গ্রন্থগত বিদ্যা ভাব সম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি গ্রন্থগত বিদ্যা ভাব সম্প্রসারণ টি
খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন, কেননা আমরা এই
আর্টিকেলটিতে আপনাদের জন্য গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা, নহে ধন,
প্রয়োজন ভাব-সম্প্রসারণটি তুলে ধরেছি।
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি
যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে মূল বিষয়ে
যাওয়া যাক।
গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা, নহে ধন, প্রয়োজন
মূলভাবঃ গ্রন্থের বিদ্যা অর্জিত
না হলে এবং ধনসম্পদ নিজের কাছে না থাকলে প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো যায় না। তাই
এরূপ বিদ্যাকে বিদ্যা এবং ধনকে ধন বলে আখ্যায়িত করা অবান্তর।
সম্প্রসারিত ভাবঃ গ্রন্থগত
বিদ্যা যা আত্মস্থ করা হয়নি এবং এমন ধনসম্পদ যা নিজের করায়ত্ত হয়নি- এ সমস্তই
নিরর্থক। কারণ প্রয়োজনীয় মুহূর্তে এগুলোর যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না।
পৃথিবীতে মানুষের জীবনে ধনসম্পদ ও বিদ্যার গুরুত্ব অপরিসীম। কিন্তু বিদ্যা যদি
গ্রন্থের ভেতরেই মলাটবদ্ধ অবস্থায় অব্যবহৃত হয়ে পড়ে থাকে, মানুষ যদি তা আত্মস্থ
না করে কিংবা আত্মস্থ করে চলমান জীবনে কাজে লাগাতে না পারে, তবে সে বিদ্যা মূলত
কোনো বিদ্যাই নয়। মলাটবদ্ধ গ্রন্থের বিদ্যাকে মানুষের জীবনে প্রয়োগ করতে হবে।
তবেই সে বিদ্যা পৃথিবীর মানুষের কল্যাণ বয়ে আনবে। অন্যদিকে, নিজের অর্জিত
ধন-সম্পত্তি যদি অন্যের কাছে রক্ষিত থাকে, তবে প্রয়োজনের সময় সেই সম্পত্তি উদ্ধার
করাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। বরং নিজের কাছে থাকা সম্পত্তিই প্রয়োজনের সময়
ব্যবহার করা সম্ভব। সুতরাং সার্থক ও সুন্দর জীবনের প্রয়োজনে বিদ্যাকে গ্রন্থের
বন্দিশালা হতে মুক্ত করে আত্মাস্থ করতে হবে, পরের হাতে রক্ষিত সম্পত্তি নিজের
করায়ত্ত করতে হবে। বিদ্যা ও সম্পদ যখন মানুষের যথার্থ প্রয়োজন মেটায় তখনই তার
সার্থকতা। কিন্তু মানুষের যথার্থ প্রয়োজনে যদি তা কাজে না লাগানো যায়, তবে সেই
বিদ্যা ও অর্থসম্পদের কোনো মূল্য নেই।
মন্তব্যঃ গ্রন্থ পাঠ করার
মাধ্যমে অর্জিত বিদ্যা এবং উপার্জিত ধন- যা নিজের আয়ত্তে থাকে, তাকেই যথাক্রমে
বিদ্যা এবং ধন বলা যায়। তাই প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর জন্য বিদ্যা অর্জন করা
এবং ধনসম্পদ নিজের আয়ত্তে রাখা দরকার।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url