সংবাদপত্র রচনা - সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা

প্রিয় পাঠক আপনি কি সংবাদপত্র রচনাটি খুজছেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আমারা এ ব্লগ পোস্টে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা এবং সংবাদপত্র রচনা রচনাটি তুলে ধরেছি। আশা করি ব্লগ পোস্টে উল্লিখিত সংবাদপত্র রচনাটি আপনাদের উপকারে আসবে।
সংবাদপত্র রচনা
প্রিয় পাঠক আপনি যদি সংবাদপত্র রচনাটি পড়তে ইচ্ছুক হন তাহলে আমাদের এই ব্লগ পোস্টটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন। চলুন তাহলে আর দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক।

সূচিপত্রঃ সংবাদপত্র রচনা - সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা

ভূমিকাঃ সংবাদপত্র রচনা

সংবাদপত্র বর্তমান সভ্যতার একটি অপরিহার্য অঙ্গ। সমগ্র বিশ্বের খবরাখবর আমাদের সামনে তুলে ধরে সংবাদপত্র। আনন সংবাদপত্র হলো সাম্প্রতিক ইতিহাসের সারাংশ। সংবাদপত্রবিহীন কোনো দেশ কিংবা জাতি অন্ধ, পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপের মতো।

সংবাদপত্রের উৎপত্তি ও ইতিহাস

সংবাদপত্র কখন কোন দেশে প্রথম প্রচলিত হয়েছিল তা বলা কঠিন। তবে চীন দেশেই প্র সংবাদপত্রের আবির্ভাব ঘটে বলে জানা যায়। ইউরোপীয় দেশসমূহের মধ্যে সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় ইতালিতে। জনশ্রুতি আছে ইউরোপের ভেনিস শহরে সর্বপ্রথম সংবাদপত্র মুদ্রিত হয়। ইংল্যান্ডে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় রানি প্রথম এলিজাবেথের রাজত্বকালে। পাক-ভারতে মোগল রাজকর্মচারীদের মধ্যে একপ্রকার হস্তলিখিত সংবাদপত্র বিপি হতো এবং তা রাজধানী দিল্লি থেকে প্রকাশিত ও প্রচারিত হতো। 
আরও পড়ুনঃ বিজয় দিবস রচনা
তবে এদেশে সংবাদপত্রের প্রচার পাশ্চাত্য প্রভাবের ফল। বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এটি ইংরেজি সংবাদপত্র। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র মাসিক 'দিকদর্শন' ও সাপ্তাহিক সমাচার দর্পণ খ্রিষ্টান মিশনারি কর্তৃক শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ও প্রচারিত হয়। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত 'সংবাদপ্রভাকর'। বর্তমান বিশ্বে ছাপাখানার উৎকর্ষের ফলে সংবাদপত্রের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে।

এদেশের সংবাদপত্র

আমাদের মতো অনুন্নত দেশেও সংবাদপত্রের ছড়াছড়ি এবং পাঠকেরও অভাব নেই। বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর মধ্যে— ইত্তেফাক, ইনকিলাব, সমকাল, সংবাদ, যুগান্তর, জনকণ্ঠ, ভোরের কাগজ, বর্তমান দিনকাল, প্রথম আলো, মানবজমিন, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ অবজারভার, ডেইলিস্টার, মর্নিং নিউজ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য।

সংবাদপত্রের প্রয়োজনীয়তা

সংবাদপত্র অফুরন্ত জ্ঞানভান্ডার। সংবাদপত্র সারা বিশ্বকে মানুষের চোখের সামনে তুলে ধরে। দেশ বিদেশের রাজনীতিক, আর্থনীতিক সাংস্কৃতিক এবং খেলাধুলার সংবাদ ও সমালোচনা মানুষের সম্মুখে উপস্থাপন করে তার জ্ঞানকে প্রশস্ততর করে এবং চিন্তাকে বিস্তৃত করে। সংবাদপত্র ব্যতীত কোনো মানুষের জ্ঞান ও শিক্ষা পূর্ণভাবে বিকশিত হয় না। গ্রন্থগত শিক্ষা সংকীর্ণ ও সীমাবদ্ধ। সংবাদপত্র পাঠে বিশ্বের অত্যাধুনিক ধ্যান-ধারণার সঙ্গে খুব সহজেই পরিচিত হওয়া যায়।
তাছাড়া সংবাদপত্রে সংবাদ ব্যতীত নানা প্রকার সাহিত্য, বিজ্ঞান ও ক্রীড়া বিষয়ক বিবরণ, বাজারদর, শেয়ার মার্কেটের খবর প্রকাশিত হয়। সুতরাং সংবাদপত্র শিক্ষিত, অর্ধ-শিক্ষিত, ব্যবসায়ী, ছাত্রছাত্রীসহ সকল শ্রেণির মানুষেরই জ্ঞান বৃদ্ধি করে এবং প্রয়োজনীয় খবরাখবর জেনে কৌতূহল নিবৃত্ত করে। এছাড়াও জনমত গঠনে এর রয়েছে অনন্য ভূমিকা।

জনমত গঠনে সংবাদপত্র

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা থাকে জনগণের হাতে। ক্ষমতাসীনরা সবসময় তাদের কাজকর্মকে জোর গলায় ইতিবাচক বলে প্রচার করে। আর বিরোধীরা তাকে একেবারেই প্রত্যাখ্যান করে। কিন্তু সংবাদপত্র উভয় পক্ষের মতামত, যুক্তি ও তথ্যনির্ভর আলোচনা প্রকাশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের অভিমত গঠন করতে পারে। সংবাদপত্রের পাতায় চিঠিপত্র, কলাম লেখকদের তর্ক-বিতর্ক, যুক্তিপ্রদান ও যুক্তিখণ্ডন ইত্যাদি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার ক্ষেত্র বিশেষে সংবাদপত্রে বড়ো ধরনের নেতিবাচকতাও পরিলক্ষিত হয়।

সংবাদপত্রের নেতিবাচক প্রভাব

সংবাদপত্র জনগণের সঙ্গে সরকারের সংযোগ সাধন করে। এ যুগে প্রত্যেক ব্যক্তির অধিকার আছে সংবাদপত্রের মাধ্যমে তার স্বাধীন মতামত প্রকাশ করার। তবে কখনো কখনো এর ক্ষতিকর প্রভাবও লক্ষ করা যায়। আমাদের দেশে সংবাদপত্রগুলো ব্যক্তি, গোষ্ঠী বা দলের মালিকানায় প্রকাশিত হয়। আবার কিছু কিছু পত্রিকা রয়েছে যেখানে সরকারের মদদপুষ্ট কিছু লোক একতরফাভাবে সংবাদ পরিবেশন করে।
প্রায়ই দেখা যায় সাংবাদিকগণ কিংবা পরিচালকগণ অথবা অগণতান্ত্রিক সরকারগুলো সংবাদপত্রকে দলগত ও সম্প্রদায়গত স্বার্থ সিদ্ধির অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এতে জনগণ বিভ্রান্ত হয়। তখনই সংবাদপত্র তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে। সত্যের পরিবর্তে অসত্যকে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করে। তদুপরি এ বিশ্বায়নের যুগে সংবাদপত্রের অবদানকে কোনোক্রমেই অগ্রাহ্য করার উপায় নেই।

উপসংহারঃ সংবাদপত্র রচনা

জনসেবা সংবাদপত্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের কর্তব্য হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণকে সঠিক পথে পরিচালিত করা। সংবাদপত্র মালিক কিংবা সাংবাদিকদের দলীয় কিংবা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। দেশবাসীর মানসিক উন্নয়নে এবং জাতিগঠনে সংবাদপত্রের ভূমিকা অসামান্য। তাই মানসম্মত সংবাদ পরিবেশনে এই বিষয়ে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ক্ষমতাসীন সরকারকে সংবাদপত্রের স্বাধীনতা হরণ না করে কিংবা সংবাদপত্রের ওপর নানা রকম বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থেকে স্বাধীন মতামত প্রদানের সুযোগ দিতে হবে। এতে সরকারেরও আত্মসমালোচনার জায়গাটি তৈরি হবে এবং দেশ ও জাতি উপকৃত হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url