যে সহে সে রহে ভাবসম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি যে সহে সে রহে ভাবসম্প্রসারণটি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একজন সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য যে সহে সে রহে ভাবসম্প্রসারণ অথবা সবুরে মেওয়া ফলে ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি।
যে সহে সে রহে ভাবসম্প্রসারণ
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে উক্ত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

যে সহে সে রহে
অথবা, সবুরে মেওয়া ফলে।

মূলভাবঃ ধৈর্যই মানবজীবনের প্রকৃত অবলম্বন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ধৈর্য একান্ত প্রয়োজন। জাগতিক দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা ধৈর্য সহকারে সহ্য করতে পারলেই বিজয়ের মালা গলায় পরা সম্ভব। মানবজীবন নিরবচ্ছিন্ন সুখের নয়। বরং জীবনের প্রতি পদে পদে আছে ভয়-ভীতি, দ্বন্দ্ব-সংঘাত, বিপদ-আপদ ইত্যাদি। সংসার
সম্প্রসারিত ভাবঃ জীবনে আছে পাওয়া না পাওয়া কিংবা পেয়ে হারানোর ব্যথা, আছে শত-সহস্র লাঞ্ছনা-গঞ্জনা, নৈরাশ্যের বেদনা, পরাজয়ের দুঃসহ গ্লানি এবং দুঃখ'ও শোকের মর্মান্তিক যাতনা। এর পরেও আছে জরা আর মৃত্যুর কঠিন বাস্তবতা। যে কেউ চাইলেই জীবন থেকে এগুলো পরিত্যাগ করতে পারে না। বরং এসবই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এ প্রতিকূলতার বিরুদ্ধে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে; এটাই জীবনের স্বাভাবিকতা। তাই অপরিসীম ধৈর্য বা সহনশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় জীবনের অভীষ্ট লক্ষ্যে। দুঃখ-শোকের তীব্র আঘাতেই মানুষের সুপ্ত বিবেক জাগ্রত হয়; পৃথিবীকে নতুন করে উপলব্ধি করতে শেখায়। জীবন ঘষে যে স্ফুলিঙ্গ বের হয়, তাতে মানবজীবনকে চেনা যায় নতুন করে। ব্যথা-বেদনার পাহাড় অতিক্রম করেই তো পাওয়া যায় জীবনের প্রকৃত জয়। কিন্তু জীবন-যুদ্ধের এ প্রতিকূলতাকে ভয় পেয়ে বসে থাকলে জীবনে সাফল্য অর্জিত হয় না। সীমাহীন ধৈর্যে যারা জীবনের সকল তিক্ততাকে অমৃত বলে গ্রহণ করতে পেরেছে, তারাই সার্থক জীবনের অধিকারী। বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্ট রিগান জীবনের প্রথমে একজন বেতার ঘোষক হতে চেয়েছিলেন, কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও তিনি তা পারেননি; তবুও তিনি তাঁর চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং ঘোষক না হতে পারলেও সুন্দর কণ্ঠের জন্য রাজনীতিতে সাদরে প্রবেশ করতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছেন।
মন্তব্যঃ জীবনের সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি হলো ধৈর্য। আর ধৈর্যহারা বৃহৎ জগতে বাঁচতে শেখেনি। সহনশীলতা তথা ধৈর্য মানবজীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে অপরিসীম শক্তি আর সাহস যোগায়। সুতরাং জীবনে সাফল্য অর্জনে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url