ভাবসম্প্রসারণ : মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান ভাব সম্প্রসারণ টি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান
কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য উক্ত ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাব সম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি।
অথবা, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।

মূলভাবঃ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। শ্রম, সাধনা, যোগ্যতা, বুদ্ধিমত্তা ও ভালোবাসা দিয়ে মানুষ প্রমাণ করেছে বিশ্বের প্রাণিকুলে তার চেয়ে অধিক গুণী ও মহান আর কেউ নেই। এ অর্জন জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সমগ্র মানবকুলের।
সম্প্রসারিত ভাবঃ স্রষ্টা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের রয়েছে বুদ্ধিমত্তা, যা তাকে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র ও শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে। ইতোমধ্যে মানুষ তার মেধা-বুদ্ধি ও সৃজনশীল চিন্তা-চেতনায় জলে, স্থলে ও অন্তরীক্ষে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষ বিভিন্ন আবিষ্কার ও পারস্পরিক সহযোগিতায় আধুনিক সভ্যতা প্রতিষ্ঠা করে হয়েছে অনন্য গৌরবের অধিকারী। মানুষের আছে ন্যায়-অন্যায় ও ভালো-মন্দের বোধ সর্বোপরি মনুষ্যত্ব, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মানুষ সর্বদা সত্যের সন্ধানী। জ্ঞানের সন্ধানে মানুষ জীবনপাত করতেও প্রস্তুত। মানুষই প্রথম সত্য আবিষ্কার করে দিকে দিকে জনে জনে ছড়িয়ে দিয়েছে। মানুষ না থাকলে কোনো সত্যই প্রতিষ্ঠিত হতো না। আদিম যুগে একতাবদ্ধ হয়ে মানুষ যেমন বিরূপ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছে তেমনই আজও একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, একে অপরের দুঃখ-শোকে সান্ত্বনা দিতে, সহানুভূতি জানাতে মানুষ মানুষের কাছে ছুটে আসে। তাছাড়া প্রকৃতির অন্যান্য জীবের সেবা করা এবং তাদের ভালোবেসে আশ্রয় দেওয়া, রক্ষা করা মানুষের এক সহজাত স্বভাব। মোটকথা প্রেম, দয়া, ন্যায়, সত্য প্রভৃতি সদগুণ শুধু মানুষের মধ্যেই বিদ্যমান। মানবিক ধর্মে দীক্ষিত মানুষ এসব মহৎ গুণ জীবনের ও সমাজের স্বার্থ রক্ষা ও সম্প্রীতির উন্নতিকল্পে ব্যবহার করে। যদিও পৃথিবীতে মানুষ বিভিন্ন নীতি, আদর্শ আর বিধি-নিষেধের বেড়াজালে আবদ্ধ। এসব বেড়াজাল ছিন্ন করে অনেক মানুষের পক্ষেই অনেক কিছু করা সম্ভব হয় না। আবার, সমাজে এক শ্রেণির মানুষ আছে যারা বর্ণপ্রথা, সাংস্কৃতিক ঐতিহ্যের দোহাই দিয়ে মানুষকে অনেক মহৎ কাজ করা থেকে বিরত রাখে। এরই ধারাবাহিকতায় ইদানীং মানুষে মানুষে দ্বন্দ্ব-বিরোধ চরম আকার ধারণ করছে, যা মনুষ্যত্বের অবক্ষয় ছাড়া আর কিছুই নয়।
মন্তব্যঃ তদুপরি পৃথিবীতে সম্মানের যোগ্য ও শ্রেষ্ঠত্বের দাবিদার একটাই জাতি আছে, সে জাতি মানুষজাতি। মানুষের প্রতি মানুষের রয়েছে অপরিসীম দায়িত্ব ও কর্তব্য। তাই অসাম্য ও বিভেদের পথ পরিহার করে বিশ্বজুড়ে মহামানবের মিলন মেলায় মিলতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url