ভাবসম্প্রসারণ শৈবাল দিঘিরে বলে
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি শৈবাল দিঘিরে বলে এই ভাবসম্প্রসারণ কি
খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই
আর্টিকেলটিতে আপনাদের জন্য লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, লিখে রেখো এক ফোঁটা
দিলেম শিশির ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি।
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি
যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে
উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির
লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির
মূলভাবঃ অকৃতজ্ঞরা চিরকালই
কৃতজ্ঞতা স্বীকার না করে অহংকারবোধ করে।
সম্প্রসারিত ভাবঃ শৈবাল এক
প্রকারের সালোকসংশ্লেষণকারী জলজ উদ্ভিদ। দিঘির অথৈ জলে এর জন্ম ও পরিবৃদ্ধি হয়।
দিঘি থেকেই এটি আহার্য সংগ্রহ করে। মোটকথা এর অস্তিত্ব 'দিঘির ওপর নির্ভরশীল।
সুতরাং দিঘির প্রতি কৃতজ্ঞতাবোধ থাকা শৈবালের নৈতিক দায়িত্ব। পরনির্ভরশীল শৈবালের
গায়ে কিছু শিশির বিন্দু জমা হয় এবং বায়ুতাড়িত হয়ে সেই শিশির বিন্দু গড়িয়ে পড়ল
দিঘির জলে। সাথে সাথে নির্লজ্জের ন্যায় সদন্ডে সে দিঘির দৃষ্টি আকর্ষণপূর্বক
ব্যাপারটি স্মরণ রাখার জন্য ইঙ্গিত দিল। আশ্চর্যই বটে। দিঘির পানিতে যার জন্ম,
স্থিতি ও লয়। তারই নাকি এমন দন্ড, এত ঔদ্ধত্য এক ফোঁটা পানি দান করেছে বলে।
পৃথিবীতে শৈবালের মতো এক শ্রেণির মানুষ আছে, যারা পরের অনুগ্রহের ওপর নির্ভর করে
বেঁচে থাকে অথচ ঋণ স্বীকার করে না। উপরন্তু কোনো কারণে যদি একটু কিছু উপকার করতে
পারে বা তাদের মারফত কোনো উপকারের ফল অন্য কোথা থেকে আসে, তাহলে তারা তা সরবে
প্রকাশ করে। পরের খেয়েপরে বেঁচে থেকে পরের ওপর বাহাদুরি দেখাতে তারা লজ্জাবোধ করে
না। এ ধরনের লোক অহংকারী ও অকৃতজ্ঞ। তাদের অহংকার আকাশ ছোঁয়া, আত্মপ্রচারে
মোহগ্রস্ত হয়ে বোকার মতো তারা নিজের ঢাক নিজে পেটায়। অথচ তাদের সামান্য দানে
পৃথিবীর কোনো উপকারই হয় না। প্রত্যেকেরই উচিত যার দ্বারা সে কোনো না কোনোভাবে
উপকৃত হয় তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা। কেননা,
অকৃতজ্ঞ লোকদের স্বয়ং আল্লাহও পছন্দ করেন না।
মন্তব্যঃ অকৃতজ্ঞরা নুন খায়
কিন্তু গুণ গায় না। তাই তো সমাজ থেকে উপকার করার মানসিকতা উঠে যাচ্ছে। একথা
প্রত্যেকের মনে রাখা উচিত, কৃতজ্ঞতাই পরম ধর্ম।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url