ভাবসম্প্রসারণ : এ জগতে হায় সেই বেশি চায়

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি এই জগতে হায়, সেই বেশি চাই আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আপনাদের জন্য আর্টিকেলটিতে এই এই ভাব সম্প্রসারণটি তুলে ধরা হয়েছে।
এ জগতে হায় সেই বেশি চায়
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাব-সম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

এই জগতে হায়, সেই বেশি চাই আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

ভাবসম্প্রসারণঃ পৃথিবীতে সম্পদশালীর সম্পদের প্রতি তৃষ্ণা দুর্নিবার ও অসীম। তারা তাদের চিরঅতৃপ্ত তৃষ্ণাকে চরিতার্থ করার প্রয়াসে অনাহারী ও নিরন্ন মানুষের সম্পদ কেড়ে নিতেও কুণ্ঠাবোধ করে না।
আমাদের পৃথিবীতে নানা ধরনের মানুষ বাস করে। এর মধ্যে কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ রাজা আবার কেউ প্রজা। সকলের অবস্থা ঠিক সমান নয়। পৃথিবীতে যাদের সম্পদ আছে তাদের সম্পদের প্রতি আরো বেশি লোভ। তাদের লোভী মন যেকোনো অনাহারী কিংবা নিরন্ন মানুষের সম্পদ কেড়ে নিতে দ্বিধা করে না। এইরকম অবস্থার পরিবর্তন কখনও হবে কি না, তা আমরা জানি না। কিন্তু এই বৈষম্য হলো একটি নিষ্ঠুর জাগতিক সত্য। তবে আমরা আশা করে থাকি, যারা ধনী, যাদের প্রচুর আছে, তাঁরা দরিদ্রদের জন্য ত্যাগ করবেন। গরিব লোকেরা ধনীদের করুণা পাবে। কিন্তু বাস্তবে যা দেখা যায়, তা একেবারে বিপরীত। আমরা চোখের সামনে দেখি ধনী লোকেরা বেশির ভাগ সময়ে নিষ্ঠুর হয়ে থাকেন। তারা দরিদ্রদের শুষে নিয়ে নিজেকে আরও ধনী করতে সচেষ্ট। যাদের ভূরি ভূরি আছে, যারা ধনী এবং রাজা বিশেষ, তাদের এ কী আচরণ। বস্তুত পৃথিবীতে মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। বাংলায় চলতি একটা কথা আছে, 'যে যত পায় সে তত চায়।' তাই যাদের ধনৈশ্বর্য রয়েছে তারা আরও ধন সঞ্চয়ে সচেষ্ট হয়ে নির্বল দরিদ্রকে একেবারে নিঃস্ব করে দেয়।
তবে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনে ধনিকদের উচিত অতিরিক্ত ধন সংগ্রহ ও সঞ্চয় থেকে বিরত থাকা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url