ভাবসম্প্রসারণঃ মেঘ দেখে কেউ করিসনে ভয়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের
ভাব সম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে
তার সূর্য হাসে এই ভাব সম্প্রসারণ কি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে
এসেছেন আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি।
আশা করি ভাব সম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনতে
সাহায্য করবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি করতে ইচ্ছুক হয়ে থাকেন
তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন
তাহলে আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।
মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে
মূলভাবঃ দুঃখ-কষ্ট নিয়েই মানুষের
জীবন। দুঃখের সময় ভেঙে পড়লে চলবে না। কেননা দুঃখের পরেই আসে সুখ। দুঃখের পাশাপাশি
সুখ আসবে এটাই ধ্রুব সত্য।
সম্প্রসারিত ভাবঃ এ সংসারে মানুষ
সর্বদাই সুখের কাঙাল, মানুষের প্রতিদিন প্রতিটি মুহূর্তই সুখের হয়ে উঠুক এটাই
প্রার্থিত। দুঃখকে পরিহার করার সংগ্রামেই মানুষ প্রতিনিয়ত ব্যস্ত হয়ে পড়ে। সুখ
অর্জনের জন্য কষ্টের প্রয়োজন। আর এই কষ্টই হলো দুঃখকে বরণ করে নেওয়া। আর এ দুঃখের
রজনী যতই গভীর হয় সুখের অভ্যুদয় ততই নিকটবর্তী হয়ে আসে। পতঙ্গ আনন্দ বিহারে যতই
উর্ধ্ব গগনে উড্ডীন হতে থাকে, ততই এর পতনের মুহূর্ত নিকটবর্তী হতে থাকে। দুঃখের
রাত্রি পার হয়েই আসে আনন্দঘন সুপ্রভাত। সুখ মানুষকে আনন্দ দেয়। তাই সুখের প্রতিই
তার পক্ষপাতিত্ব। কিন্তু প্রকৃতপক্ষে দুঃখ হতেও যে অমৃত লাভ করা যায়, মানুষ তা
অনুভব করে না। বাস্তব জীবনেও দুঃখ-কষ্টের প্রয়োজন আছে। তাই রবীন্দ্রনাথ বলেছেন,
'দুঃখই জগতের সকল পদার্থের মূল। মাতৃস্নেহের মূল্য দুঃখে, পতিব্রতের মূল্য দুঃখে,
বীর্যের মূল্য দুঃখে, পুণ্যের মূল্য দুঃখে।' দুঃখের অগ্নিপরীক্ষার ভেতর দিয়েই
মানুষের চিত্ত শুচি-শুভ্র হয়ে ওঠে, মানুষ নতুনতর মহিমান্বিত জীবন লাভ করে। সুতরাং
দুঃখের পথ বেয়েই আসে সুখ-শান্তির আয়োজন। মেঘ যতই গভীর ও ঘনতর হয়ে আসুক না কেন,
সূর্যকে গ্রাস করবার বা অবলুপ্ত করবার মতো ক্ষমতা তার নেই। মেঘ কেটে গিয়ে সূর্য
হেসে উঠবেই। পতনোন্মুখ তরঙ্গও আবার পরক্ষণে মাথা উঁচু করে দাঁড়াবে। অমাবস্যার যে
অন্ধকার চন্দ্রকে সাময়িকভাবে গ্রাস করেছে তার বক্ষ বিদীর্ণ করেই হেসে ওঠে নতুন
চন্দ্র। শীত চিরস্থায়ী নয়। শীতের পর বসন্ত আসবেই। শীতের রিক্ত বৃক্ষলতা আবার কচি
শ্যামল পত্র-পল্লবে সুশোভিত হয়ে উঠবে, কোকিলের সুমধুর পঞ্চম তান- এর বুকেই
প্রতিধ্বনিত হবে।
মন্তব্যঃ সুতরাং মানুষের
ভাগ্যাকাশে দুঃখ রূপে কালো মেঘের ঘনঘটায় ভেঙে পড়লে চলবে না, বলিষ্ঠ আত্মবিশ্বাসে
তার মোকাবিলা করতে হবে। তাই সর্বদা মনে রাখতে হবে, দুঃখের কালো মেঘ কেটে একদিন না
একদিন সুখের সোনালি সূর্য হেসে উঠবেই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url