ভাবসম্প্রসারণ : সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষার ক্ষেত্রে আমাদের সকলকেই
বিভিন্ন ভাবসম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। এই আর্টিকেলটিতে আজকে আপনাদের জন্য
আমরা সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে
ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ গুলোর মধ্যে এটি অন্যতম। প্রিয় পাঠক আপনি
যদি ভাবসম্প্রসারণ পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে
উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেয়া যাক।
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে
ভাবসম্প্রসারণঃ দেশপ্রেম বা
দেশের প্রতি ভালোবাসা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। গর্ভধারিণী জননীকে সন্তান
যেমন ভালোবাসে তেমনই দেশ- মাতৃকাকেও মানুষ জন্মলগ্ন থেকে শ্রদ্ধা ও ভালোবাসতে
শেখে। স্বদেশপ্রেম মানুষের কাছে একটি পবিত্র দায়িত্ব।
মানুষ যখন কোনো দেশে জন্মগ্রহণ করে, স্বভাবতই সেই দেশের প্রতি নাড়ির টান অনুভব
করে। তাই জননী ও জন্মভূমি তার কাছে স্বর্গের চেয়েও পবিত্র। মাতৃভূমি যতই ক্ষুদ্র
বা গরিব হোক না কেন, তাকেই সে শ্রেষ্ঠ মনে করে। হজরত মুহম্মদ (স.) কুরাইশ গোত্রের
ষড়যন্ত্রের কারণে মক্কা ত্যাগের সময় বলেছিলেন, 'হে আমার প্রিয় স্বদেশ আমার
আপনজনেরা যদি আমার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র না করত। তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে
যেতাম না।' এ উক্তির মাধ্যমে তাঁর স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে।
একজন দেশপ্রেমিকের কাছে ধন, মান এর চেয়ে স্বদেশ বড়ো। তিনি স্বদেশের জন্য জীবন
দিতেও দ্বিধা করেন না। যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, একজন খাঁটি দেশপ্রেমিক
বিপদ-আপদে, সুখ-দুঃখে সবসময় দেশের কল্যাণে নিয়োজিত থাকে। নিজের দেশ ও দেশের
মানুষের প্রতি দায়িত্ব-কর্তব্য পালনই তাঁর কাছে প্রাধান্য পায়। দেশপ্রেমিক মানুষ
জীবনের শেষ নিঃশ্বাসটুকু দেশেই নিতে চান, এখানেই তার তৃপ্তি ও পূর্ণতা। স্বদেশ
আমাদের অস্তিত্বের বাহন এবং পূর্ণতার ধারক। এর প্রতিদান স্বরূপ দেশের ও দেশের
মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
তাই সকলের উচিত দেশকে নিঃস্বার্থভাবে ভালোবেসে প্রেম, সাম্য ও উন্নয়নের পথে এগিয়ে
নেওয়া।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url