বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ভাব সম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনারা অনেকে বিভিন্ন ভাব সম্প্রসারণ খুঁজে থাকেন তাই আমরা আমাদের আর্টিকেলটিতে আপনাদের জন্য বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ভাব-সম্প্রসারণটি তুলে ধরেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি।
বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ভাব সম্প্রসারণ
আশা করি ভাব-সম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

মূলভাবঃ প্রকৃতির বাইরে যে সৌন্দর্য রয়েছে তা কৃত্রিম। তাই মাতৃকোলে শিশুকে যেমন মানায় তেমনই বনের পরিবেশেই বন্য প্রাণীর আসল সৌন্দর্য ধরা পড়ে।
সম্প্রসারিত ভাবঃ বন-জঙ্গলই বন্যপ্রাণীর অবাধ বিচরণক্ষেত্র। এসব প্রাণীকে শখের বসে লোকালয়ে আবদ্ধ করে রাখলে তাদের স্বাভাবিক সৌন্দর্য স্নান হতে বাধ্য। বন-জঙ্গলে বাঘের যে ক্ষিপ্রতা, ভয়ংকর গর্জন তা চিড়িয়াখানায় পাওয়া যায় না। আবার মায়ের কোলে শিশু। যেমন সুন্দর দেখায় অন্য কারো কোলে শিশুকে তেমন সুন্দর লাগে না। গাছে যেমন ফুলকে সুন্দর লাগে, ফুলদানিতে তেমন নয়- এসবই প্রমাণ করে যথার্থ স্থান ছাড়া যথার্থ সৌন্দর্য বিকশিত হয় না। প্রকৃতি সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছে। কিন্তু মানুষ তার প্রয়োজনে এত স্বার্থপর যে প্রকৃতির সৌন্দর্যহানি করে গড়ে তোলে ইমারত; নদী-নালা, খাল-বিল বন্ধ করে বাঁধ নির্মাণ করে, ফলে স্বভাবতই প্রকৃতি তার সৌন্দর্য হারিয়ে ফেলে। একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী মানুষের সীমাহীন চাহিদায় প্রকৃতির ওপর নগ্ন হস্তক্ষেপ; ধেয়ে আসে সিডর, আইলা, সুনামির মতো ভয়ংকর বিপদ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক মানুষের প্রয়োজনে বন- জঙ্গল ধ্বংস করে আবাদি জমির ব্যবস্থা করাতেও হয়তো মানুষ কিছুটা সুবিধা লাভ করেছে; কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের চরম মূল্য একদিন দিতে হবে। শিল্পীর রংতুলিতে যেমন কোনোকিছু সুন্দর হয়ে ধরা পড়ে তেমনই বিধাতার পৃথিবী বড়োই সুন্দর। অথচ মানুষ প্রয়োজন-অপ্রয়োজনে এর মূলে আঘাত হানছে। বিশ্বে মানুষ চেষ্টা করলে প্রকৃতির ওপর এরূপ অবিচার ছাড়াও পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তুলতে পারত। যার যেখানে যেভাবে জায়গা তাকে সেইভাবে স্থান করে দিয়ে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যকে বজায় রাখা উচিত।
মন্তব্যঃ অতএব প্রকৃতিকে তার নিয়মে চলতে দেওয়াই বিচক্ষণতার কাজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url