যানজট অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি যানজট অনুচ্ছেদটি খুঁজছেন? যদি খুঁজে
থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলে আপনাদের জন্য
যানজট অনুচ্ছেদটি তুলে ধরেছি। আমরা সকলেই জানি শহরের জীবনে অন্যান্য সমস্যাগুলোর
মধ্যে যানজট অন্যতম।
আশা করি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি অনুচ্ছেদটি পড়তে ইচ্ছুক হয়ে
থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।
চলুন তাহলে আর সময় নষ্ট না করে নিচে উল্লেখিত অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক।
যানজট অনুচ্ছেদ
বাংলাদেশে আধুনিক নাগরিক জীবনের অন্যতম সমস্যা যানজট। রাজধানী ঢাকাসহ প্রায়
প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে যানজটের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কগুলোতেও
প্রায়শ যানজট লেগে থাকে। ফলে জনজীবনে সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ ও দুঃসহ ভোগান্তি।
শহুরে জীবনের গতিময়তা ও প্রাণচঞ্চলতা দিন দিন কমে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে
আটকা পড়ে নগরবাসী তাদের জীবনের মূল্যবান শ্রমঘণ্টা হারাচ্ছে।
যানজট এখন জনদুর্ভোগের অন্যতম কারণ। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, উন্নত
দেশের তুলনায় বাংলাদেশে যানবাহনের সংখ্যা প্রায় ৩০ গুণ বেশি। এ হিসেবে বাংলাদেশের
সড়কপথে অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে যানজট সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক। তাছাড়া,
প্রধান প্রধান সড়কে পথচারীর জন্য প্রয়োজনীয় ফুটপাত না থাকা, অবৈধ পার্কিং, ফুটপাত
দখল, ট্রাফিক ও নিরাপত্তা আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকা, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত
চালকের অপ্রতুলতা,
আরও পড়ুনঃ সততা অনুচ্ছেদ
অপ্রশন্ত সড়ক ও নিম্নমানের রাস্তা, সর্বোপরি দ্রুত ও আগে যাবার জন্য অসম
প্রতিযোগিতা ইত্যাদির ফলে যানজট সমস্যার সৃষ্টি হয়ে থাকে। অপরিকল্পিতভাবে ওয়াসা,
ডেসা, গ্যাস, টেলিফোন কর্তৃপক্ষ একই রাস্তা একাধিকবার খোঁড়াখুঁড়ি করছে। ওয়ার্কশপ,
গ্যারেজ, ফেরিওয়ালা, পালিশওয়ালা, তরকারিওয়ালা, মাছওয়ালা রাস্তাকে নিজ বাড়িঘরের
মতো ব্যবহার করছে। জনসাধারণের জন্য যতটুকু রাস্তা বরাদ্দ ছিল তাও মুসাফির-ভিখারির
দখলে।
এছাড়া যানজট নিরসনের জন্য সরকারের ত্বরিত কর্মপন্থা নির্ধারণের অভাবসহ আরও
নানাবিধ কারণ রয়েছে। দিন দিন রাজধানী ঢাকা শহর মাত্রাতিরিক্ত যানজটের অসহনীয়
মহানগরে পরিণত হয়েছে। যানজটের ফল খুবই ভয়াবহ। যানজট নানাভাবে একটি দেশ ও জাতির
ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যানজটে সবচেয়ে বেশি ক্ষতি হয় দেশের
অর্থনীতি।
আরও পড়ুনঃ মে দিবস অনুচ্ছেদ
যানজটের কারণে যাতায়াত ব্যবস্থায় যে বিঘ্ন ঘটে তাতে লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট
হয়ে যায়। সবচেয়ে বেশি নষ্ট হয় কাঁচামাল। যানজটের বিধায় জিনিসপত্রের দাম কারণে
সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে মালামাল পৌঁছতে পারে না বেড়ে যায় এবং এতে করে মানুষের
অনেক ভোগান্তি হয়। এছাড়া মুমূর্ষু রোগীসহ আরও শত শত মানুষের বিভিন্ন রকম অসুবিধা
ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে যানজটের জন্য।
যানজট সমস্যা দ্রুত নিরসন না করলে আমরা গতিময় বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারব না।
কিন্তু প্রত্যেকের সদিচ্ছা থাকলে অসুবিধাগুলো দূর করে সুষ্ঠু জীবনযাত্রা নির্বাহ
করা যায়। বাড়তি রিকশা বন্ধ করে, রাস্তার জঞ্জাল সরিয়ে ফুটপাত ঝামেলামুক্ত করা
যায়। অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে পারলে যানজট অনেকটা কমবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url