিডিও 960 এফপিএস এ রেকর্ড করতে পারবেন। সবকিছু মিলিয়ে ফোনটি ওভারঅল ভালো একটি স্মার্ট ফোন হতে পারে আপনার জন্য। তাই আপনার বাজেট যদি ৩০ হাজারের মধ্যে বা তার একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Redmi Note 12 Pro ফোনটি দেখতে পারেন। বাংলাদেশে ফোনটি আন অফিসিয়াল 8GB ভেরিয়েন্ট 29,000 টাকায় পেয়ে যাবেন।
Redmi Note 12 Pro ফোনটির স্পেসিফিকেশনঃ

Launch

2023, April 11

Network

2G/3G/4G

GPRS

Yes

EDGE

Yes

Display

6.67 inches, AMOLED capacitive touchscreen, 16M colors

Resolution

1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)

Refresh rate

120Hz

Features

Dolby Vision, 700 nits (HBM), 1100 nits (peak)

Os

Android 13, MIUI 13

Chipset

Qualcomm SM7150 Snapdragon 732G (8 nm)

Ram

6/8 GB

Internal

128/256 GB UFS 2.2

Primary camera

108MP, 8MP, 2MP, 2MP

Secondary camera

16 MP

Video

1440p@30fps, 1080p@30fps

USB

USB Type-C 2.0, OTG

Battery

5000 mAh Non-removable Li-Po

Charging

267W wired

Sensors

Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity

Xiaomi Mi 11i

আমাদের এই লিস্টে থাকা তৃতীয় ফোনটি হচ্ছে Xiaomi Mi 11i, আপনার বাজেট ৩০ হাজার টাকার মধ্যে হলে এ ফোনটি দেখতে পারেন। ফোনটিতে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1300 nits, অসাধারণ একটি ডিসপ্লে বলা যেতে পারে। ফোনটি ইনডোরে বা আউটডোরে খুব ভালো ব্রাইটনেস লক্ষ্য করতে পারবেন।
ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর একটি প্রসেসর। ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেল।

ফোনটিতে আপনারা 8K ভিডিও 30 এফপিএস, 4K ভিডিও 60 এফপিএস, 1080p ভিডিও 960 এফপিএস এ রেকর্ড করতে পারবেন। আপনি যদি রেগুলার ইউজ এর জন্য ৩০ হাজারের মধ্যে ভালো ফোন খুজে থাকেন সেক্ষেত্রে Xiaomi Mi 11i ফোনটি দেখতে পারেন। বাংলাদেশে ফোনটি আন অফিসিয়াল 6GB ভেরিয়েন্ট 30,000 টাকায় পেয়ে যাবেন।
Xiaomi Mi 11i ফোনটির স্পেসিফিকেশনঃ

Launch

2021, May 31

Network

2G/3G/4G/5G

GPRS

Yes

EDGE

Yes

Display

6.7 inches, Super AMOLED capacitive touchscreen, 16M colors

Resolution

1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)

Refresh rate

120Hz

Protection

Corning Gorilla Glass 5

Os

Android 11, MIUI 12

Chipset

Qualcomm SM8350 Snapdragon 888 (5 nm)

Ram

8 GB

Internal

128/256 GB UFS 3.1

Primary camera

108MP, 8MP, 5MP

Secondary camera

20 MP

Video

8K@30fps, 4K@30/60fps, 1080p@30/60/120/240/960fps, gyro-EIS, HDR10+

USB

2.0, Type-C 1.0 reversible connector, USB On-The-Go

Battery

4520 mAh Non-removable Li-Po

Charging

Fast charging 33W, 100% in 52 min (advertised) Power Delivery 3.0 Quick Charge 3+

Sensors

Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass, color spectrum, barometer

Infinix Note 30 Pro

আমাদের এই লিস্টে থাকা চতুর্থ ফোনটি হচ্ছে Indinix Note 30 Pro, এটি একটি অফিসিয়াল ডিভাইস। আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে অফিশিয়াল ভালো ফোন খুঁজে থাকেন সেক্ষেত্রে এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস থাকছে 900 নিটস।

ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে Mediatek Helio G99 এই প্রসেসরটি এই ফোনের প্রাইস অনুযায়ী ব্যালেন্স একটি প্রসেসর বলা যেতে পারে। এই ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল Depth এবং ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেল।
এই ফোনটির একটি স্পেশাল ফিচার হচ্ছে ফোনটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এরকম প্রাইচ পয়েন্টে এ ধরনের ফিচার অন্যান্য ফোন গুলোতে আপনি পাবেন না। তাই আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে স্পেশাল ফিচার্স সহ একটি অফিসিয়াল ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটি নিতে পারেন। বাংলাদেশে ফোনটি অফিসিয়াল 8GB ভেরিয়েন্ট 27,999 টাকায় পেয়ে যাবেন।
Infinix Note 30 Pro ফোনটির স্পেসিফিকেশনঃ

Launch

2023, May 22

Network

2G/3G/4G

GPRS

Yes

EDGE

Yes

Display

6.67 inches, AMOLED capacitive touchscreen, 16M colors

Resolution

1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)

Refresh rate

120Hz, 900 nits (peak)

Protection

No

Os

Android 13, XOS 13

Chipset

Mediatek MT8781 Helio G99 (6nm)

Ram

8 GB

Internal

256 GB UFS 2.2

Primary camera

108MP, 2MP, 2MP

Secondary camera

32 MP

Video

1440p@30fps, 1080p@30fps

USB

USB Type-C 2.0, OTG

Battery

5000 mAh Non-removable Li-Po

Charging

68W wired, PD3.0, 80% in 30 min (advertised) 15W wireless Reverse wireless

Sensors

Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass

Tecno Camon 20 Pro

আমাদের লিস্টে থাকা পঞ্চম ফোনটি হচ্ছে Tecno Camon 20 Pro, আপনার বাজেট যদি 25 হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি একটি অফিসিয়াল ডিভাইস নিতে চান সে ক্ষেত্রে আপনি এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশরেট, অলওয়েজ অন ডিসপ্লে।

ফোনটির পারফরম্যান্স সেকশনে রয়েছে Mediatek Helio G99, ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল Depth এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আগের যে ফোনগুলোর কথা আলোচনা করা হয়েছে তার থেকে এই ফোনটির ক্যামেরা তুলনামূলক কম হলেও প্রপার লাইটিং কন্ডিশনে আপনি ভালো ছবি লক্ষ্য করতে পারবেন। এই ফোনটিতে 4K ভিডিও 30 এফপিএস এবং 1080p ভিডিও 30 এফপিএস এইচডিআর এ রেকর্ড করতে পারবেন।

এছাড়াও এ ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যা এ বাজেটের অন্যান্য ফোনগুলি অফার করেনা। আপনার বাজেট যদি ২৫ হাজারের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি একটি অফিসিয়াল ফোন নিতে চান সে ক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। বাংলাদেশে ফোনটি অফিসিয়াল 8GB ভেরিয়েন্ট 24,999 টাকায় পেয়ে যাবেন।
Tecno Camon 20 Pro ফোনটির স্পেসিফিকেশনঃ

Launch

2023, May 09

Network

2G/3G/4G/5G

GPRS

Yes

EDGE

Yes

Display

6.67 inches, AMOLED capacitive touchscreen, 16M colors

Resolution

1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)

Refresh rate

120Hz

Multitouch

Yes

Os

Android 13, HIOS 13

Chipset

Mediatek MT8781 Helio G99 (6nm)

Ram

8 GB

Internal

256 GB

Primary camera

64MP, 2MP

Secondary camera

32 MP

Video

4K@30fps, 1080p@30fps, HDR

USB

USB Type-C 2.0, OTG

Battery

5000 mAh Non-removable Li-Po

Charging

33W wired

Sensors

Fingerprint (under display, optical), accelerometer, proximity, compass

৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইলঃ শেষ কথা

প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এবং মোবাইলগুলো সম্পর্কে আরো বিভিন্ন তথ্য তালিকাভুক্ত করা সহ বিস্তারিত আলোচনা করেছি। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে ৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল নির্বাচন করতে পারবেন।
এমন নতুন নতুন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url