বীমা কাকে বলে - জীবন বীমা কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। বীমা কাকে বলে? জীবন বীমা কাকে বলে? আপনি যদি এই
সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আমরা এই
আর্টিকেলে বীমা কাকে বলে, জীবন বীমা কাকে বলে এছাড়াও বীমা সম্পর্কিত বিভিন্ন
ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
প্রিয় পাঠক আপনি যদি বীমা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ধারণা পেতে ইচ্ছুক হয়ে
থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।
চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।
সূচিপত্রঃ বীমা কাকে বলে - জীবন বীমা কাকে বলে
ভূমিকা
টেলিভিশনের একটা বিজ্ঞাপন। বিষয়বস্তু হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে।
টেলিভিশনের পর্দায় এটা দেখে স্ত্রী হা-হুতাশ করছেন। সকল শ্রমিক নিরাপদে বেরিয়ে
আসতে পেরেছে এটাও প্রচারিত হচ্ছে। স্বামী স্ত্রীকে প্রবোধ দিচ্ছেন তাদের
ফ্যাক্টরিটি একটা বিমা কোম্পানিতে বিমাকৃত। তাই, ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে।
এই যে সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা, মানুষ মারা গেলে নির্দিষ্ট
পরিমাণে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা- এর সবই বিমার বদৌলতে সম্ভব হচ্ছে।
বীমা কাকে বলে
মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক
প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা। বিমা হলো বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সম্পাদিত
এক ধরনের চুক্তি যেখানে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার জীবন ও
সম্পত্তির ঝুঁকি নিজের কাঁধে গ্রহণ করে। সমাজে দু'ধরনের বিমা প্রতিষ্ঠান মূলত কাজ
করে। এর একটি হলো জীবন বিমা ও অন্যটি হলো সাধারণ বা সম্পত্তি বিমা।
জীবন বীমা কাকে বলে
মানুষের মৃত্যুজনিত ও জীবন সম্পর্কিয় ঝুঁকি যে বিমা ব্যবস্থায় বিমা করা হয় তাকে
জীবন বিমা বলে। এটি নিশ্চয়তার চুক্তি। অর্থাৎ বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা
ব্যক্তি অক্ষম হলে কত টাকা ক্ষতি হবে যেহেতু তা নিরূপণ করা যায় না তাই বিমা
কোম্পানি চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা
দিয়ে থাকে। ব্যক্তি মারা গেলে বা অক্ষম হলে বিমা কোম্পানি প্রতিশ্রুত অর্থ
প্রদানে বাধ্য থাকে। স্বাস্থ্য বিমা, হাসপাতাল বিমা, বৃত্তি বিমা, পেশাগত রোগ
বিমা, ঝুঁকিগত দুর্ঘটনা বিমা-এরূপ বিমার আওতাভুক্ত।
সম্পত্তি বীমা কাকে বলে
সম্পত্তির ঝুঁকি যে বিমা ব্যবস্থায় বিমা করা হয় তাকে সম্পত্তি বিমা বলে। সম্পত্তি
বিমাকে সাধারণ বিমাও বলা হয়ে থাকে। এটি ক্ষতিপূরণের চুক্তি। অর্থাৎ বিমাকৃত
সম্পত্তির আংশিক বা সামগ্রিক যে কোনো ধরনের ক্ষতি হলে বিমা কোম্পানি তা পরিশোধ
করে থাকে। নৌ-পথে চলাচলকৃত জাহাজ, জাহাজে বাহিত পণ্য ও মাশুলের জন্য নৌ বিমা,
গুদামের মালামাল, কারখানা ইত্যাদির অগ্নিজনিত ক্ষতির জন্য অগ্নিবিমা, সড়কপথে
চলাচলকৃত বিভিন্ন যানের জন্য যানবাহন বিমা ইত্যাদি এর বিষয়বস্তু।
ব্যবয়য়ে বীমার প্রয়োজনীয়তা
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন ও এর সহায়ক যে কোনো বৈধ কাজকে ব্যবসায়
বলে। ব্যবসায়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি বলতে আর্থিক
ক্ষতির সম্ভাবনাকে বুঝায়। এই ক্ষতির বোঝা মাথায় নিয়েই একজন ব্যবসায়ীকে ব্যবসায়
করতে হয়।
আরও পড়ুনঃ অর্থায়ন কাকে বলে
কিন্তু সেই ক্ষতি যদি তার সারা জীবনের সাধনাকে নিমিষেই নিঃশেষ করে দেয়, অজানা
আশঙ্কা যদি তাকে সবসময়ই তাড়া করে ফেরে তবে ব্যবসায়ীর পক্ষে স্বাচ্ছন্দ্যে ব্যবসায়
করা সম্ভব হয় না। এই সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করার জন্যই বিমা ভূমিকা রেখে
চলেছে। নিম্নে ব্যবসায়ে বিমার প্রয়োজনীয়তা সংক্ষেপে তুলে ধরা হলো-
ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস
ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা সবসময়ই ব্যবসায়ীদের তাড়া করে ফেরে।
কারখানাতে আগুন লাগতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, যানবহন দুর্ঘটনায় পতিত হতে
পারে, কাজ করতে যেয়ে শ্রমিক দুর্ঘটনার শিকার হতে পারে,
পণ্যমূল্য কমে যেতে পারে- এভাবে নানান ঝুঁকির কারণে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়া
অসম্ভব নয়। এই সকল ঝুঁকিই ব্যবসায়ী প্রিমিয়াম দিয়ে তা বিমা কোম্পানির ওপর অর্পণ
করতে পারে। যেখানে ঝুঁকির সৃষ্টি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকে। তাই
ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূরীকরণে বিমার কোনো বিকল্প নেই।
বিনিয়োগে উৎসাহ সৃষ্টি
বিনিয়োগের সাথে ঝুঁকি জড়িত। ঝুঁকি যত বেশি হয় লাভের সম্ভাবনাও তত বেশি থাকে।
কিন্তু তাই বলে খুব বেশি ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ ব্যবসায়ের অস্তিত্বকেই ঝুঁকির
সম্মুখীন করতে পারে। ফলে যতটুকু ঝুঁকি বহনযোগ্য ব্যবসায়ীরা ততদূর বিনিয়োগে আগ্রহী
হয়।
এরূপ বিনিয়োগের ঝুঁকির মধ্যে কিছু বিষয় থাকে যা বিমাযোগ্য আবার কিছু বিষয় থাকে
যেখানে বিমা করা যায় না। কারখানায় আগুনের ঝুঁকি, জাহাজের সমুদ্র ডুবির ঝুঁকি
ইত্যাদি বিমা করা যায়। ফলে বিমার কারণেই এ ধরনের ক্ষেত্রে বিনিয়োগে ব্যবসায়ীরা
উৎসাহ বোধ করে।
আরও পড়ুনঃ ব্যবসায় অর্থায়ন কাকে বলে
তবে নতুন প্রযুক্তি আসার ফলে পুরনো প্রযুক্তির ঝুঁকি, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে
সৃষ্ট ঝুঁকি ইত্যাদি বিমা করা যায় না। বিমাযোগ্য ঝুঁকির আওতা যত বাড়ে ব্যবসায়ীরাও
সে সকল খাতে বিনিয়োগে ততই এগিয়ে আসে। বিমা এ ধরনের সুযোগ না দিলে এত বেশি বিনিয়োগ
ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হতো না।
বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন
বৈদেশিক ব্যবসায়ে দু'টি দেশের ব্যবসায়ীদের মধ্যে লেনদেন হওয়ায় সেখানে ঝুঁকির
মাত্রা স্বভাবতই বেশি থাকে। পণ্য পাঠাতে বা পণ্য সংগ্রহে বিলম্ব, নৌ পথে পণ্য
প্রেরণে নানান ধরনের ঝুঁকি, মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা, প্রেরিত পণ্য নিয়ে
অভিযোগ ইত্যাদি নানান বিষয় এক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি করে।
বিমা এ সকল ক্ষেত্রে রপ্তানি বিমা, রপ্তানি ঋণ বিমা, রপ্তানি ক্রেডিট গ্যারান্টি
স্কীম, নৌ-বিমা ইত্যাদির ব্যবস্থা করে বৈদেশিক ব্যবসায়কে সহজ ও ঝুঁকিমুক্ত করতে
সহায়তা করে। ফলে ব্যবসায়ীরা নির্দ্বিধায় বৈদেশিক ব্যবসায়ে অংশগ্রহণ করতে পারে।
এতে দেশ ও ব্যবসা-বাণিজ্য উপকৃত হয়।
কর্মী মনোবল বৃদ্ধি
বিমা ঝুঁকি হ্রাস করেই শুধু ব্যবসায়ের উন্নয়নে সহযোগিতা করে না এর সংশ্লিষ্ট
কর্মীদের মনোবল উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা ব্যবসায় প্রতিষ্ঠান যখন
ঝুঁকির মাত্রা সীমিত রেখে ব্যবসায় পরিচালনা করে এগিয়ে যেতে পারে তখন
স্বাভাবিকভাবেই ঐ ব্যবসায়ের স্থায়িত্ব এবং মালিক পক্ষের মনোবল বাড়ে।
আরও পড়ুনঃ রাষ্ট্রীয় ব্যবসায় কি
যা জনশক্তিকেও স্বভাবতই প্রভাবিত করে। সেইসাথে প্রতিষ্ঠান শ্রমিক-কর্মীদের জন্য
যখন বিভিন্ন ধরনের বিমা পলিসি সংগ্রহ করে তখন কর্মীরা প্রত্যক্ষভাবে এর দ্বারা
উপকৃত হয়। শ্রমিকদের ক্ষতিপূরণ বিমা, স্বাস্থ্য বিমা, গ্রুপ বিমা, ইত্যাদি করার
মাধ্যমে প্রতিষ্ঠান কর্মীদের জীবনের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে কর্মীরা
প্রণোদিত হয় ও প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে।
শেষ কথা
প্রিয় পাঠক আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি আপনারা বীমা সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছেন। আর্টিকেলটি ভালো লাগলে
অন্যদের সাথে শেয়ার করুন। আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এমন
বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন, আমরা
নিয়মিত আমাদের ওয়েবসাইটে নতুন নতুন আর্টিকেল পাবলিশ করে থাকি। আপনাদের সুস্থতা
কামনা করে আজকের মত আমি বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url