ভাবসম্প্রসারণঃ কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাবসম্প্রসারণটি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব-সম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি যদি ভাব- সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নিজে উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

ভাবসম্প্রসারণঃ পদ্ম দেখতে সুন্দর হলেও তা কণ্টকাকীর্ণ। তাই পদ্মফুল তুলতে গেলে কাঁটার আঘাতে ক্ষত-বিক্ষত হতে হয়। ক্ষত-বিক্ষত হওয়ার জন্য কাঁটাকে ভয় পেলে পদ্মফুল পাওয়া সম্ভব নয়। দুঃখ ছাড়া সুখের সন্ধান মেলে না।
দুর্লভ মানবজীবন সার্থক করে তুলতে গেলে পথে সীমাহীন বাধার সম্মুখীন হতে হয়। জীবনের পথ দুর্গম- 'দুর্গং পথপ্তৎ'। পদে পদে বিপদ, ব্যর্থতার ইশারা। এই বিপদ-আপদকে তুচ্ছ করেই জীবনের পথে এগিয়ে যেতে হবে। বিপদে-আপদে যারা ভয় পেয়ে থমকে দাঁড়ায় তারা জড় বস্তুর মতো। মানুষ তার প্রকৃত মনুষ্যত্বের তখনই উদ্বোধন ঘটাতে পারে যখন সে কর্মে চিন্তায়, সত্যকে আঁকড়ে ধরে সহস্র বাধা সত্ত্বেও অজস্র বিপদ বাধা তুচ্ছ করে সম্মুখের পানে এগিয়ে যায়। প্রকৃতির জগতেও দেখি একই দৃশ্য। আঁধার ও আলো- একের পর এক ঘুরে ফিরে আসে। তাই কখনো আলোকময় দিন কখনও অন্ধকারময় রাত। সংসারেও দেখি কোথাও অবিমিশ্র সুখ বা দুঃখ নেই। কেউ সারা জীবন সুখের জোয়ারে ভেসে নেই, আবার কেউ আজীবন দুঃখের আগুনে পোড়েনি। এখানে যেমন সুখ আছে তেমনই দুঃখও আছে। সুখে ভেসে গেলে চলবে না, দুঃখেও ভেঙে পড়লে চলবে না। সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ- এই মানুষের জীবনে নির্ধারিত ধারা। সাফল্যের পথে এখানে অনেক বাধাবিপত্তি আছে। বাধা-বিপত্তি এড়িয়ে কেউ কোনোদিন সিদ্ধিলাভ করতে পারেনি। তাই মানুষের কর্তব্য বিপদের ভয়ে পিছিয়ে না পড়ে জীবনের লক্ষ্য স্থির করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'যাহা আমরা বীর্যের দ্বারা না পাই, অশ্রুর দ্বারা না পাই, তাহা সম্পূর্ণ পাই না। যাহাকে দুঃখের মধ্য দিয়ে কঠিনভাবে লাভ করি, হৃদয় তাহাকেই নিবিড়ভাবে প্রাপ্ত হয়।'
অতএব জীবনে দুঃখ, যন্ত্রণা, ঘাত-প্রতিঘাত অতিক্রম করেই সুখ অর্জন করতে হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url