ভাবসম্প্রসারণ : সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে নানান ভাবসম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। আপনি সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন, কেননা আমরা আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়
অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।

সুসময়ে অনেকে বন্ধু বটে হয়
অসময়ে হায় হায় কেহ কারো নয়।

ভাবসম্প্রসারণঃ কোনো লোকের যখন আর্থিক, সামাজিক অবস্থা ভালো থাকে তখন তার অনেক বন্ধু-বান্ধব জোটে। আর যখন ওই লোক তার ঐশ্বর্য হারিয়ে দুঃসময়ের মুখোমুখি হয় তখন তার স্বার্থান্বেষী বন্ধুরা হাওয়া হয়ে যায়।

আমাদের চারদিকে প্রতারক ও স্বার্থপর লোকের অভাব নেই। মাছি যেরকম দুধের ওপরে বসে দুধের মূল অংশ চুষে নেওয়ার পর উড়ে যায়, একইভাবে স্বার্থান্বেষী লোকেরাও বন্ধুর ধনসম্পদ থাকাকালে বন্ধুকে তোষামোদ করতে থাকে, আর স্বার্থোদ্ধার করে। যখন ওই বন্ধুর ধনসম্পদে ভাটা পড়ে তখন তাকে ছেড়ে পাড়ি জমায় আরেক সম্পদশালী বন্ধুর খোঁজে। এই যে সুসময়ের বন্ধু নামক অমানুষ, প্রতারকের দল এরা সমাজের কীট। এদের দ্বারা মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরা দ্বিমুখী সাপের মতো। যেকোনো মুহূর্তে এরা বিষধর সাপের মতো ছোবল মেরে পালিয়ে যায়। ভুলে যায়, এদের প্রতি ওই লোকের সকল অবদান। সমাজে প্রকৃত মানুষ এবং বন্ধু হিসেবে তাদের আখ্যা দেওয়া যায়, যারা তার বন্ধুকে বিপদে রেখে ছুটে পালায় না। স্বার্থের পেছনে না ঘুরে বন্ধুত্বের মূল্য প্রদানই যাঁদের কাজ। তারা তাদের বিপদাপন্ন বন্ধুকে বিপদ থেকে উদ্ধারের জন্য নানা ধরনের চেষ্টা চালায়। বন্ধুকে আর্থিক ও মানসিক দিক থেকে নানাভাবে সাহায্য করে থাকে। বন্ধুর দুঃখ-দুর্দশা, বেদনাকে আপন করে নিতে চায়। বন্ধুর মনোবল যেন ভেঙে না যায়, সেদিকেও লক্ষ রাখে। উৎসাহ প্রদানের মাধ্যমে বন্ধুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চেষ্টা করে।

বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া আবশ্যক। প্রকৃত বন্ধুকে গ্রহণ করে, স্বার্থান্বেষী বন্ধুকে পরিত্যাগ করতে হবে। স্বার্থান্বেষী কেউ যেন বন্ধুর ছদ্মবেশে এসে ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url