ভাব সম্প্রসারণ : নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে নানান ভাবসম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন, কেননা আমরা আর্টিকেলটিতে আপনাদের জন্য নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস
আশা করি ভাবসম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

মূলভাবঃ মানুষ স্বভাবতই পরিতৃপ্ত হতে পারে না। সীমাহীন আকাঙ্ক্ষা মানুষকে তাড়িত করে। নিজের নয় বরং অন্যের সুখ ও ঐশ্বর্যকে বড়ো করে দেখে। তাই যে নিজের যতটুকু আছে তাতে সন্তুষ্ট থাকতে পারে না।
সম্প্রসারিত ভাবঃ মানব জীবনে সম্পদের প্রয়োজন আছে। এজন্যই তো মানুষ নিরন্তর ছুটে চলে। তার পরিশ্রমেই তৈরি হয় ধনসম্পদের পাহাড়। কিন্তু এতো কিছু থাকার পরেও মানুষটি অন্যের সম্পদকে দেখে অন্যকে তার নিজের চেয়ে অধিক সুখী মনে করে অতৃপ্তিতে দীর্ঘশ্বাস ফেলে। অন্যের সুখটাই তার কাছে বড়ো হয়ে ধরা দেয়। মনোবিজ্ঞানীরা মানব চরিত্রের এ বিষয় নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে দেখা যায়, মানুষের মাত্রাতিরিক্ত উচ্চাশা অনেক সময় জন্ম দিতে পারে প্রচণ্ড হতাশার। এসব মিলেই মানুষের হৃদয়ে জন্ম নেয় অশান্তি আর অপ্রাপ্তি। পৃথিবীতে ধনী, নির্ধন সকলেই আজ এরূপ অতৃপ্তির শিকার। এ ধরনের অতৃপ্তি জন্ম দেয় চৌর্যবৃত্তি, হানাহানিসহ নানা ধরনের অপকর্মের। সমাজ সংসারে আজ যেন সুখের বড়ো অভাব। অজস্র ঐশ্বর্যের মধ্যে থেকেও কেউ যদি নিজেকে অসুখী মনে করে তাহলে সে অসুখী, আবার সর্বস্বহীন মানুষ নিজেকে সুখী মনে করলে সে সুখী। অর্থাৎ সুখ- দুঃখ একটি আপেক্ষিক ব্যাপার। প্রবহমান নদীর দুই পাড়ে যদিও সমান সুখ-সুবিধা ও অসুবিধা আছে তবুও এপাড়ের মানুষ অন্য পাড়ের মানুষকে অধিক সুখী মনে করে নিজেকে অভাবী মনে করে। মাত্রাতিরিক্ত সুখ আর বিলাসের প্রতিযোগিতায় মানুষ নিজের প্রতি ক্রমেই তার বিশ্বাস হারিয়ে ফেলছে। এ বিশ্বায়নের যুগে মানুষ শুধু ধনসম্পদ আর সুখকে খুঁজে বেড়ায়। চরম না পাওয়ার বেদনা নিয়ে সুখ নামক সোনার হরিণের পিছনে ছুটে বেড়ায়। কিন্তু এর শেষ কোথায় তা হয়ত জানা যায় না। আকাশের দিকে হাত বাড়ালে শূন্যতা ছাড়া আর কিছুই মেলে না। চাওয়াপাওয়ার গণ্ডি তাই মাটির কাছাকাছি হওয়া ভালো।
মন্তব্যঃ সব চাওয়া আর পাওয়া কখনোই এক বিন্দুতে মিলিত হয় না। কিছু অপূর্ণতা তো থাকবেই। তদুপরি নিজের যতটুকু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকার মধ্যে আছে মানব মনের পরম তৃপ্তি ও আনন্দ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url