ভাবসম্প্রসারণঃ চকচক করলেই সোনা হয় না

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের কে বিভিন্ন ভাব সম্প্রসারণ করার প্রয়োজন পড়ে। আপনি যদি চকচক করলেই সোনা হয় না ভাব সম্প্রসারণটি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
চকচক করলেই সোনা হয় না
আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য চকচক করলেই সোনা হয় না ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।

চকচক করলেই সোনা হয় না

মূলভাবঃ বাইরের চাকচিক্য আর সাজসজ্জা দেখে কোনোকিছু মূল্যায়ন করা যায় না। বরং এর অন্তর্নিহিত গুণই তার আসল পরিচয়।
সম্প্রসারিত ভাবঃ জগৎ সংসারে অসংখ্য সুন্দর বস্তু রয়েছে। বাহ্যিক সৌন্দর্যে এগুলো অনন্য হলেও অনেক ক্ষেত্রে অন্তসারশূন্য মাকাল ফলের মতোই- এর ভেতরে সুন্দরের কিছুই নেই। এ বিশ্বে সর্বত্রই সোনা একটি অতি মূল্যবান ধাতু হিসেবে আদৃত হয়; কিন্তু এই সোনার আদলে তামা কিংবা পিতলকে অনেক কষ্টে ঘষেমেজে সোনার মতো উজ্জ্বল করা যায়; কিন্তু তাই বলে তো এগুলো সোনার মতো মূল্যবান নয়। বরং কষ্টিপাথরে যাচাই করলে এগুলো যে নকল আর একেবারে মেকি তা ধরা পড়ে। এ বিশ্ব চরাচরে অসংখ্য মানুষের মাঝে শুধু বেশভূষা আর বাইরের চেহারা দেখে প্রকৃত মহৎ মানুষ মনে করার কোনো যৌক্তিক কারণ নেই। পৃথিবীর রূপ পালটে গেছে, তাই আসল গুণবান মানুষ ভণ্ড, কপট আর প্রতারকদের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে। আর এসব জ্ঞানী-গুণী আর মহৎ মানুষের স্থান দখল করছে এসব মুখোশধারীরা। এ প্রসঙ্গে জনৈক মনীষীর উদ্ধৃতি প্রণিধানযোগ্য 'ভষ্ম মাখিলে যদি সাধু হওয়া যায়, তবে কেন চালকুমড়া গড়াগড়ি খায়'। অর্থাৎ সাধু হওয়া সহজ ব্যাপার নয়; সাধুর পোশাক পরলেই সাধু হয় না। সাধু হওয়ার জন্য সুকঠিন কর্ম আর একনিষ্ঠ সাধনার প্রয়োজন। কিন্তু বর্তমান বিশ্বে বাইরের রূপটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। যিনি সুন্দর পোশাক-পরিচ্ছদ, অঢেল টাকা পয়সার অধিকারী তাকেই সমাজে গুণবান বলে দেওয়া হয় স্বীকৃতি। অথচ যার তেমন অর্থসম্পদ নেই, কিন্তু তার একটি সুন্দর মন রয়েছে, দেশ- জাতির প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে- এ সমাজে তার মূল্য নেই।
মন্তব্যঃ কপট লোকেরা সুন্দর মুখশ্রীতে নিজেদের সব অপকর্ম ঢেকে রাখে। তাই বাহ্যিক আড়ম্বরতাকে প্রাধান্য না দিয়ে অন্তর্নিহিত গুণকে খুঁজে বের করে প্রকৃত গুণীর সমাদর করতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url