ভাবসম্প্রসারণ : ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
ভাব-সম্প্রসারণটি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন
কারণ আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
আশা করি ভাব সম্প্রসারণটি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক
আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি
মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু
করা যাক।
ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।
ভাবসম্প্রসারণ : প্রকৃত জ্ঞানীরা
অতীতের নৌকায় ভর করে বর্তমানের হাল ধরে ভবিষ্যৎ বন্দরের দিকে ধাবিত হন। অতএব,
ভবিষ্যতের মোকাবিলা করার জন্য বর্তমানকে যারা ভিত্তি হিসেবে গ্রহণ করে, তারাই
যথার্থ দূরদৃষ্টিসম্পন্ন জ্ঞানী এবং বুদ্ধিমান।
জ্ঞানী ব্যক্তিমাত্রই মানুষ, তবে মানুষ মাত্রই জ্ঞানী নয়। জীবন চলার পথে বিচিত্র
অভিজ্ঞতা ব্যক্তিকে জ্ঞানী মানুষে পরিণত করে। মানুষের কর্মময় জীবনের সঙ্গে অতীত,
বর্তমান ও ভবিষ্যৎ- তিনটি কালের সম্পৃক্ততা রয়েছে। জ্ঞানী ব্যক্তিরা অতীতের
অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনাগত ভবিষ্যতের দিনগুলো স্বাচ্ছন্দ্যময় করার জন্য বিভিন্ন
পরিকল্পনা গ্রহণ করেন। আধুনিক সভ্যতা জ্ঞানীদেরই অবদান। জ্ঞানী ব্যক্তিরা তাদের
জ্ঞান, মেধা, চিন্তাশক্তির সঙ্গে কঠোর পরিশ্রম মিলিয়ে আমাদের বসবাসের উপযোগী
পৃথিবীকে আরও সুন্দর করেছেন। বস্তুত জ্ঞানী ব্যক্তিরা সর্বদাই ভবিষ্যতের কথা
ভাবেন। ভবিষ্যতে কীভাবে দেশ ও দশের সেবা করা যায়, জাতির কল্যাণ করা যায় সেই
বিষয়েই তাদের ভাবনা এবং অপরের কল্যাণই তাদের জীবনব্রত। কেননা তারা জানেন যে,
বর্তমানের অর্জন ও সঞ্চয় সুদূরপ্রসারী ভবিষ্যতেরই বহিঃপ্রকাশ। পক্ষান্তরে যারা
নির্বোধ ও বোকা তারা গড্ডলিকা প্রবাহে জীবন অতিবাহিত করে। তাদের অদূরদৃষ্টি ও
চিন্তা-চেতনার সংকীর্ণতা যথার্থ আত্মোপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখে। ফলে অতীত ও
বর্তমানের ব্যর্থতা মূল্যায়ন কিংবা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের কথা তারা কল্পনাও
করতে পারে না। কিন্তু ভবিষ্যতটা অফুরন্ত। অতএব, নদীর ঢেউ গোনা আর বর্তমানের
চিন্তা করা দুটোই সমান। অতীত যেখানে অতিক্রান্ত, বর্তমান যেখানে ধরে রাখা অসম্ভব,
সেখানে ভবিষ্যৎ মুখ্য এবং অনিঃশেষ। সামান্য পিঁপড়া, মৌমাছি পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে
ব্যতিব্যস্ত। বর্তমানের দুঃখ-কষ্ট সহ্য করে তারা ভবিষ্যতের খাদ্য সঞ্চয় করে। তাই
ভবিষ্যতের ভাবনা মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। সুতরাং মানুষের কল্যাণের জন্য যা
করার তা কেবল ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখেই করা উচিত। জ্ঞানী মানুষ বর্তমানের
আলোকে অন্ধকার ভবিষ্যতের পথকে আলোকিত করতে সর্বদা প্রয়াসী।
ভবিষ্যতের চিন্তা করাই সত্যিকারের জ্ঞানের পরিচায়ক। একমাত্র ভবিষ্যৎই সম্মুখে
উন্মুক্ত। ভবিষ্যতের ভাবনাই জীবনকে সার্থক ও সুন্দর করে তোলে। ভবিষ্যতের মাঝেই
লুকিয়ে আছে নিজেকে সফল করার উপকরণ। তাই অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের ভাবনা ভাবাই
বাঞ্ছনীয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url