বেস্ট ফ্রি ভিপিএন - Best free VPN for Android

প্রিয় পাঠক আপনি কি Best free VPN for Android খুঁজছেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আমরা এই ব্লক পোস্টে Best free VPN for Android তুলে ধরেছি। ভিপিএন তো অনেক রয়েছে কিন্তু এতগুলোর মধ্যে কোনটি সেরা তা আপনিও ব্লগ পোষ্টের মাধ্যমে জেনে উপকৃত হবেন।
Best free VPN for Android
প্রিয় পাঠক আপনি যদি Best free VPN for Android সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ব্লগ পোস্টটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক।
সূচিপত্রঃ বেস্ট ফ্রি ভিপিএন - Best free VPN for Android

ভূমিকাঃ বেস্ট ফ্রি ভিপিএন - Best free VPN for Android

  • বেস্ট ফ্রি ভিপিএন - HotspotShield VPN
  • বেস্ট ফ্রি ভিপিএন - Betternet VPN
  • বেস্ট ফ্রি ভিপিএন - Proton VPN
  • বেস্ট ফ্রি ভিপিএন - NordVPN
  • বেস্ট ফ্রি ভিপিএন - Surfshark VPN
  • বেস্ট ফ্রি ভিপিএন - SuperVPN
  • বেস্ট ফ্রি ভিপিএন - Secure VPN
  • শেষ কথাঃ বেস্ট ফ্রি ভিপিএন - Best free VPN for Android

ভূমিকাঃ বেস্ট ফ্রি ভিপিএন - Best free VPN for Android

ভিপিএন এই শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। ভিপিএন সাধারণত আমরা কোন ধরনের লক ওয়েবসাইট এ প্রবেশ করার জন্য অথবা নিজেদের আইপি এড্রেস হাইড করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা ইন্টারনেটে অনেক কিছুই তো ব্রাউজ করি কিন্তু অনেকে এটা জানি না আমরা ইন্টারনেটে যাই করি না কেন আমাদের আইপি এড্রেসের মাধ্যমে আমাদের সকল অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা সম্ভব।


সেক্ষেত্রে আমরা যদি ভিপিএন ব্যবহার করি তাহলে আমাদের আইপি এড্রেসটি চেঞ্জ হয়ে অন্য একটি আইপি অ্যাড্রেস হয়ে যায় এবং আমাদের কার্যকলাপ সমূহ কেউ ট্র্যাক করতে সক্ষম হয় না। প্লে স্টোরে তো হাজার হাজার ভিপিএন পেয়ে যাবেন তবে এতগুলো ভিপিএন এর মধ্যে কোনটি সেরা এটি বাছাই করায় অনেক সময় সাপেক্ষ।

তাই আমাদের লিস্টে থাকা আজকের যে ভিপিএনগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিপিএন গুলো সেফ এবং আপনাকে শীর্ষস্থানীয় নিরাপত্তা প্রদান করে থাকে। এই লিস্টে কিছু লাইফ টাইম ফ্রি ভিপিএন রয়েছে এবং কিছু কিছু ভিপিএন রয়েছে যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি ট্রায়াল প্রদান করে থাকে।

বেস্ট ফ্রি ভিপিএন - HotspotShield VPN

ফ্রি ভিপিএন এর মধ্যে অন্যতম সেরা একটি ভিপিএন হচ্ছে HotspotShield, গুগল প্লে স্টোরে এই vpn টির রেটিং হচ্ছে 4.5 এবং ভিপিএনটি টোটাল 100M+ ডাউনলোড হয়েছে। ভিপিএন টি ব্যবহারে আপনার কোন প্রকার লগইনের প্রয়োজন হবে না আপনি ভি পি এন টি ওপেন করে এড দেখার মাধ্যমে ভিপিএনটি ব্যবহার করার টাইম লিমিট পেয়ে যাবেন। একটি এড দেখাতে ভিপিএনটি ১৫ মিনিট করে টাইম লিমিট দিয়ে থাকে।


আপনি চাইলে সাথে কয়েকটি এড দেখে অনেক বেশি টাইম লিমিট এড করে ভিপিএনটি ব্যবহার করতে পারেন। এই ভিপিএনটির স্পিড ও দুর্দান্ত। আপনি যদি অ্যান্ড্রয়েড এর জন্য ভালো একটি ভিপিএন খুঁজে থাকেন তাহলে HotspotShield আপনার জন্য একটি ভাল চয়েজ হতে পারে। ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

বেস্ট ফ্রি ভিপিএন - Betternet VPN

আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে থাকা ভিপিএনটি হচ্ছে Betternet VPN, গুগল প্লে স্টোরে এই ভিপিএনটির রেটিং 4.3 এবং ভিপিএনটি টোটাল 50M+ ডাউনলোড হয়েছে। অন্যান্য যেসব ফ্রি ভিপিএন রয়েছে এর মধ্যে Betternet ভিপিএনটিকে সেরা একটি ভিপিএন বলা যেতে পারে। এটির লগইনের কোন ঝামেলা নেই আপনি শুধু ইন্সটল করবেন এবং ব্যবহার করবেন। এই ভিপিএন এ আপনারা বিভিন্ন ধরনের কান্ট্রিতে কানেক্ট হওয়ার লোকেশন পেয়ে যাবেন।


ফার্স্টেস ভিপিএন সার্ভার পেয়ে যাবেন। আপনি যদি ফ্রি ভিপিএন এর মধ্যে একটি ভালো ক্লিন ভিপিএন ব্যবহার করতে চান তাহলে Betternet ভিপিএনটি ব্যবহার করতে পারেন। Betternet ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

বেস্ট ফ্রি ভিপিএন - Proton VPN

আমাদের লিস্টে তৃতীয় নম্বরে থাকা ভিপিএনটি হচ্ছে Proton VPN, গুগল প্লে স্টোরে এই ভিপিএনটি এর রেটিং 4.0 এবং ভিপিএনটি টোটাল 10M+ ডাউনলোড হয়েছে। এটি ফ্রি ভিপিএন এর মধ্যে অন্যতম একটি ভিপিএন যা আপনাকে আনলিমিটেড ডেটা অফার করে থাকে অর্থাৎ আপনি ভিপিএনটি কানেক্ট করে আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এই ভিপিএনটিতে কোন প্রকার বিজ্ঞাপন শো করবে না। আপনি এটিকে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।


এটিতে বিভিন্ন প্রিমিয়াম সার্ভারও রয়েছে আপনি এটি থেকে তিনটি দেশের ১৬০টি সার্ভারের যে কোনটিতে কানেক্ট করে ভিপিএনটি ব্যবহার করতে পারবেন। ভিপিএনটি আনলিমিটেড ডাটার পাশাপাশি উচ্চ স্তরের ইনক্রিপশন ওয়ার গার্ড প্রটোকল অফার করে থাকে। Proton ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

বেস্ট ফ্রি ভিপিএন - NordVPN

আমাদের লিস্টে চতুর্থ নম্বরে থাকা ভিপিএনটি হচ্ছে NordVPN, গুগল প্লে স্টোরে এই ভিপিএনটির রেটিং 4.0 এবং ভিপিএনটি টোটাল 50M+ ডাউনলোড হয়েছে। এই ভিপিএনটি ফ্রি ভিপিএন এর মধ্যে সেরা একটি ভিপিএন। এই ভিপিএনটি তে আপনারা 60 টি দেশ এবং 5,200+ সার্ভার পেয়ে যাবেন। এটি আপনাকে দুর্দান্ত গতি, আনলিমিটেড ডাটা, অ্যাড ব্লকার এবং ৩০ দিনের ফ্রী ট্রায়াল অফার করে থাকে আপনাকে টপ লেভেলের নিরাপত্তা প্রদান করে থাকে।


আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য সেফ এবং সেরা একটি vpn খুঁজে থাকেন তাহলে NordVPN আপনার জন্য ভালো একটি চয়েস হতে পারে। Nord ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

বেস্ট ফ্রি ভিপিএন - Surfshark VPN

আমাদের লিস্টে পঞ্চম নম্বরে থাকা ভিপিএন টি হচ্ছে Surfshark ভিপিএন। গুগল প্লে স্টোরে ভিপিএন টি রেটিং হচ্ছে 4.3 এবং ভিপিএনটি টোটাল 10M+ ডাউনলোড হয়েছে। এটি ফ্রী ট্রায়াল প্রদানের পাশাপাশি এক মাসের মানিব্যাগ গ্যারান্টিও প্রদান করে থাকে। ভিপিএনটি তে আপনারা অ্যাড ব্লকার, অ্যান্টি ট্র্যাকার, অ্যান্টি ম্যালওয়ার, একটি অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ডিভাইস এ কানেক্ট করার সুবিধা প্রদান করে থাকে।


এই ভিপিএন এ একটি হাই লেভেলের এনক্রিপশন এবং জিপিএস স্ফুপিং রয়েছে এছাড়াও একটি আপনাকে নিরাপদ প্রটোকল অফার করে থাকে। Surfshark ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

বেস্ট ফ্রি ভিপিএন - SuperVPN

আমাদের লিস্টে ষষ্ঠ নম্বরে থাকা ভিপিএনটি হচ্ছে SuperVPN, এটি সেরা ফ্রি ভিপিএন গুলোর মধ্যে বেশ জনপ্রিয় একটি ভিপিএন। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং হচ্ছে 4.3 এবং ভিপিএনটি টোটাল 100M+ ডাউনলোড হয়েছে। এই ভিপিএনটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারে কোন ধরনের লগইন করার প্রয়োজন নেই। সাধারণভাবে এটিকে ইন্সটল করে আপনার পছন্দ অনুযায়ী সার্ভার বেছে নিয়ে আপনি এটিকে ব্যবহার করতে পারেন।


এ ভিপিএনটি ফ্রি হলেও এর দুর্দান্ত স্পিড আপনাকে মুগ্ধ করবে। এই ভিপিএনটি কানেক্ট করার সময় আপনাকে অ্যাড শো করবে সাধারণভাবে অ্যাডটি স্ক্রিপ করে ব্যবহার করতে পারবেন। Super ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

বেস্ট ফ্রি ভিপিএন - Secure VPN

আমাদের লিস্টে সপ্তম নম্বরে থাকা ভিপিএনটি হচ্ছে Secure VPN, এটিও ফ্রি ভিপিএন এর মধ্যে বেশ জনপ্রিয় একটি ভিপিএন। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং 4.3 এবং ভিপিএনটি টোটাল 100M+ ডাউনলোড হয়েছে। এই ভিপিএন টির দুইটি ভার্সন রয়েছে একটি ফ্রি এবং অপরটি প্রিমিয়াম। ফ্রি ভার্সনেও আপনারা অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন এবং আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।


এটিতেও লগইনের কোন ধরনের ঝামেলা নেই শুধু ইন্সটল করে সাধারণভাবে ব্যবহার করতে পারবেন।Secure ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে খুব সহজেই ভিপিএনটি ডাউনলোড করে নিতে পারবেন।

শেষ কথাঃ বেস্ট ফ্রি ভিপিএন - Best free VPN for Android

প্রিয় পাঠক আমরা এতক্ষন আলোচনা করলাম Best free VPN for Android সম্পর্কে। আশা করি আমাদের এই ব্লক পোষ্টের মাধ্যমে Best free VPN for Android সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমন বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে এমন নতুন নতুন ব্লগ পাবলিশ করে থাকি। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মত আমি বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকুন, আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url