সত্যবাদিতা অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি সত্যবাদিতা অনুচ্ছেদটি খুঁজে থাকেন তাহলে
একদম সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য
সত্যবাদিতা অনুচ্ছেদটি তুলে ধরেছি। মানুষের অন্যান্য গুণগুলোর মধ্যে অন্যতম একটি
গুন হচ্ছে সত্যবাদিতা।
অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি যদি
অনুচ্ছেদটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে
সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নিচে উল্লেখিত
অনুচ্ছেদটি পড়ে যাক।
সত্যবাদিতা
মানুষের রয়েছে কিছু মানবিক গুণ। যার কারণে মানুষ অন্য প্রাণী থেকে সম্পূর্ণ
আলাদা। আর মানুষের নানাবিধ গুণের মধ্যে সত্যবাদিতা একটি অন্যতম গুণ। সত্যবাদিতা
বলতে কেবল সত্য বলা বা মিথ্যাকে বর্জন করাকে বোঝায় না। 'সত্যবাদিতা হলো সেই গুণ
যা জগতের প্রত্যেকটি সত্যকে ধারণ করে। অর্থাৎ সত্যকে অবলম্বন করে যেসব মানবিক
বৈশিষ্ট্য বিকশিত হয় তাই সত্যবাদিতা। সত্যবাদিতা শব্দটি ব্যাপক অর্থ বহন করে।
সত্যবাদিতা বলতে বুঝি-' স্পষ্টবাদিতা, সত্য পালন, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া
ইত্যাদি গুণের সমন্বয়কে। স্বাভাবিকভাবে বলা যায়- প্রকৃত সত্য প্রকাশ করার নামই
সত্যবাদিতা। পৃথিবীতে জনন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষকে বেঁচে থাকার জন্য
নানা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে হয়। আর সত্যবাদিতাই হলো একজন মহৎ
ব্যক্তির প্রধান হাতিয়ার। পরিবর্তনশীল বিশ্বে মানুষ আজ সত্যকে বর্জন করে মিথ্যাকে
আঁকড়ে ধরেছে। সমাজে আজ প্রকৃত মানুষের বড়ো অভাব। দারিদ্র্য, স্বার্থান্বেষী
চিন্তা মানুষকে জীবনের প্রকৃত সত্য থেকে প্রতিনিয়ত আলাদা করছে। ফলে মানুষ
সত্যবাদিতার মাহাত্ম্য হারিয়ে ফেলছে। একজন সত্যবাদী মানুষ যে কেবল সদা সত্য কথা
বলেন শুধু তাই নয়। তিনি জগতের প্রত্যেকটি সত্যকে অবলম্বন করে জীব ও জগতের
কল্যাণ-সাধনে ব্রতী হন। পৃথিবীতে যাঁরা সৎ ও মহৎ মানুষ এবং ইতিহাসে যাঁরা স্মরণীয়
হয়ে আছেন তাঁরা সত্যবাদিতার প্রতীক। সত্যবাদিতা গুণটির জন্যই তারা জীবনে সাফল্য
অর্জন করতে পেরেছেন, তেমন ভাবে সত্যবাদিতা গুণাবলীর মাধ্যমে শত্রুকেও পরাজিত করে
নিজেদের প্রতিষ্ঠা নিশ্চিত করেছেন উদাহরণস্বরূপ মানব মুক্তির অগ্রদূত আমাদের
প্রিয় নবী হজরত মুহম্মদ (স.) সত্য থেকে বিচ্যুত হননি বলেই তিনি সমগ্র বিশ্বে
'আল-আমিন' তথা 'বিশ্বাসী' নামে পরিচিত হয়েছেন। আবার আমরা যদি যিশুখ্রিষ্টের কথা
বলতে যাই দেখব তাঁকেও সত্যবাদিতার জন্য ক্রুশবিদ্ধ হতে হয়েছে। সত্যাশ্রয়ী জোয়ান
অব আর্ককে মিথ্যা অভিযুক্ত করে পুড়িয়ে মারা হয়েছে। সত্যকে সমুন্নত রাখতে। হেমলক
বিষপানে জীবন দিতে হয়েছে জ্ঞানপ্রেমিক দার্শনিক সক্রেটিসকে। সুতরাং দেখা যায়,
সভ্যতার ইতিহাসে মহামানবেরা সত্যবাদিতার জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন।
তাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানবিক মর্যাদায় অভিষিক্ত হতে হলে সত্যবাদিতা ব্যতীত অন্য
কোনো উত্তম পন্থা নেই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url