একুশে বইমেলা অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি একুশে বইমেলা অনুচ্ছেদটি খুঁজছেন? যদি
খুঁজে থাকেন তাহলে একজন সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আমরা এই আর্টিকেলটিকে
আপনাদের জন্য একুশে বইমেলা করেছে কি তুলে ধরেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
গুলোর মধ্যে এটিও একটি।
আশা করি অনুচ্ছেদটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি অনুচ্ছেদটি পড়তে
ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ
পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত অনুচ্ছেদটি
পড়ে নেওয়া যাক।
একুশে বইমেলা
'একুশে ফেব্রুয়ারি' বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল দিন। মাতৃভাষার সম্মান
রক্ষার্থে বাংলার ছাত্রসমাজ প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই দিনে। ১৯৪৮ সালে জিন্নাহর
উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা শুনেই ছাত্র-জনতা সমাবেশে 'না' 'না' জনরব তোলে।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-জনতা সমাবেশের জন্য
বের হলে সরকারি নির্দেশে পুলিশ গুলি চালায় এবং সালাম, রফিক, শফিউরসহ নাম না জানা
অনেকে শহিদ হন। শহিদের রক্তঝরা এ দিনের ইতিহাস আমাদের সংগ্রামের ইতিহাস। এ
সংগ্রামী চেতনাকে। স্মরণীয় করে রাখার জন্য পুরো মাসজুড়ে নানা আয়োজন ও কর্মসূচি
গ্রহণ করা হয়। শহিদদের শ্রদ্ধায় গৃহীত অন্যতম কর্মসূচি হলো 'একুশে বইমেলা'। একুশে
ফেব্রুয়ারি স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাংলা
একাডেমি বইমেলার আয়োজন। করে থাকে। এ মেলা 'একুশে বইমেলা' নামে পরিচিত। বাংলা
একাডেমি প্রাঙ্গণে এ মেলা পুরো মাসজুড়ে চলে। এ মেলায় বিভিন্ন বই বিক্রেতা ও
প্রকাশক নিজের স্টল বা দোকান নানা সাজে সাজিয়ে বসে। বইমেলা উপলক্ষ্যে প্রচুর নতুন
বই মেলায় আসে। মেলায় ঘটে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার। মেলা উপলক্ষ্যে পুরাতন বা
প্রবীণ লেখকরা যেমন নতুন বই বের করেন তেমনই পাশাপাশি নতুন লেখকদের বইও পাওয়া যায়।
প্রতিদিন বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও
নানা সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিদিন মেলায়
বইপ্রেমী মানুষের ঢল নামে। মেলা প্রাঙ্গণে দেখা যায়। বিভিন্ন শ্রেণির মানুষ।
সাধারণ মানুষের পাশাপাশি লেখক, ভাষাবিদ ও বরেণ্য সব ব্যক্তিত্বরাও মেলায় আসেন।
লেখক পাঠকের মিলনমেলা তৈরি হয়। মেলায় বড়োদের পাশাপাশি ছোটোদের আগমনও দৃষ্টি
আকর্ষণ করে। নিঃসন্দেহে এটি বাংলা একাডেমির মহৎ উদ্যোগ। যার ফলে মানুষের মধ্যে বই
পড়ার আগ্রহ জন্মে। এছাড়া একই জায়গা থেকে পছন্দের সব বই পাঠকরা কিনতে পারে। বস্তুত
আমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যে এক অবিস্মরণীয় নাম একুশের বইমেলা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url