যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার প্রতিবেদন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি যুবসমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার
সম্পর্কে প্রতিবেদন খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কারণ আমরা
এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই উক্ত বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন
করেছি।
আশা করি প্রতিবেদনটি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি
যদি প্রতিবেদনটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেল মনোযোগ সহকারে
সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।
প্রতিবেদন
সংবাদপত্রে প্রকাশের জন্যে 'যুবসমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার' সম্পর্কিত একটি
প্রতিবেদন তৈরি কর।
অথবা, মনে কর, তুমি 'নাফিসা',
'দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। আজকের যুবসমাজের নৈতিক অবক্ষয়
উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।
প্রতিবেদকের নামঃ ক
প্রতিবেদনের শিরোনামঃ যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার
প্রতিবেদন তৈরির সময়ঃ রাত ৮টা
তারিখঃ ২৩ এপ্রিল ২০২৪
যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার
দেশের যুবসমাজ যদি জ্ঞানে, কর্মে, শিক্ষা-সংস্কৃতিতে উন্নত মানসিকতায় গড়ে উঠতে
পারে তাহলে দেশের সমৃদ্ধি সুনিশ্চিত। আর যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হলে দেশের
অধঃপতন অবধারিত। আমাদের দেশের বিপুল সংখ্যক শিক্ষিত যুবক বেকার। অনিশ্চিত
ভবিষ্যতের কথা ভেবে তারা প্রতিনিয়ত অস্থির জীবনযাপন করছে। ফলে আমাদের যুবক
শ্রেণির বেশিরভাগ অজ্ঞাতে বা জ্ঞাতসারে অবক্ষয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ পরিস্থিতি
থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে।
যুবসমাজের অবক্ষয়ের কারণ
- নানা কারণে যুবসমাজে অবক্ষয় দেখা দিতে পারে। বিশেষত, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাবে বর্তমানে আমাদের সমাজ জীবনে চরম অবক্ষয়ের চিত্র জীবন্ত হয়ে আছে।
- রাজনীতিক অস্থিতিশীলতাও যুবসমাজের অবক্ষয়ের আর একটি কারণ। একদিকে রাজনীতিক দ্বন্দ্ব-কলহ, অপরদিকে আর্থনীতিক দুর্দশা, শিক্ষাজগতে নৈরাজ্য এবং স্বেচ্ছাচারিতা যুবসমাজকে বিপথগামী করে। আর যেখানে মানবিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গৌণ সেখানে অবক্ষয় অনিবার্য।
- বর্তমানে টেলিভিশনের সঙ্গে ডিশ অ্যান্টেনা সংযুক্ত হয়ে আমাদের ঘরে এসেছে বিজাতীয় সংস্কৃতি- যা আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে অসংগতিপূর্ণ। ফলে এসব সন্তা বিনোদনে আকৃষ্ট হয়ে যুবসমাজ অবক্ষয়ের দিকে দ্রুত ধাবিত হচ্ছে।
- মেয়েরা ফ্যাশন হিসেবে কিংবা যুবকদের সঙ্গে অতি-আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে ধূমপান করছে এমনকি বিভিন্ন প্রকার মাদক সেবন করছে। এটিও সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ।
- বাংলাদেশের তরুণরা এখন ভয়াবহ মাদকাসক্তির শিকার। এর ভয়াবহ নেতিবাচকতা যুবসমাজকে প্রভাবিত করছে সবচেয়ে বেশি।
যুবসমাজের অবক্ষয়ের প্রতিকার
যুবকদের সুসংগঠিত করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে। তাদের মধ্যে
নীতিজ্ঞান ও সচেতনতা জাগিয়ে তুলতে হবে। অর্থাৎ নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায়
শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দূর করতে
হবে। তাছাড়া যারাই অপরাধ কর্মে লিপ্ত হয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে
হবে। এভাবেই অবক্ষয়ের প্রতিকার সম্ভব।
বর্তমানে আমাদের যুবসমাজকে নানা সামাজিক ব্যাধি গ্রাস করতে বসেছে। এ পরিস্থিতি
চলতে থাকলে জাতির ভবিষ্যৎ অচিরেই তলিয়ে যাবে গভীর অন্ধকারে। কাজেই যেকোনো মূল্যে
অবক্ষয়ের হাত থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। যুবসমাজকে অবক্ষয়ের কবল থেকে
রক্ষা করতে পারলেই আমরা একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url