বাংলাদেশের কৃষক অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি বাংলাদেশের কৃষক অনুচ্ছেদটি খুঁজছেন? যদি
খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে
আপনাদের জন্য বাংলাদেশের কৃষক অনুচ্ছেদটি তুলে ধরেছি।
আশা করি অনুচ্ছেদটি আপনাদের বাংলা পরীক্ষার ক্ষেত্রে উপকারে আসবে। প্রিয় পাঠক
আপনি যদি অনুচ্ছেদটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে মূল বিষয়ে
যাওয়া যাক।
বাংলাদেশের কৃষক
সুজলা-সুফলা শস্য-শ্যামলা আমাদের এই দেশ। এদেশের সিংহভাগ মানুষের প্রধান জীবিকা
কৃষি। তাই এদেশের অধিকাংশ মানুষই কৃষক। এদেশের কৃষকদের জীবন দুঃখ-দারিদ্র্যে
ভরপুর, যদিও এদেশের অর্থনীতি কৃষি নির্ভর। আপন সুখ-শান্তি বিসর্জন দিয়ে তারা
জাতির জন্য নিরলস কাজ করে। বাংলার কৃষককুল বহুকাল ধরেই শোষণ-বঞ্চনার শিকার। অভাব
তাদের নিত্যদিনের সঙ্গী। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কঠিন মাটিতে সোনার ফসল
ফলায়, কিন্তু সেই ফসলের ন্যায্য দাম তারা পায় না। তারা যা পায় তা হলো শোষণ,
বঞ্চনা, ক্ষুধা, দারিদ্র্য। বাংলার কৃষকের চাওয়া অত্যন্ত সীমিত। কেবল খেয়ে পরে
বেঁচে থাকা, কিন্তু সে অধিকার থেকেও তারা বঞ্চিত। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত
বৃদ্ধির ফলে কৃষকদের মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে। দেশের কৃষকদের একটা বড়ো
অংশ ভূমিহীন। ভাগে জমি চাষ করে ফসলের অর্ধেকটাই দিয়ে দিতে হয় জমির মালিককে।
তাছাড়া জমি চাষাবাদের জন্য আধুনিক যন্ত্রপাতি ও ভালো বীজ, সার, কীটনাশক ইত্যাদি
না কিনতে পারায় ফসলের ফলনও ভালো হয় না। যার কারণে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিও
ঘটে না। সে যে দরিদ্র সেই দরিদ্রই থেকে যায়। এছাড়াও রয়েছে মহাজন নামে আর এক শোষক
যার কাছ থেকে কৃষকরা চড়া সুদে ঋণ গ্রহণ করে সর্বস্বান্ত হয়ে পড়ে। কৃষকদের এ
দুরবস্থার অন্যতম কারণ হলো- বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ
বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে বিপুল সাফল্য লাভ করলেও বাংলাদেশে এখনও সেই
পুরাতন আমলের চাষাবাদ পদ্ধতি অবলম্বন করে। যার কারণে ফসলের ফলনও আশানুরূপ হয় না।
এছাড়া আরও একটি কারণ হচ্ছে কৃষকদের অশিক্ষা। বাংলাদেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত
হওয়ায় তারা বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অজ্ঞ। এসব সমস্যা ছাড়াও আরও আছে
প্রাকৃতিক দুর্যোগ যা কৃষকদের করছে দরিদ্র থেকে দরিদ্রতর। তাই কৃষকদের
ভাগ্যোন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করতে হলে কৃষিতে বিপ্লব প্রয়োজন।
এজন্য কৃষির সঙ্গে সম্পৃক্ত উন্নত-বীজ, সার, কীটনাশক এবং কৃষি পণ্যের ন্যায্য
মূল্যই পারে বাংলাদেশে কৃষি তথা কৃষকের আমূল পরিবর্তন আনতে এবং বাংলাদেশের
অর্থনীতিকে সমৃদ্ধ করতে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url