স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীদের কেই বিভিন্ন ভাব সম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি স্বদেশের উপকারের নাই যার মন এই ভাব সম্প্রসারণ টি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি।
স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটি অন্যতম। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।

স্বদেশের উপকারে নাই যার মন

মূলভাবঃ দেশপ্রেমহীন ব্যক্তিকে মানুষ বলা যায় না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট।
সম্প্রসারিত ভাবঃ পবিত্র হাদিসে আছে, 'দেশপ্রেম ইমানের অঙ্গ'। সংস্কৃত প্রবাদ। 'জননী জন্মভূমি স্বর্গাদপী গরীয়সী।' তাই মানবজীবনের শ্রেষ্ঠতম কর্তব্য হলো দেশপ্রেম। যে, যেদেশে জন্মগ্রহণ করে, সে সেই দেশকে মায়ের মতো ভালোবাসে, আর এই ভালোবাসা প্রকাশ পায় মাতৃভূমির কল্যাণ কামনায়। নিজের জন্মভূমিকে যারা ভালোবাসে না, তারা নরাধম, তাদের তুলনা চলে কেবল পশুর সঙ্গে। দেশপ্রেম বর্ণিত এসব মানুষ নামধারী ব্যক্তিরা পশুর সমতুল্যই বটে। মানুষ নিজের মাতৃভূমিকে অন্য যেকোনো দেশের চেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ বিবেচনা করে। তাই সে মাতৃভূমির জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশ ছেড়ে মানুষ অন্য কোথাও বসবাস করতে চায় না। কখনো বিদেশে গেলে স্বদেশের জন্য তার মন কাঁদে। দেশপ্রেমিক মানুষের প্রধান কাজ নিজের কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। তারা দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকেন। দেশের কল্যাণের জন্য তারা নিবেদিত প্রাণ। মানুষের এই দেশপ্রেমের বৈশিষ্ট্য যার মধ্যে থাকে না তাকে প্রকৃত মানুষ বলা যায় না।
মন্তব্যঃ দেশাত্মবোধহীন মানুষ পশুর মতো বিবেকহীন। তাই তাকে পশুর সঙ্গে তুলনা করা চলে। অপরপক্ষে দেশপ্রেমিক ব্যক্তিরা মহান। তারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমতার বন্ধনে আবদ্ধ থাকেন। স্বদেশ প্রেমের বশবর্তী হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে তারা কখনো পিছপা হন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url