ভাবসম্প্রসারণ : মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ভাব সম্প্রসারণ পড়ার প্রয়োজন পড়ে। তাই আমরা আপনাদের জন্য এই আর্টিকেলটিতে " মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে এটিও একটি। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক।

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

ভাবসম্প্রসারণঃ মৃত্যু আছে বলেই মানুষের বেঁচে থাকার এত সাধ। তাই পৃথিবী ছেড়ে কেউই চলে যেতে চায় না।
পৃথিবীতে মানুষ আপনআপন প্রতিভা ও রুচি অনুযায়ী নানামুখী কর্মের জাল বিস্তার করে। কিন্তু সব কাজ, সব কীর্তি, সব স্মৃতি এবং সব চিহ্ন পিছে ফেলে রেখে মানুষকে একদিন ফিরে যেতে হয় মৃত্যুর কোলে। মৃত্যু নির্মম, মৃত্যু চিরন্তন, মৃত্যু ধ্রুব সত্য। মৃত্যুময় পৃথিবীতে মানুষ দুদিনের অতিথি- এ কথা সব মানুষেরই জানা। কিন্তু এ কারণে জীবন ও পৃথিবীর প্রতি তার সীমাহীন ভালোবাসায় কোনো ঘাটতি সৃষ্টি হয় না, হয় না কোনো বিপরীতমুখী অনুভূতির জন্ম কিংবা প্রসার। মৃত্যুকে ধ্রুব জেনেও মানুষ জীবনকে ভালোবাসে। ভালোবাসে গাছ, লতাপাতা, অরণ্য, প্রান্তর-নদী, পর্বত, সমুদ্র, পশুপাখি, কীটপতঙ্গ, মৃত্তিকা। সে ভালোবাসা পেতে চায় এবং ভালোবাসা দিতে চায়। এই দেওয়া-নেওয়ার সুষ্ঠু সমন্বয়ের মধ্যে সে খুঁজে পায় তার জীবনের সম্পূর্ণতা, পায় স্বর্গীয় আনন্দের আস্বাদ। এই ধরণির প্রতিটি ধূলিকণার কাছে তিলে তিলে তার বহু ঋণ জমা হয়। মাটি তাকে খাদ্য জোগায়। আকাশ জোগায় আলো। বাতাস দেয় অক্সিজেন, নদী দেয় জল। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি আর জ্যোৎস্রা তার মনকে স্নিগ্ধতায় ভরিয়ে দেয়। প্রান্তরের সবুজ এবং অরণ্যের শ্যামলিমা মায়ার কাজল বুলিয়ে যায় তার দুই চোখে। শিশির ভেজা ঘাসে অথবা সদ্য ফোটা ফুলের ওপর দৃষ্টি রেখে সে খুঁজে পায় জীবনের অনির্বচনীয় আনন্দ। এমন আনন্দঘন পরিবেশ কেউ ছেড়ে যেতেশ্চায় না।
তাই শত দুঃখ-কষ্টেও পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে চায়। চায় জীবনের মাধুর্য উপভোগ করতে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url