সাহিত্য জাতির দর্পণ স্বরূপ ভাব সম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাব
সম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি সাহিত্য জাতির দর্পণ স্বরূপ
ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন, কেননা আমরা এই
আর্টিকেলটিতে আপনাদের জন্য সাহিত্য জাতির দর্পণ স্বরূপ ভাবসম্প্রসারণটি তুলে
ধরেছি।
অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ রয়েছে তার মধ্যে এটিও একটি। আশা করি
ভাব সম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি
পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ
পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।
সাহিত্য জাতির দর্পণ স্বরূপ
মূলভাবঃ সাহিত্য ও জীবন
অঙ্গাঙ্গিভাবে জড়িত। এতে জাতির চিন্তা-চেতনা, স্বপ্ন-আশা-ভালোবাসা ও আনন্দ-বেদনার
ছবি ফুটে ওঠে।
সম্প্রসারিত ভাবঃ সাহিত্যের
প্রধান অবলম্বন জীবন ও সমাজ। জাতির সাহিত্যিকগণ দেশ ও জাতির জীবন ও সমাজকে নিয়েই
সাহিত্য রচনা করেন। তাদের রচনায় প্রতিবিম্বিত হয় জীবনের বহু বিচিত্র রূপ, সমাজের
নানাবিধ নিয়ম, রীতি, সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়া। কবি-সাহিত্যিকগণ সময় বিশেষে
কল্পনার সাতরঙা পাখায় চড়ে কল্পরাজ্যে বিচরণ করলেও কখনো মর্ত্যভূমির জীবনের
বাস্তবতাকে উপেক্ষা করতে পারেন না। তাই মানুষের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না,
আশা-আকাঙ্ক্ষা তাদের সাহিত্যে বাস্তবতার আলোকে রূপায়িত হয়। জীবনের চিত্র আঁকতে
গিয়ে তারা সমাজের বাস্তবতাকেও তুলে ধরেন। নাটকে, উপন্যাসে, গল্পে, কবিতায় আমরা
জীবন ও সমাজকেই প্রত্যক্ষ করি। একটি জাতির সাহিত্যে সে জাতির ইতিহাস, ঐতিহ্য যেমন
রূপায়িত হয় তেমনই জাতীয় জীবনের সাংস্কৃতিক পরিচয়ও ফুটে ওঠে। সাহিত্যে বিধৃত হয়
জাতীয় জীবনের গৌরবগাথা, তাদের সভ্যতা ও অগ্রগতির বাস্তব প্রেক্ষাপট। সাহিত্য
অধ্যয়ন করেই আমরা কোনো জাতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। গ্রিক সাহিত্য
পড়ে আমরা যেমন গ্রিকদের সভ্যতা ও জীবনাচার সম্পর্কে জানতে পারি তেমনই ফারসি
সাহিত্য পড়ে জানতে পারি পারস্য সভ্যতার ইতিবৃত্ত। বাংলা সাহিত্যে আমাদের বাঙালি
জীবনের আদ্যন্ত পরিচয় ফুটে উঠেছে। আমাদের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-
সংস্কৃতি, জীবন-জীবিকা, সংগ্রাম-আন্দোলনের চিত্র রূপায়িত হয়েছে বাংলা সাহিত্যের
মধ্যে। তাই বলা যায়, কোনো জাতিকে জানতে হলে সে জাতির সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়া
আবশ্যক।
মন্তব্যঃ মূলত সাহিত্যে জীবনের
প্রতিবিম্ব উপস্থাপিত হয়। আয়নায় যেমন অবিকল চেহারা দেখা যায় তেমনই সাহিত্যে জীবন,
জগৎ, সমাজ, সভ্যতার প্রতিচ্ছবি ভেসে ওঠে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url