ভাবসম্প্রসারণঃ আলো বলে অন্ধকার তুই বড় কালো

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের বিভিন্ন ভাব-সম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি, আলো বলে অন্ধকার তুই বড় কালো এই ভাব- সম্প্রসারণটি খুলে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
আলো বলে অন্ধকার তুই বড় কালো
কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণ কি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।

আলো বলে অন্ধকার তুই বড় কালো
অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো

মূলভাবঃ যেকোনো জিনিসের ভালো এবং মন্দ দুটো দিক আছে। আর এটা আছে বলেই একটি আরেকটির চেয়ে মহান এব উপভোগ্য।
সম্প্রসারিত ভাবঃ অবিমিশ্র সুখ, আনন্দ বা সৌন্দর্য জগতের নিয়ম নয়। এদের পাশাপাশি রয়েছে দুঃখ- দৈন্য, বাথা-বেদনা, শোক-তাপ ও মালিন্য কুশ্রীতা। বৈচিত্র্যের অপূর্ব সমাবেশেই জীবন এবং জগৎ গড়ে উঠেছে। আমরা অনেক সময় ভুলে যাই যে, দুঃখ আছে বলেই সুখ এত মহান, এত মধুর। দুঃখ ও সুখ পাশাপাশি অবস্থান করে। দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কল্পনাই প্রেমকে স্বর্গীয় সুধা দান করে। যদি এমন হতো যে, পৃথিবীতে কখনো সূর্য অস্ত যাবে না, অহোরাত্র সূর্যালোকে চারদিক আলোকিত থাকবে, তাহলে তার কি কোনো মূল্য থাকত? অন্ধকার এসে দিবালোককে গ্রাস করে বলেই পরদিন প্রভাতের সোনালি অরুণোদয় এমন করে আমাদের সকলের চিত্ত হরণ করে। আঁধার আছে বলেই দিনের আলো বৈচিত্র্যহীন, বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে না। যদি অভাববোধ না থাকত তবে মানবপ্রগতি বহুকাল আগেই থেমে যেত। অতৃপ্তি না থাকলে জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষ ঘটে না। মহৎ বেদনা না থাকলে মহৎ কাজ কোনো দিনই সৃষ্টি হতে পারত না। আলোর রূপ ও সৌন্দর্য প্রকাশের জন্য যেমন অন্ধকার প্রয়োজন। তেমনি দুঃখ-বেদনার উপস্থিতির জন্যই জীবনে সুখ আনন্দ এত কাম্য। সব জীবন যদি অটুট সুখ- আনন্দে পূর্ণ হয়; তাহলে সুখ-আনন্দের কোনো অনুভূতিই থাকে না। দুঃখ আছে বলেই সুখ এত বাঞ্ছনীয়। মনে রাখা উচিত যে, আঘাতই সান্ত্বনাকে মধুর করে তোলে। বঞ্চনাই স্বর্গীয় সুধা দান করে। যদি এমন হতো যে, কখনো সূর্য অস্ত যেত না, সারারাত সূর্যালোকে পৃথিবী প্লাবিত থাকত, তা হলে তার কি কোনো মূল্য থাকত? তাই আলোর রূপ ফুটিয়ে তোলার জন্য যেমন অন্ধকার একান্ত অপরিহার্য, তদ্রুপ দুঃখ, বেদনা ও অভাবের তীব্র জ্বালা আছে বলেই আমাদের জীবনে সুখ, আনন্দ ও স্বাচ্ছন্দ্য এত কাম্য। তাই কবি বলেন-
"দুঃখ তুমি পরম মঙ্গল
তোমারি দহনে আমি হয়েছি উজ্জ্বল।"- (কুমুদরঞ্জন মল্লিক)
প্রকৃতপক্ষে জগতে যদি বৈচিত্র্য না থাকত তাহলে সুখ-দুঃখ, আনন্দ- বেদনা ইত্যাদি অনুভূতির কোনো অস্তিত্বই থাকত না। তাই এ জগতে কোনো কিছুই মূল্যহীন নয়। আলো ও অন্ধকার, সুখ ও দুঃখ, সৌন্দর্য ও কদর্যতা একে অপরের পরিপূরক।
মন্তব্যঃ অসুন্দরের জন্যই সুন্দরকে, অভাব-অপ্রাপ্তির জন্যই প্রাপ্তিকে আমাদের এত ভালো লাগে, তেমনি অন্ধকারের কারণেই আলো সত্য হয়ে ওঠে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url