দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাব-সম্প্রসারণটি তুলে ধরেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটি অন্যতম।
আশা করি ভাব-সম্প্রসারণটি পরীক্ষায় লিখে আপনারা ভালো নম্বর আনতে পারবেন। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক।
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
বিদ্বান ব্যক্তি সব সমাজেই আদৃত ও সম্মানিত। কিন্তু দুর্জন বিদ্বান হলেও সকল সমাজেই ঘৃণিত। কেননা দুর্জন বিদ্বানের মোড়কে নিজেকে জড়িয়ে রাখে তার ঘৃণ্য চরিত্রের ততোধিক ঘৃণ্য কাজকে সহজ করে, সমাজের চোখে ধুলো দিয়ে নিজ স্বার্থ হাসিল করতে।
দুর্জন শব্দের আভিধানিক অর্থ দুষ্টজন বা খল ব্যক্তি আর বিদ্বান হলো পণ্ডিত, সুশিক্ষিত, জ্ঞানী ইত্যাদি। কিন্তু একজন খারাপ লোকের শিক্ষার জোর থাকলেও তার জ্ঞান বা সেই শিক্ষার শক্তি মূল্যহীন হয়ে পড়ে তার চারিত্রিক ত্রুটির কারণে। চরিত্র হালা প্রতিটি মানুষের অলংকার। কল্যাণ ও সত্যের প্রতি তীব্র অনুরাগই চরিত্রের বৈশিষ্ট্য। চরিত্রবান ব্যক্তি তার সমস্ত জ্ঞানকে সত্য ও কল্যাণের পথে চালিত করে। মানবকল্যাণে নিমগ্ন চরিত্রবান ব্যক্তি অহংকারহীন ও হিংসা-বিদ্বেষহীন সংযত জীবনেই সুখ খুঁজে পান। বিদ্যা শিক্ষার উদ্দেশ্যই হলো চরিত্র গঠন। কিন্তু, দুর্জনের চিন্তা ও চেতনা বিদ্যার এ ধারা থেকে বিচ্যুত, ফলে সে হয় দুর্জন। তাই কোনো দুর্জন ব্যক্তি বিদ্বান হলে সে তার সমস্ত জ্ঞান অমঙ্গলের পথে, অসুন্দরের পথে কাজে লাগানোর চেষ্টা করে, যা সমাজের জন্য কখনোই কল্যাণকর নয়। দুর্জন সমাজের দুষ্টক্ষত। তার সাহচর্যে সুস্থ চিন্তার অধিকারী ও সুন্দর মনের মানুষের চারিত্রিক স্খলন হতে পারে।
তাই দুর্জন ব্যক্তির বিদ্যার কাছে নত না হয়ে তার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url