চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাব সম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। বাংলা পরীক্ষার ক্ষেত্রে তাই কমবেশি সকল
শিক্ষার্থীদেরকেই বিভিন্ন প্রকার ভাব সম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি
চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাব সম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে সঠিক জায়গায়
চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিকে আপনাদের জন্য এই ভাব সম্প্রসারণটি একটি
তুলে ধরেছি।
আশা করি ভাব সম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। । প্রিয় পাঠক আপনি যদি ভাব
সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে
সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত
ভাব সম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।
চরিত্র মানুষের অমূল্য সম্পদ
মূলভাবঃ মানুষের সর্বোৎকৃষ্ট গুণাবলির মধ্যে চরিত্র অন্যতম। উৎকর্ষ কিংবা অপকর্ষ নির্ভর
করে চরিত্রের ওপর। তাই উত্তম চরিত্রের মানুষ সর্বক্ষেত্রেই মানসম্মান পান;
অন্যদিকে চরিত্রহীন মানুষ সর্বত্রই ঘৃণিত।
সম্প্রসারিত ভাবঃ চরিত্রের
মধ্যেই খুঁজে পাওয়া যায় মনুষ্যত্ব। একটি ফুলের সৌন্দর্য আর সুরভি যেমন ফুলের
সার্থকতা বহন করে; তেমনই উত্তম চরিত্রের মধ্যেই, মানুষের সার্থকতা। তাই বিখ্যাত
ইংরেজ লেখক স্যামুয়েল স্মাইল্স্ তার 'Character' প্রবন্ধে যথার্থই উল্লেখ
করেছেন- 'The Crown and glory of life is character', প্রকৃতপক্ষে সততা,
সত্যনিষ্ঠা, প্রেম, পরোপকার, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতা যা চরিত্রের
মৌলিক উপাদান। আর উত্তম চরিত্রের মানুষই তারা- যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং
স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনে চরিত্রের এসব উপাদানকে গ্রহণ করে। ফলে এর
বহিঃপ্রকাশে সমাজ-সংস্কৃতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের উত্তম চরিত্রের
মানুষ তাই একসময় রাষ্ট্রের সম্পদে পরিণত হয়। সমাজ, দেশ এবং জাতি অনেক উপকৃত হয়।
কিন্তু আধুনিক যুগে চরিত্র গঠনের চেয়ে মানুষের ব্যাপক ঝোঁক দেখা যায় অর্থ
উপার্জনে। তবে একথা অনস্বীকার্য যে, জীবনে অর্থের প্রয়োজন রয়েছে। তবে অর্থসম্পদের
সুষম বণ্টন ব্যতীত কোনো জাতিই তার মূল লক্ষ্যে পৌঁছতে পারে না। আর উত্তম-চরিত্রের
মানুষই পারে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে গণমানুষের সার্বিক কল্যাণ সাধন
করতে।
মন্তব্যঃ পৃথিবীতে যেসব মনীষী
উত্তম চরিত্রের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন- সেসব মনীষীদের জীবন এবং কর্ম আমাদের
জীবন চলায় পাথেয় করতে হবে। আর উত্তম চরিত্র গঠন করাই প্রতিটি মানুষের সাধনা হওয়া
উচিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url