ইচ্ছা থাকলে উপায় হয় ভাবসম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনি কি ইচ্ছা থাকলে উপায় হয়
ভাবসম্প্রসারণটি খুঁজছেন? যদি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
কেননা আমরা এই আর্টিকালিটিতে আপনাদের জন্য ইচ্ছা থাকলে উপায় হয় ভাবসম্প্রসারণটি
তুলে ধরেছি।
বাংলা পাঠ্য বইয়ের যে সকল গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ রয়েছে তার মধ্যে এটিও একটি।
আপনি যদি ভাবসম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি
মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে
শুরু করা যাক।
ইচ্ছা থাকলে উপায় হয়
ভাবসম্প্রসারণঃ মানুষের কাজের
আগ্রহ ইচ্ছার ওপর নির্ভর করে। পৃথিবীতে আমরা যেকোনো কাজ করতে যাই না কেন
বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। আর ইচ্ছা শক্তির বলে সব রকম অসুবিধা অতিক্রম করা
যায়। অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়।
মানব জীবন কর্মময়। প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো কাজ করতে হয়। আর এই কাজের
ক্ষেত্র আসে নানারকমের বাধা-বিঘ্ন। অনেক সময় সফল হওয়ার পথটা সহজে চোখে পড়ে না। এই
সময় হতাশ হওয়া উচিত নয়। মানুষের অন্তরে একটা আশ্চর্য শক্তি রয়েছে যেটাকে অনুশীলন
করলে খুব কঠিন বিষয়ও সহজ হয়। মনের মধ্যে যে সাময়িক বাসনার উদ্রেক হয় তা ক্ষণিকের
খেয়ালমাত্র। তা দিয়ে কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন হতে পারে না। কিন্তু প্রবল
ইচ্ছাশক্তির জোরে জগতে খুব কঠিন কাজ সহজ হতে পারে। অসম্ভব ইচ্ছার ফলে নেপোলিয়ন
সমগ্র ইউরোপ শাসন করতে পেরেছিলেন। তাই ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে গেলে সহিষ্ণুতা,
অধ্যবসায় আয়ত্ত করতে হবে।
ইচ্ছাহীন জাতি কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই ইচ্ছাশক্তিকে সাফল্যের সোনার
কাঠি হিসেবে চিহ্নিত করা যায়- যে সোনার কাঠি ব্যক্তির অদম্য কর্মশক্তির জাগরণ
ঘটায় এবং তাকে পৌঁছে দেয় সাফল্যের স্বর্ণ শিখরে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url