শিষ্টাচার অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনি কি শিষ্টাচার অনুচ্ছেদটি খুঁজছেন?
যদি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আমরা এই
আর্টিকেলটিতে আপনাদের জন্য শিষ্টাচার অনুচ্ছেদটি তুলে ধরেছি। বাংলা পরীক্ষার
ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্রকার অনুচ্ছেদ পড়ার প্রয়োজন পড়ে।
অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলোর মধ্যে এটি অন্যতম। আশা করি অনুচ্ছেদটি
আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি অনুচ্ছেদটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন
তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময়
নষ্ট না করে শুরু করা যাক।
শিষ্টাচার
শিষ্ট যে আচার সেটাই শিষ্টাচার। অর্থাৎ কথাবার্তায়, কাজকর্মে, চলনে-বলনে,
রীতিনীতিতে সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর আচরণের নামই শিষ্টাচার।
আভিধানিক অর্থে রুচিপূর্ণ ভদ্র ব্যবহারই শিষ্টাচার। 'শিষ্টাচার' শব্দটি ভাঙলে
পাওয়া যায় 'শিষ্ট আচার। যার অর্থ বিনীত, সংযত, শোভন আচার-ব্যবহার। তাই বলা যায়,
শিষ্টাচার হলো মানুষের মনের সৌন্দর্যের বাহ্য উপস্থাপনা। সত্যিকারের মানুষের
পরিচয় পাওয়া যায় তার সুন্দর, সংযত ও বিনয়ী ব্যবহারে। দেহের সৌন্দর্য অলংকার আর
আত্মার সৌন্দর্য হলো শিষ্টাচার। প্রাচীনকালে মানুষ বনে বাস করত। কিন্তু ধীরে ধীরে
মানুষ সভ্যতা গড়ে তুলেছে, সমাজ সৃষ্টি করেছে। সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য
সংযত ও বিনয় আচরণ আবশ্যকীয়। আমরা কেউই সমাজের বহির্ভূত নই, তাই আমাদের সকলকে
সঠিকভাবে আদবকায়দা, শিষ্টাচার ও সৌজন্যবোধের চর্চা করতে হবে। সকল ধর্মগ্রন্থে
শিষ্টাচারমূলক আচার-আচরণ করার ইঙ্গিত রয়েছে। সমাজের প্রত্যেক ব্যক্তি যদি সংযত,
বিনয়ী ও সুন্দর আচার-ব্যবহার করে তাহলে সে সমাজে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না
এবং সেই সমাজে কখনো অপরাধ সংঘটিত হবে না। তাই সভ্য সমাজের জন্য প্রত্যেক ব্যক্তির
আদবকায়দা সুন্দরভাবে মেনে চলা উচিত। ছাত্রজীবনে মানুষ আদবকায়দার জ্ঞান লাভ করে।
সভ্য সংস্কৃতিকে গ্রহণ করার জ্ঞান লাভ করে মানুষ ছাত্রজীবন থেকে। ছাত্রজীবনে যদি
কেউ শিষ্টাচারের শিক্ষা লাভ না করে থাকে তাহলে তার জীবন অন্ধকারে নিমজ্জিত হয়।
শিষ্টাচারের অভাবে একজন ব্যক্তি যেকোনো খারাপ কাজ করতে পারে, যা ওই ব্যক্তি ও
সমাজের জন্য হুমকিস্বরূপ। তাই আমরা সকলে শিষ্টাচারমূলক আচরণ করতে শিখব এবং সকলের
সঙ্গে বিনয়ী, সংযত ও সুন্দর আচরণ করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url