লাইলাতুল কদর কবে - লাইলাতুল কদর নামাজের নিয়ম

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি জানেন লাইলাতুল কদর কবে। লাইলাতুল কদরের নামাজের নিয়ম কি? যদি না জেনে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন জানো না আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
লাইলাতুল কদর নামাজের নিয়ম
এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর কবে, লাইলাতুল কদর নামাজের নিয়ম, লাইলাতুল কদরের দোয়া এছাড়াও লাইলাতুল কদর চেনার উপায়। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেইজ সূচিপত্র

লাইলাতুল কদর

লাইল অর্ধ রাত এবং কদর অর্থ বিধান, ক্ষমতা বা রাজকীয়। তাহলে লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ক্ষমতার রাত, রাজকীয় রাত অথবা বিধান দেওয়ার রাত। লাইলাতুল কদরের গুণাবলীর কথা যদি বলতে হয় এটি রমজান মাসের শ্রেষ্ঠ রাত শুধু তাই নয় বরং এটি সারা বছরের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ রাত। কেননা এ রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছিল।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কদরের মধ্যে বলেছেন আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এ রাতে বিধান দেওয়ার এই রাতে আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কত খানি জানো। ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রুহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে, শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত।

কেউ যদি লাইলাতুল কদরের রাতে কোন ভালো কাজ করে তাহলে এটি হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। লাইলাতুল কদরের রাতে কেউ যদি আল্লাহর ইবাদত করে তাহলে এটি তার সারা জীবনের ইবাদাতের চেয়ে ভালো।

লাইলাতুল কদর কবে

আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে লাইলাতুল কদর কবে। এটি সারা পৃথিবীর সব অঞ্চলে এক সঙ্গে একটা রাতেই হয় নাকি এক একটি অঞ্চলের মানুষের লাইলাতুল কদর একাক রাতে হয়ে থাকে এমন প্রশ্ন অনেককেই করতে দেখা যায়। লাইলাতুল কদর কবে এর উত্তর হচ্ছে মূলত রমজানের শেষ দশকের বিজর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও রমজানের শেষ দশকের যে কোন রাতেও লাইলাতুল কদর হতে পারে।

এর মধ্যে থেকে ২১, ২৩, ২৭ এই সমস্ত রাতের কথা যেসব বর্ণনায় পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতিবছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এমন চূড়ান্ত কোন কিছু বোঝা যায় না। যার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ রমজানের শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদত করতেন। এক্ষেত্রে বোঝা যায় লাইলাতুল কদর পেতে আমাদেরকে রমজানের শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদত করা উচিত।

লাইলাতুল কদর নামাজের নিয়ম

লাইলাতুল কদরের নামাজ কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, প্রথম রাকাতে কোন সূরা পড়তে হয়, কতবার পড়তে হয় এবং দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তে হয়, কতবার পড়তে হয় এমন ইত্যাদি প্রশ্ন আমাদের অনেকেরই মধ্যে থাকে। লাইলাতুল কদর বা শবে কদর এর নামাজের নিয়ম হচ্ছে অন্য যে কোন নামাজ আপনি যেভাবে পড়েন শবে কদরের নামাজেও ওইভাবে পড়তে হয়।

এমন কোন কথা নাই যে শবে কদরের নামাজের প্রথম রাকাত সুরা ফাতিহার পর এই সূরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে এতবার পড়তে হবে এমন কোন কথা কোরআন হাদিসে নাই। লাইলাতুল কদরের নামাজের নিয়ম হচ্ছে নামাজ লম্বা সময় নিয়ে পড়বেন। দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা, দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ। এভাবে লম্বা সময় নিয়ে দুই রাকাত দুই রাকাত করে লাইলাতুল কদরের নামাজ পড়তে পারেন।

লাইলাতুল কদর দোয়া

উচ্চারণঃ "আল্লাহুম্মা ইন্নাকা ' আফুউউন তুহিব্বুল ' আফওয়া ফা ' ফুউ 'আন্নী"

অর্থঃ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।
(তিরমিযী-৩৫১৩)

লাইলাতুল কদর চেনার উপায়

কখনো নির্দিষ্টভাবে বলা যাবে না যে লাইলাতুল কদরের রাত কোনটি। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ আমাদেরকে রমজানের শেষ দশকে কদর তালাশ করার নির্দেশ দিয়েছেন। রমজানের শেষ দশটি রাতের যে কোন রাতেই কদর হতে পারে তাই লাইলাতুল কদর পেতে হলে আমাদের উচিত রমজানের শেষ দশটি রাতে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করা। এছাড়াও লাইলাতুল কদর বা শবে কদরের রাতের বেশ কিছু আলামত রয়েছে এগুলো হচ্ছেঃ
  • রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
  • নাতিশীতোস্ক হবে। অর্থাৎ এই রাতের আবহাওয়া অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা থাকবেনা।
  • মৃদুময় বাতাস প্রবাহিত হতে থাকবে।
  • অন্যান্য রাতে ইবাদত করা অপেক্ষা ওই রাতে ইবাদত করে মানুষ বেশি তৃপ্তি অনুভব করবে।
  • কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা সম্পর্কে জানিয়েও দিতে পারেন।
  • ওই রাতে বৃষ্টি হতে পারে।
  • পূর্ণিমার চাঁদের মত সকালে হালকা আলোক রশ্মিসহ সূর্যোদয় হবে।
সহীহ ইবনু খু্যাইমাহ- ২১৯০; বুখারী- ২০২১; মুসলিম- ৭৬২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url