ভাবসম্প্রসারণ : পথ পথিকের সৃষ্টি করে না

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি পথ পথিকের সৃষ্টি করে না ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আমরা এই আর্টিকেলটি টা আপনাদের জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি।
পথ পথিকের সৃষ্টি করে না
আশা করি ভাব সম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাব সম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

পথ পথিকের সৃষ্টি করে না, পথিকেই পথের সৃষ্টি করে

মূলভাবঃ পথ ও পথিক পরস্পর সম্পর্কিত। পথিকের পদভারে রচিত হয় নতুন পথ। জীবন সন্ধানী পথিক তার প্রয়োজনেই নতুন পথ ও পন্থা সৃষ্টি করে। কিন্তু পথ পথিকের স্রষ্টা নয়।
সম্প্রসারিত ভাবঃ মানবজীবন চঞ্চল, গতিময়। জীবনের প্রয়োজনে মানুষ নিরন্তর নানা দিকে নানা জায়গায় পরিভ্রমণ করে বেড়ায়। জীবনের উদ্দেশ্য সাধনের জন্য গতানুগতিক পথ পরিহার করে নতুন পথ নিজেকেই তৈরি করে নিতে হয়। নিজের চেষ্টা ও সাধনায় নতুন পথ সৃষ্টি করে পথিক তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে তৎপর হয়ে ওঠে। জীবন পথের দুরন্ত পথিক জানে, পুরনো পথ অনুসরণ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করা যায় না। তাই তাকে নতুন পথের সন্ধান করতে হয়। সকল বাধাবিঘ্ন অতিক্রম করে পথিক তার সৃষ্ট নতুন পথে এগিয়ে যায়। আর এভাবেই এগিয়ে চলার নেশায় অবিরাম চলতে গিয়ে পৃথিবীতে অসংখ্য পথ তৈরি হয়েছে; নির্মিত হয়েছে মানবসভ্যতা। জগতের কৃতি মানুষেরা তাদের জীবনের গতিময় পথ নিজেরাই তৈরি করেছেন এবং মানুষকে নতুন পথ সৃষ্টিতে অনুপ্রাণিত করেছেন। যুগে যুগে অসংখ্য উদ্যমী মানুষ অসংখ্য পথ সৃষ্টি করে মানুষের জীবনকে করেছেন সহজতর। সকল পথ ও পন্থা মানুষেরই তৈরি। কোনো পথ আপনা থেকে সৃষ্ট হয়ে মানুষকে পথিক হতে বলেনি।
মন্তব্যঃ পথের নির্মাতা ও স্রষ্টা মানুষ নিজেই। নিজের সৃষ্ট পথেই মানুষ পথিকরূপে পৃথিবীর সকল প্রান্তে বিচরণ করে। পথ কখনো পথিক সৃষ্টি করেনি। বরং পথিকই নিত্য নূতন পথের স্রষ্টা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url