অর্থই অনর্থের মূল ভাব সম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি অর্থই অনর্থের মূল ভাব-সম্প্রসারণ তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আমরা এই আর্টিকালিটিতে আপনাদের জন্য অর্থই অনর্থের মূল ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটি অন্যতম।
অর্থই অনর্থের মূল ভাব সম্প্রসারণ
আশা করি ভাব-সম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নিচে উল্লেখিত ভাব সম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

অর্থই অনর্থের মূল

মূলভাবঃ মানবজীবনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অর্থের প্রয়োজন। তাই মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে। কিন্তু এ অর্থই অনেক সময় বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রসারিত ভাবঃ অর্থ-বিত্ত অর্জনের সংগ্রামে মানুষ সর্বদা লিপ্ত থাকে। নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে তারা অর্থ উপার্জন করে। অর্থ-বিত্ত জীবনের সামগ্রিক প্রয়োজন মেটায় বলে অর্থের বিকল্প কিছু হতে পারে না। অর্থ ছাড়া জীবন মূল্যহীন, সে কারণেই মানুষ সারাজীবন শুধু অর্থ-বিত্ত অর্জনের নেশায় ছুটে বেড়ায়। অধিকাংশ ক্ষেত্রে অর্থের মাপকাঠিতেই সম্মান, প্রভাব-প্রতিপত্তি নির্ণীত হয়। প্রিয়ার ভালোবাসা পেতেও অর্থের প্রয়োজন হয়। তাই মানুষ অর্থ উপার্জনে নিরন্তর পরিশ্রম করে। কিন্তু এই অর্থ ও বিত্ত অনেক সময় জীবনের মোড় পরিবর্তন করে জন্ম দিতে পারে ব্যাপক দুঃখ ও অশান্তি। ক্ষেত্রবিশেষে অর্থই মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়। সুতরাং অর্থের অজস্র ইতিবাচক দিক থাকলেও এর নেতিবাচকতাও কম নয়। অর্থ অর্জনের লাগামহীন লোভে মানুষ মানুষকে খুন করতেও দ্বিধা করে না। তাছাড়া যেকোনো দেশের দুর্নীতির মূলে অর্থ অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। মাত্রাতিরিক্ত অর্থ একজন মানুষের নীতি-নৈতিকতাকে ধ্বংস করে দেয়। ফলে মানুষের মনে জন্ম নেয় হিংসা, বিদ্বেষ আর আকাশচুম্বী দাম্ভিকতা। আবার অর্থের অপব্যবহারে সৃষ্টি হয় ধনী-দরিদ্রের বৈষম্য, মানুষে মানুষে ভেদাভেদ। বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে, এর পেছনে অর্থ মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। তাই পৃথিবীতে সকল অশান্তি আর অনর্থের মূলেই রয়েছে অর্থ।
মন্তব্যঃ তবে একথাও ঠিক যে, সুষ্ঠু ও স্বাভাবিক জীবন অতিবাহিত করার জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু এ অর্থ যেন অনর্থের বিষয় হয়ে না দাঁড়ায়- তার জন্য এর ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। এ প্রসঙ্গে বেকনের একটি উদ্ধৃতি উল্লেখ করা যায়: 'টাকা-পয়সা ভৃত্য হিসেবে উত্তম হলেও মনিব হিসেবে একেবারে মন্দ'। কারণ অর্থের যথাযথ ব্যবহার না হলে তা সর্বত্রই অশান্তির কারণ হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url