ভাবসম্প্রসারণঃ সঙ্গদোষে লোহা ভাসে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে নানান ভাবসম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি সঙ্গদোষে লোহা ভাসে ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন, কেননা আমরা আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
সঙ্গদোষে লোহা ভাসে
অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।

সঙ্গদোষে লোহা ভাসে।
অথবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।

মূলভাবঃ মানুষ সামাজিক জীব। সে একা বাস করতে পারে না। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বন্ধুর প্রয়োজন পরে। সঙ্গী মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুসঙ্গে সৎ মানুষও অমানুষে পরিণত হয়, আর সৎসঙ্গ মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে।
সম্প্রসারিত ভাবঃ বন্ধু হলো জীবন চলার নিত্যসঙ্গী। বন্ধু ছাড়া জীবন অচল। তাই বন্ধু নির্বাচনে আমাদের সতর্ক হতে হবে। কেননা বন্ধুর দোষ- গুণ ব্যক্তি মানুষের জীবনকে প্রভাবিত করে। খারাপ বন্ধুর প্রভাবে মানুষ অমানুষে পরিণত হয়। তার সদগুণসমূহ নষ্ট হয়ে গিয়ে সে হয়ে পরে পশুর মতো অধম। মানুষ ভুল পথে পরিচালিত হয় যেমন অসৎ বন্ধুর প্রভাবে তেমনই তাকে সংশোধন করে সঠিক পথে পরিচালত করতে সৎ বা ভালো বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সঙ্গীর চরিত্র যে স্বভাবের হবে, ব্যক্তি চরিত্রও সেভাবেই গড়ে উঠবে। কারণ সঙ্গদোষের প্রভাব ব্যক্তি কখনোই এড়াতে পারে না। আমাদের আজকের যুবসমাজের ধ্বংসের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তার সঙ্গী। তারা এসব কুসঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন অসামাজিক ও নৈতিকতা বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে ফেলে খুব সহজেই। মদ খাওয়া, জুয়া খেলা, স্কুল পালানো, মেয়েদের উত্ত্যক্ত করা, চুরি করা, রাহাজানি করা, সিগারেট খাওয়া, বড়োদের অবাধ্য হওয়া প্রভৃতি বিভিন্ন শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপে যুক্ত হয়। তাদের এই অধঃপতনের মূলে রয়েছে বন্ধু ব্য সঙ্গীদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব। এ জগতে নানাবিধ অনাসৃষ্টির মূলে রয়েছে অসৎ সঙ্গ। আবার এমন নিদর্শনও রয়েছে যারা সৎ সঙ্গের কারণে জীবনে অনেক উন্নতি লাভ করেছে। সৎসঙ্গের প্রভাবে মানুষের বিবেকবোধ জাগ্রত হয়, চিন্তার রাজ্য প্রসারিত হয়।
মন্তব্যঃ সুতরাং জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করতে হলে আমাদের অবশ্যই কুসঙ্গ পরিহার করে সৎসঙ্গের সংস্পর্শে আসতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url